ETV Bharat / sitara

অতিমারী না হলে 'গার্লফ্রেন্ড' আলিয়ার সঙ্গে বিয়েটা হয়েই যেত রণবীরের - আলিয়া ভাটের খবর

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রণবীর কাপুর খোলাখুলি জানিয়ে দিলেন যে, অতিমারী না হলে এতদিনে আলিয়ার সঙ্গে বিয়েটা সেরেই ফেলতেন তিনি । এতদিনের 'রিউমর্ড গার্লফ্রেন্ড'-কে এবার সরাসরি 'গার্লফ্রেন্ড' বলেই উল্লেখ করলেন অভিনেতা ।

ranbir is proud of alia bhatt
ranbir is proud of alia bhatt
author img

By

Published : Dec 24, 2020, 3:22 PM IST

মুম্বই : এমনিতে আড়ালে থাকতেই পছন্দ করেন রণবীর কাপুর । সোশাল মিডিয়ায় তাঁর কোনও অফিশিয়াল অ্যাকাউন্ট নেই, সাক্ষাৎকার দিতেও খুব একটা আসেন না তিনি । তবে রাজীব মসন্দের সঙ্গে খোলামেলা আড্ডায় মজলেন রণবীর । স্বভাবসিদ্ধ মোড়ক ছেড়ে বেড়িয়ে অনেক কথাই বললেন তিনি ।

রাজীব তাঁকে প্রশ্ন করেন যে, এই লকডাউনে নতুন কী শিখেছেন রণবীর ? এই প্রশ্নে কোনও রাখঢাক না করেই অভিনেতা বললেন, "এই বিষয়ে আমার গার্লফ্রেন্ড আলিয়ার সামনে নিজেকে ছোটো মনে হয় । ও এই লকডাউনে গিটার শেখা থেকে শুরু করে স্ক্রিন প্লে লেখা অবধি শিখে ফেলেছে । আলিয়া ওভার-অ্যাচিভার । আর আমি বেশিরভাগ সময় বই পড়েছি, সিনেমা দেখেছি, পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি ।"

এই বছরটা রণবীরের জন্য আরও একটি কারণে খুব কষ্টদায়ক । বাবা ঋষি কাপুরকে হারিয়েছেন তিনি । সেই শোকের সঙ্গে নিজেকে মানিয়ে নিতেও অনেকটা সময় লেগেছে তাঁর, রণবীর নিজেই জানালেন রাজীবকে ।

ranbir is proud of alia bhatt
লাভ বার্ড

শুধু তাই নয়, ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করলে ফের একবার ছক্কা হাঁকান রণবীর । তিনি বলেন, এই অতিমারীটা না হলে বিয়েটা এতদিনে করেই ফেলতেন আলিয়াকে । "তবে আমি বেশিকিছু বলতে চাই না এই বিষয়ে । শুধু এটুকু বলব যে, খুব তাড়াতাড়ি এই লক্ষ্যটাও পূরণ হবে আমার ।", অবলীলায় বলেন অভিনেতা ।

এই শুনে রাজীব জিজ্ঞাসা করেন যে, "তাহলে নতুন বছরে ব্যক্তিগত ও পেশাগত দুই জীবনেই অনেক ইন্টারেস্টিং কিছু ঘটবে ?" উত্তরে হাসতে হাসতে রণবীর বলেন, "আশা করছি ।"

মুম্বই : এমনিতে আড়ালে থাকতেই পছন্দ করেন রণবীর কাপুর । সোশাল মিডিয়ায় তাঁর কোনও অফিশিয়াল অ্যাকাউন্ট নেই, সাক্ষাৎকার দিতেও খুব একটা আসেন না তিনি । তবে রাজীব মসন্দের সঙ্গে খোলামেলা আড্ডায় মজলেন রণবীর । স্বভাবসিদ্ধ মোড়ক ছেড়ে বেড়িয়ে অনেক কথাই বললেন তিনি ।

রাজীব তাঁকে প্রশ্ন করেন যে, এই লকডাউনে নতুন কী শিখেছেন রণবীর ? এই প্রশ্নে কোনও রাখঢাক না করেই অভিনেতা বললেন, "এই বিষয়ে আমার গার্লফ্রেন্ড আলিয়ার সামনে নিজেকে ছোটো মনে হয় । ও এই লকডাউনে গিটার শেখা থেকে শুরু করে স্ক্রিন প্লে লেখা অবধি শিখে ফেলেছে । আলিয়া ওভার-অ্যাচিভার । আর আমি বেশিরভাগ সময় বই পড়েছি, সিনেমা দেখেছি, পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি ।"

এই বছরটা রণবীরের জন্য আরও একটি কারণে খুব কষ্টদায়ক । বাবা ঋষি কাপুরকে হারিয়েছেন তিনি । সেই শোকের সঙ্গে নিজেকে মানিয়ে নিতেও অনেকটা সময় লেগেছে তাঁর, রণবীর নিজেই জানালেন রাজীবকে ।

ranbir is proud of alia bhatt
লাভ বার্ড

শুধু তাই নয়, ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করলে ফের একবার ছক্কা হাঁকান রণবীর । তিনি বলেন, এই অতিমারীটা না হলে বিয়েটা এতদিনে করেই ফেলতেন আলিয়াকে । "তবে আমি বেশিকিছু বলতে চাই না এই বিষয়ে । শুধু এটুকু বলব যে, খুব তাড়াতাড়ি এই লক্ষ্যটাও পূরণ হবে আমার ।", অবলীলায় বলেন অভিনেতা ।

এই শুনে রাজীব জিজ্ঞাসা করেন যে, "তাহলে নতুন বছরে ব্যক্তিগত ও পেশাগত দুই জীবনেই অনেক ইন্টারেস্টিং কিছু ঘটবে ?" উত্তরে হাসতে হাসতে রণবীর বলেন, "আশা করছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.