ETV Bharat / sitara

'আনফেয়ার অ্যান্ড লাভলি'-তে জুটি বাঁধবেন রণদীপ-ইলিয়ানা - Unfair and Lovely

এবার ইলিয়ানা ডিক্রুজ়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রণদীপ হুডা । পরবর্তী ছবি 'আনফেয়ার অ্যান্ড লাভলি'-তে একসঙ্গে দেখা যাবে তাঁদের ।

asd
asd
author img

By

Published : Oct 15, 2020, 7:20 PM IST

মুম্বই : পরবর্তী ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে রণদীপ হুডা ও ইলিয়ানা ডিক্রুজ়কে । ছবির নাম 'আনফেয়ার অ্যান্ড লাভলি'।

আজ সোশাল মিডিয়ায় আপকামিং ছবির কথা ঘোষণা করেন রণদীপ ও ইলিয়ানা দু'জনেই । ইনস্টাগ্রামে ইলিয়ানা ও তাঁর দুটি ছবি পোস্ট করেন রণদীপ । ছবির ক্যাপশনে লেখেন, "সবাই ফর্সা ও সুন্দর হয় না, আবার সবাই সুন্দর ও ফর্সা হয় না । বুঝলেন না ? আমার পরবর্তী ছবি দেখার পর সব কিছুই বুঝে যাবেন #আনফেয়ারঅ্যান্ডলাভলি"।

তিনি আরও লেখেন, "ইলিয়ানা ও পরিচালক বলবিন্দর সিং আঞ্জুয়ার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি ।"

ওই একই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন ইলিয়ানাও । তিনি লেখেন, "কখনও ভেবে দেখেছেন অভিনেত্রীর ফর্সা গাল কেন পছন্দ করেন অভিনেতারা ? এই ধারণা এখন পুরোনো হয়ে গিয়েছে । সময় এসেছে #আনফেয়ারঅ্যান্ডলাভলি-র ।"

এর আগে 'মুবরকন' ছবিতে বলবিন্দর সিং আঞ্জুয়ার সঙ্গে কাজ করেছিলেন ইলিয়ানা । এই ছবিতে ফের বলবিন্দরের পরিচালনায় অভিনয় করবেন তিনি ।

নভেম্বর থেকে শুরু হবে এই ছবির শুটিং । দেশের বিভিন্ন জায়গায় শুটিং করা হবে । সব ঠিক থাকলে 2021 সালে হলে মুক্তি পাবে 'আনফেয়ার অ্যান্ড লাভলি'।

মুম্বই : পরবর্তী ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে রণদীপ হুডা ও ইলিয়ানা ডিক্রুজ়কে । ছবির নাম 'আনফেয়ার অ্যান্ড লাভলি'।

আজ সোশাল মিডিয়ায় আপকামিং ছবির কথা ঘোষণা করেন রণদীপ ও ইলিয়ানা দু'জনেই । ইনস্টাগ্রামে ইলিয়ানা ও তাঁর দুটি ছবি পোস্ট করেন রণদীপ । ছবির ক্যাপশনে লেখেন, "সবাই ফর্সা ও সুন্দর হয় না, আবার সবাই সুন্দর ও ফর্সা হয় না । বুঝলেন না ? আমার পরবর্তী ছবি দেখার পর সব কিছুই বুঝে যাবেন #আনফেয়ারঅ্যান্ডলাভলি"।

তিনি আরও লেখেন, "ইলিয়ানা ও পরিচালক বলবিন্দর সিং আঞ্জুয়ার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি ।"

ওই একই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন ইলিয়ানাও । তিনি লেখেন, "কখনও ভেবে দেখেছেন অভিনেত্রীর ফর্সা গাল কেন পছন্দ করেন অভিনেতারা ? এই ধারণা এখন পুরোনো হয়ে গিয়েছে । সময় এসেছে #আনফেয়ারঅ্যান্ডলাভলি-র ।"

এর আগে 'মুবরকন' ছবিতে বলবিন্দর সিং আঞ্জুয়ার সঙ্গে কাজ করেছিলেন ইলিয়ানা । এই ছবিতে ফের বলবিন্দরের পরিচালনায় অভিনয় করবেন তিনি ।

নভেম্বর থেকে শুরু হবে এই ছবির শুটিং । দেশের বিভিন্ন জায়গায় শুটিং করা হবে । সব ঠিক থাকলে 2021 সালে হলে মুক্তি পাবে 'আনফেয়ার অ্যান্ড লাভলি'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.