ETV Bharat / sitara

ইউটিউব চ্যানেল শুরু করলেন রকুল, উপার্জিত টাকা যাবে কোরোনা রিলিফ ফান্ডে - রকুলপ্রীত সিং

নিজের ইউটিউব চ্যানেল খুললেন রকুলপ্রীত সিং । এই চ্যানেল থেকে উপার্জিত অর্থ যাবে কোরোনার রিলিফ ফান্ডে । নিজেই জানালেন রকুল ।

rakulpreet singh starts youtube channel
rakulpreet singh starts youtube channel
author img

By

Published : Apr 8, 2020, 6:16 PM IST

মুম্বই : এমনিতে প্রতিদিন বস্তির 200 টি পরিবারকে প্রতিদিন খাওয়াচ্ছেন রকুলপ্রীত সিং । তার উপর তাঁর নতুন উদ্যোগে মুগ্ধ নেটিজেনরা । নতুন ইউটিউব চ্যানেল খুলে সেই চ্যানেল থেকে উপার্জিত অর্থ PM কেয়ার্স ফান্ডে তুলে দেবেন অভিনেত্রী । সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে নিজেই এই কথা জানিয়েছেন তিনি ।

ভিডিয়োটি শেয়ার করে রকুল লিখেছেন, "হাতে এখন অনেক সময় । তাই আমি আমার ইউটিউব চ্যানেল লঞ্চ করার সিদ্ধান্ত নিলাম । চ্যানেলের পুরোটাই মজায় মোড়া। তবে উপার্জিত পুরো টাকাটাই প্রধানমন্ত্রী ফান্ডে যাবে । যেভাবে হোক, চারিদিকে আনন্দ ছড়িয়ে দিই আসুন । একটা পরিবর্তন আনতে চ্যানেল সাবস্ক্রাইব করুন ।"

কী থাকবে সেই চ্যানেলে ? খোলসা করলেন রকুল । বললেন, "এই চ্যানেলে আপনারা আমায় অনেকটা জানতে পারবেন । তার মানে ফুড, ফিটনেস, ফিল্মস,ফ্রেন্ডস । এক কথা যাবতীয় ফান স্টাফ পাবেন আপনি ।"

দেখে রকুলের প্রথম ভিডিয়ো..

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : এমনিতে প্রতিদিন বস্তির 200 টি পরিবারকে প্রতিদিন খাওয়াচ্ছেন রকুলপ্রীত সিং । তার উপর তাঁর নতুন উদ্যোগে মুগ্ধ নেটিজেনরা । নতুন ইউটিউব চ্যানেল খুলে সেই চ্যানেল থেকে উপার্জিত অর্থ PM কেয়ার্স ফান্ডে তুলে দেবেন অভিনেত্রী । সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে নিজেই এই কথা জানিয়েছেন তিনি ।

ভিডিয়োটি শেয়ার করে রকুল লিখেছেন, "হাতে এখন অনেক সময় । তাই আমি আমার ইউটিউব চ্যানেল লঞ্চ করার সিদ্ধান্ত নিলাম । চ্যানেলের পুরোটাই মজায় মোড়া। তবে উপার্জিত পুরো টাকাটাই প্রধানমন্ত্রী ফান্ডে যাবে । যেভাবে হোক, চারিদিকে আনন্দ ছড়িয়ে দিই আসুন । একটা পরিবর্তন আনতে চ্যানেল সাবস্ক্রাইব করুন ।"

কী থাকবে সেই চ্যানেলে ? খোলসা করলেন রকুল । বললেন, "এই চ্যানেলে আপনারা আমায় অনেকটা জানতে পারবেন । তার মানে ফুড, ফিটনেস, ফিল্মস,ফ্রেন্ডস । এক কথা যাবতীয় ফান স্টাফ পাবেন আপনি ।"

দেখে রকুলের প্রথম ভিডিয়ো..

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.