ETV Bharat / sitara

ফুটবল ম্যাচে রক্তাক্ত রণবীর - রণবীর কাপুরের খবর

ফুটবল খেলতে গিয়ে বেজায় চোট পেলেন রণবীর কাপুর ।

Ranbir Kapoor in Football match
Ranbir Kapoor in Football match
author img

By

Published : Dec 25, 2019, 8:01 PM IST

মুম্বই : রণবীর কাপুরের ফুটবল প্রীতি কারো অজানা নয় । সম্প্রতি তাঁকে মুম্বইয়ের এক স্টেডিয়ামে একাধিক তারকার সঙ্গে ফুটবল খেলতে দেখা গেল ।

তবে এটা খবর নয়, খবর হল যে, ফুটবল খেলতে খেলতে চোট পেলেন রণবীর । রক্তাক্ত হল তাঁর ঠোঁট । কিন্তু, সেই অবস্থাতেও তিনি খেলা কন্টিনিউ করলেন । শুধু তাই নয়, রণবীর তাঁর ফ্যানেদের সঙ্গে সেলফিও তুললেন ।

এই ম্যাচে ঈশান খট্টর ও সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানকেও ফুটবল খেলতে দেখা গেল । দেখে নিন ভিডিয়ো..

Ranbir Kapoor in Football match

শত কাজের মধ্যেও রণবীর সময় বের করে ফুটবল খেলেন প্রতি রবিবার । আপাতত তিনি ব্যস্ত 'ব্রহ্মাস্ত্র' ছবির শুটিংয়ে । আলিয়া ভাট ও অমিতাভ বচ্চনকেও দেখা যাবে অয়ন মুখার্জি পরিচালিত এই ছবিতে ।

মুম্বই : রণবীর কাপুরের ফুটবল প্রীতি কারো অজানা নয় । সম্প্রতি তাঁকে মুম্বইয়ের এক স্টেডিয়ামে একাধিক তারকার সঙ্গে ফুটবল খেলতে দেখা গেল ।

তবে এটা খবর নয়, খবর হল যে, ফুটবল খেলতে খেলতে চোট পেলেন রণবীর । রক্তাক্ত হল তাঁর ঠোঁট । কিন্তু, সেই অবস্থাতেও তিনি খেলা কন্টিনিউ করলেন । শুধু তাই নয়, রণবীর তাঁর ফ্যানেদের সঙ্গে সেলফিও তুললেন ।

এই ম্যাচে ঈশান খট্টর ও সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানকেও ফুটবল খেলতে দেখা গেল । দেখে নিন ভিডিয়ো..

Ranbir Kapoor in Football match

শত কাজের মধ্যেও রণবীর সময় বের করে ফুটবল খেলেন প্রতি রবিবার । আপাতত তিনি ব্যস্ত 'ব্রহ্মাস্ত্র' ছবির শুটিংয়ে । আলিয়া ভাট ও অমিতাভ বচ্চনকেও দেখা যাবে অয়ন মুখার্জি পরিচালিত এই ছবিতে ।

Intro:Body:

ফুটবল ম্যাচে রক্তাক্ত হলেন রণবীর



ফুটবল খেলতে গিয়ে বেজায় চোট পেলেন রণবীর কাপুর ।



মুম্বই : রণবীর কাপুরের ফুটবল প্রীতি কারো অজানা নয় । সম্প্রতি তাঁকে মুম্বইয়ের এক স্টেডিয়ামে একাধিক তারকার সঙ্গে ফুটবল খেলতে দেখা গেল ।



তবে এটা খবর নয়, খবর হল যে, ফুটবল খেলতে খেলতে চোট পেলেন রণবীর । রক্তাক্ত হল তাঁর ঠোঁট । কিন্তু, সেই অবস্থাতেও তিনি খেলা কন্টিনিউ করলেন ।



শুধু তাই নয়, রণবীর তাঁর ফ্যানেদের সঙ্গে সেলফিও তুললেন ।



এই ম্য়াচে ঈশান খট্টর ও সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানকেও ফুটবল খেলতে দেখা গেল । দেখে নিন ভিডিয়ো..



শত কাজের মধ্যেও রণবীর সময় বের করে ফুটবল খেলেন প্রতি রবিবার । আপাতত তিনি ব্যস্ত 'ব্রহ্মাস্ত্র' ছবির শুটিংয়ে । আলিয়া ভাট ও অমিতাভ বচ্চনকেও দেখা যাবে অয়ন মুখার্জি পরিচালিত এই ছবিতে ।  




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.