হায়দরাবাদ : নিয়ম ভেঙে ছবির পোস্টার লাগানো ? তাও আবার সরকারি সম্পত্তির উপর ? কেন মেনে নেবে হায়দরাবাদ সরকার ? তাই ফাইন করা হল রাম গোপাল বর্মাকে ।
রাম গোপালের পরবর্তী ফিল্ম 'পাওয়ার স্টার'-এর পোস্টার লাগানো হয়েছিল সরকারি সম্পত্তির উপর । এই অভিযোগেই পরিচালকের উপর ফাইন চার্জ করল GHMC । চার হাজার টাকা জরিমানা দিতে হবে তাঁকে ।
ANI সূত্রে জানা যাচ্ছে, "GHMC ডিরেক্টোরেট অফ এনফোর্সমেন্ট ভিজিলেন্স অ্যান্ড ডিসাস্টার ম্যানেজমেন্ট পরিচালক রাম গোপাল বর্মার উপর জরিমানা আরোপ করেছে । অবৈধ ভাবে দেওয়াল পোস্টার লাগানোর জন্য এই জরিমানা ।"
এটাও জানা গেছে যে, 1955 সালে প্রণীত GHMC আইনের 402,421, 674,596,487- ধারার অন্তর্গত নিয়ম অনুযায়ী এই জরিমানা আরোপ করা হয়েছে । জরিমানার পরিমাণ 4 হাজার টাকা ।
'পাওয়ার স্টার' মুক্তি পাবে কোনও এক পার্সোনাল অ্যাপে । এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি রাম গোপালের তরফ থেকে ।