ETV Bharat / sitara

পুলিশ কাস্টডিতে রাম গোপাল বর্মা - Director

রাম গোপাল বর্মা পরিচালিত 'লক্ষ্মীজ় NTR' ছবিটি অন্ধ্রপ্রদেশে মুক্তি পাবে ১ মে। তবে তার আগে এই ছবিটি নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই সব নিয়ে খোলসা করে কথা বলতে বিজয়ওয়ারাতে একটা প্রেসমিটের আয়োজন করেন রাম গোপাল। কিন্তু, বিজয়ওয়ারা বিমানবন্দর থেকে জোর করে তাঁকে হায়দরাবাদে ফিরে যেতে বাধ্য করে অন্ধ্র পুলিশ।

রাম গোপাল বর্মা
author img

By

Published : Apr 28, 2019, 5:15 PM IST

Updated : Apr 28, 2019, 7:28 PM IST

রাম গোপাল বর্মা পরিচালিত 'লক্ষ্মীজ় NTR' ছবিটি মুক্তির অপেক্ষায়। অন্ধ্রপ্রদেশে এই ছবি মুক্তি পাবে ১ মে। তবে তার আগে এই ছবিটি নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই সব নিয়ে খোলসা করে কথা বলতে বিজয়ওয়ারাতে একটা প্রেসমিটের আয়োজন করেন রাম গোপাল। কিন্তু, অন্ধ্রপ্রদেশ বিমানবন্দর থেকে জোর করে তাঁকে হায়দরাবাদে ফিরে যেতে বাধ্য করে অন্ধ্র পুলিশ।

রামগোপাল তাঁর নিজের টুইটার অ্যাকাউন্ট জানিয়েছেন, "আমি এখন পুলিশ কাস্টডিতে। সত্যি কথা বলার চেষ্টা করাটাই আমার অপরাধ। অন্ধ্রপ্রদেশে কোনও গণতন্ত্র নেই।"

  • I am In police custody now for the only crime of trying to tell truth ..THERE IS NO DEMOCRACY IN ANDHRA PRADESH pic.twitter.com/O7OnWop407

    — Ram Gopal Varma (@RGVzoomin) April 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রেসমিট বাতিল হয়ে যাওয়া নিয়েও রামগোপাল একটি টুইট করেন। তিনি বলেন, "৪টের সময়ে যেই প্রেসমিটটি হওয়ার কথা ছিল, সেটি বাতিল করা হচ্ছে আর তার জন্য আমি খুবই দুঃখিত। পুলিশ আমায় আটকে দিয়েছে আর বিজয়ওয়ারাতে আমার প্রবেশ নিষিদ্ধ করেছে। আমায় জোর করে হায়দরাবাদ পাঠানো হচ্ছে।"

  • Sorry to inform that the press meet at 4 pm is cancelled because the police stopped us and have barred my entry into Vijaywada and forcibly sending me back to hyderabad ..Hey @ncbn WHERE IS DEMOCRACY ? WHY IS TRUTH BEING BACK STABBED? https://t.co/cVq91nSfVc

    — Ram Gopal Varma (@RGVzoomin) April 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোথায় গণতন্ত্র? কেন সত্যিকে পিছন থেকে ছুড়ি মারা হচ্ছে? প্রশ্ন তুলেছেন পরিচালক। তাঁর ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটার-লাইভ ব্লক করে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন রামগোপাল।

  • I can’t communicate because they blocked my insta facebook twitter live

    — Ram Gopal Varma (@RGVzoomin) April 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাম গোপাল বর্মা পরিচালিত 'লক্ষ্মীজ় NTR' ছবিটি মুক্তির অপেক্ষায়। অন্ধ্রপ্রদেশে এই ছবি মুক্তি পাবে ১ মে। তবে তার আগে এই ছবিটি নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই সব নিয়ে খোলসা করে কথা বলতে বিজয়ওয়ারাতে একটা প্রেসমিটের আয়োজন করেন রাম গোপাল। কিন্তু, অন্ধ্রপ্রদেশ বিমানবন্দর থেকে জোর করে তাঁকে হায়দরাবাদে ফিরে যেতে বাধ্য করে অন্ধ্র পুলিশ।

রামগোপাল তাঁর নিজের টুইটার অ্যাকাউন্ট জানিয়েছেন, "আমি এখন পুলিশ কাস্টডিতে। সত্যি কথা বলার চেষ্টা করাটাই আমার অপরাধ। অন্ধ্রপ্রদেশে কোনও গণতন্ত্র নেই।"

  • I am In police custody now for the only crime of trying to tell truth ..THERE IS NO DEMOCRACY IN ANDHRA PRADESH pic.twitter.com/O7OnWop407

    — Ram Gopal Varma (@RGVzoomin) April 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রেসমিট বাতিল হয়ে যাওয়া নিয়েও রামগোপাল একটি টুইট করেন। তিনি বলেন, "৪টের সময়ে যেই প্রেসমিটটি হওয়ার কথা ছিল, সেটি বাতিল করা হচ্ছে আর তার জন্য আমি খুবই দুঃখিত। পুলিশ আমায় আটকে দিয়েছে আর বিজয়ওয়ারাতে আমার প্রবেশ নিষিদ্ধ করেছে। আমায় জোর করে হায়দরাবাদ পাঠানো হচ্ছে।"

  • Sorry to inform that the press meet at 4 pm is cancelled because the police stopped us and have barred my entry into Vijaywada and forcibly sending me back to hyderabad ..Hey @ncbn WHERE IS DEMOCRACY ? WHY IS TRUTH BEING BACK STABBED? https://t.co/cVq91nSfVc

    — Ram Gopal Varma (@RGVzoomin) April 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোথায় গণতন্ত্র? কেন সত্যিকে পিছন থেকে ছুড়ি মারা হচ্ছে? প্রশ্ন তুলেছেন পরিচালক। তাঁর ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটার-লাইভ ব্লক করে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন রামগোপাল।

  • I can’t communicate because they blocked my insta facebook twitter live

    — Ram Gopal Varma (@RGVzoomin) April 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Intro:Body:

পুলিশ কাস্টডিতে রাম গোপাল বর্মা



রাম গোপাল বর্মা পরিচালিত 'লক্ষ্মীজ় NTR' ছবিটি মুক্তির অপেক্ষায়। অন্ধ্রপ্রদেশে এই ছবি মুক্তি পাবে ১ মে। তবে তার আগে এই ছবিটি নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই সব নিয়ে খোলসা করে কথা বলতে বিজয়ওয়ারাতে একটা প্রেসমিটের আয়োজন করেন রাম গোপাল। কিন্তু, অন্ধ্রপ্রদেশ বিমানবন্দর থেকে জোর করে তাঁকে হায়দরাবাদে ফিরে যেতে বাধ্য করে অন্ধ্র পুলিশ।



রামগোপাল তাঁর নিজের টুইটার অ্যাকাউন্ট জানিয়েছেন, "আমি এখন পুলিশ কাস্টডিতে। সত্যি কথা বলার চেষ্টা করাটাই আমার অপরাধ। অন্ধ্রপ্রদেশে কোনও গণতন্ত্র নেই।"



প্রেসমিট বাতিল হয়ে যাওয়া নিয়েও রামগোপাল একটি টুইট করেন। তিনি বলেন, "৪টের সময়ে যেই প্রেসমিটটি হওয়ার কথা ছিল, সেটি বাতিল করা হচ্ছে আর তার জন্য আমি খুবই দুঃখিত। পুলিশ আমায় আটকে দিয়েছে আর বিজয়ওয়ারাতে আমার প্রবেশ নিষিদ্ধ করেছে। আমায় জোর করে হায়দরাবাদ পাঠানো হচ্ছে।"



কোথায় গণতন্ত্র? কেন সত্যিকে পিছন থেকে ছুড়ি মারা হচ্ছে? প্রশ্ন তুলেছেন পরিচালক। তাঁর ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটার-লাইভ ব্লক করে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন রামগোপাল।


Conclusion:
Last Updated : Apr 28, 2019, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.