ETV Bharat / sitara

'রাধে'-র সেটে হাঁটুতে চোট রণদীপ হুডার - রাধে

'রাধে'-র সেটে হাঁটুতে চোট পেলেন রণদীপ হুডা । একটি সেলফি পোস্ট করে সেকথা জানান তিনি । তিনি যাতে দ্রুত সেরে ওঠেন সেই প্রার্থনা করেছেন ফ্যানরা ।

dfg
dfg
author img

By

Published : Mar 8, 2020, 1:14 PM IST

মুম্বই : সলমান খানের সঙ্গে 'রাধে' ছবিতে স্ক্রিন শেয়ার করতে চলেছেন রণদীপ হুডা । চলছে ছবির শুটিং । এদিকে শুটিং চলাকালীন হাঁটুতে চোট পান । ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করে একথা জানান তিনি ।

ছবির ক্যাপশনে লেখেন, "ভালো দৌড়ের পর একটা সেলফি । হাঁটু ঠিক করার চেষ্টা করছি । 'রাধে'-র সেটে হাঁটুতে চোট পেয়েছি ।" খুব তাড়াতাড়ি তিনি সেরে উঠছেন বলেও জানা গেছে ।

রণদীপের এই পোস্ট দেখে চিন্তিত ফ্যানরা । তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করেছেন অনেকেই । একজন লেখেন, "সবকিছুই ঠিক হয়ে যায় । একটু সময় দিন ।" আরও একজন লেখেন, "এই ধরনের যন্ত্রণার পর মনে হয় ভালো কিছু অ্যাচিভ করলাম ।"

রণদীপ ছাড়াও ছবিতে অভিনয় করছেন দিশা পাটানি, সোহেল খান, গোবিন্দ নামদেব সহ আরও অনেকে । শোনা যাচ্ছে রণদীপকে এই ছবিতে এক ভিলেনের চরিত্রে দেখা যাবে। এই প্রথম কোনও ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে তাঁকে । এছাড়া 'রাধে'-তে পুলিশ আধিকারিকের চরিত্রে দেখা যাবে গোবিন্দ নামদেবকে । তাঁকে সাধারণত ভিলেনের চরিত্রেই দেখতে অভ্যস্ত দর্শকরা ।

নভেম্বর থেকে শুরু হয়েছে ছবির শুটিং । আগে একটি সাক্ষাৎকারে ছবি সম্পর্কে সলমান খান বলেছিলেন, "'রাধে' একেবারে অন্যরকম একটি ছবি । 'ওয়ান্টেড' ছবিতে আমার চরিত্রের নাম রাধে ছিল, কিন্তু, এই ছবির কথা বলতে গেলে বলব যে 'রাধে' একেবারে 'ওয়ান্টেড'-এর বাবা ।" সব ঠিক থাকলে চলতি বছর ইদে মুক্তি পাবে 'রাধে'।

মুম্বই : সলমান খানের সঙ্গে 'রাধে' ছবিতে স্ক্রিন শেয়ার করতে চলেছেন রণদীপ হুডা । চলছে ছবির শুটিং । এদিকে শুটিং চলাকালীন হাঁটুতে চোট পান । ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করে একথা জানান তিনি ।

ছবির ক্যাপশনে লেখেন, "ভালো দৌড়ের পর একটা সেলফি । হাঁটু ঠিক করার চেষ্টা করছি । 'রাধে'-র সেটে হাঁটুতে চোট পেয়েছি ।" খুব তাড়াতাড়ি তিনি সেরে উঠছেন বলেও জানা গেছে ।

রণদীপের এই পোস্ট দেখে চিন্তিত ফ্যানরা । তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করেছেন অনেকেই । একজন লেখেন, "সবকিছুই ঠিক হয়ে যায় । একটু সময় দিন ।" আরও একজন লেখেন, "এই ধরনের যন্ত্রণার পর মনে হয় ভালো কিছু অ্যাচিভ করলাম ।"

রণদীপ ছাড়াও ছবিতে অভিনয় করছেন দিশা পাটানি, সোহেল খান, গোবিন্দ নামদেব সহ আরও অনেকে । শোনা যাচ্ছে রণদীপকে এই ছবিতে এক ভিলেনের চরিত্রে দেখা যাবে। এই প্রথম কোনও ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে তাঁকে । এছাড়া 'রাধে'-তে পুলিশ আধিকারিকের চরিত্রে দেখা যাবে গোবিন্দ নামদেবকে । তাঁকে সাধারণত ভিলেনের চরিত্রেই দেখতে অভ্যস্ত দর্শকরা ।

নভেম্বর থেকে শুরু হয়েছে ছবির শুটিং । আগে একটি সাক্ষাৎকারে ছবি সম্পর্কে সলমান খান বলেছিলেন, "'রাধে' একেবারে অন্যরকম একটি ছবি । 'ওয়ান্টেড' ছবিতে আমার চরিত্রের নাম রাধে ছিল, কিন্তু, এই ছবির কথা বলতে গেলে বলব যে 'রাধে' একেবারে 'ওয়ান্টেড'-এর বাবা ।" সব ঠিক থাকলে চলতি বছর ইদে মুক্তি পাবে 'রাধে'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.