ETV Bharat / sitara

বিমানে PPE পরে দিল্লি রওনা রকুলের - রকুল প্রীত সিং

ইনস্টাগ্রাম স্টোরিতে পোশাকের একটি ছবি পোস্ট করেন রকুল প্রীত । এছাড়া বিমানবন্দরে বসে থাকার বেশ কয়েকটি ভিডিয়ো পোস্ট করেন তিনি । সেখানে PPE-র সঙ্গে মাস্ক ও গ্লাভসও পরতে দেখা গিয়েছে তাঁকে । ছবির ক্যাপশনে লেখেন, "মিশন ফ্লাইট"।

asd
asd
author img

By

Published : Jun 11, 2020, 6:13 PM IST

মুম্বই : পা থেকে মাথা, পুরোটাই ঢাকা । এক ঝলকে দেখলে চিনতে পারবেন না কেউই । তবে এটাই এখন চেনা পোশাক হতে চলেছে অনেকের ক্ষেত্রেই । সৌজন্যে কোরোনা ভাইরাস । বাদ গেলেন না রকুল প্রীত সিংও । আর এভাবে PPE পরেই বিমানে মুম্বই থেকে দিল্লি গেলেন তিনি । সম্প্রতি এই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন অভিনেত্রী ।

ইনস্টাগ্রাম স্টোরিতে পোশাকের একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী । এছাড়া বিমানবন্দরে বসে থাকার বেশ কয়েকটি ভিডিয়ো পোস্ট করেন তিনি । সেখানে PPE-র সঙ্গে মাস্ক ও গ্লাভসও পরতে দেখা গিয়েছে তাঁকে । ছবির ক্যাপশনে লেখেন, "মিশন ফ্লাইট"।

ভিডিয়োতে রকুল বলেন, ""কে ভেবেছিল যে এমন একটা সময় আসবে যখন আমাদের এভাবে ঘুরতে যেতে হবে । জুতোরও কভার থাকবে ।" এরপর ক্যামেরা প্যান করেন অভিনেত্রী । যেখানে ঠিক তাঁর বিপরীতে বসে থাকতে দেখা গিয়েছে পরিচালক লক্ষ্য রাজ আনন্দকে । আপকামিং ছবি 'অ্যাটাক'-এর শুটিংয়ের জন্যই দিল্লি গিয়েছেন তাঁরা ।

তবে শুধু রকুলই নন । PPE পরতে দেখা গিয়েছে লক্ষ্য রাজ আনন্দকেও । ভিডিয়োতে তিনি বলেন, "আমি স্পেসে যাচ্ছি"। এই ভিডিয়োর ক্যাপশনে রকুল লেখেন, "লক্ষ্য রাজ আনন্দ 'অ্যাটাক'-এর জন্য তৈরি"। এরপর অভিনেত্রীও বলেন, "আমরা 'অ্যাটাক'-এর শুটিংয়ের জন্য যাচ্ছি । উনি আমার পরিচালক...আর আমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখেছি ।"

রকুল প্রীতের পোস্ট

কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি করা হয় লকডাউন । তবে এখন বেশ কিছু এলাকায় লকডাউন শিথিল করা হয়েছে । শুরু হয়ে গিয়েছে আনলকের প্রক্রিয়াও । ইতিমধ্যে সরকারের তরফে শুটিংয়ের অনুমতিও দেওয়া হয়েছে । আর তাই সব বিধিনিষেধ মেনে পরবর্তী ছবির শুটিং করতে PPE পরেই দিল্লি গেলেন রকুল ।

মুম্বই : পা থেকে মাথা, পুরোটাই ঢাকা । এক ঝলকে দেখলে চিনতে পারবেন না কেউই । তবে এটাই এখন চেনা পোশাক হতে চলেছে অনেকের ক্ষেত্রেই । সৌজন্যে কোরোনা ভাইরাস । বাদ গেলেন না রকুল প্রীত সিংও । আর এভাবে PPE পরেই বিমানে মুম্বই থেকে দিল্লি গেলেন তিনি । সম্প্রতি এই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন অভিনেত্রী ।

ইনস্টাগ্রাম স্টোরিতে পোশাকের একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী । এছাড়া বিমানবন্দরে বসে থাকার বেশ কয়েকটি ভিডিয়ো পোস্ট করেন তিনি । সেখানে PPE-র সঙ্গে মাস্ক ও গ্লাভসও পরতে দেখা গিয়েছে তাঁকে । ছবির ক্যাপশনে লেখেন, "মিশন ফ্লাইট"।

ভিডিয়োতে রকুল বলেন, ""কে ভেবেছিল যে এমন একটা সময় আসবে যখন আমাদের এভাবে ঘুরতে যেতে হবে । জুতোরও কভার থাকবে ।" এরপর ক্যামেরা প্যান করেন অভিনেত্রী । যেখানে ঠিক তাঁর বিপরীতে বসে থাকতে দেখা গিয়েছে পরিচালক লক্ষ্য রাজ আনন্দকে । আপকামিং ছবি 'অ্যাটাক'-এর শুটিংয়ের জন্যই দিল্লি গিয়েছেন তাঁরা ।

তবে শুধু রকুলই নন । PPE পরতে দেখা গিয়েছে লক্ষ্য রাজ আনন্দকেও । ভিডিয়োতে তিনি বলেন, "আমি স্পেসে যাচ্ছি"। এই ভিডিয়োর ক্যাপশনে রকুল লেখেন, "লক্ষ্য রাজ আনন্দ 'অ্যাটাক'-এর জন্য তৈরি"। এরপর অভিনেত্রীও বলেন, "আমরা 'অ্যাটাক'-এর শুটিংয়ের জন্য যাচ্ছি । উনি আমার পরিচালক...আর আমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখেছি ।"

রকুল প্রীতের পোস্ট

কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি করা হয় লকডাউন । তবে এখন বেশ কিছু এলাকায় লকডাউন শিথিল করা হয়েছে । শুরু হয়ে গিয়েছে আনলকের প্রক্রিয়াও । ইতিমধ্যে সরকারের তরফে শুটিংয়ের অনুমতিও দেওয়া হয়েছে । আর তাই সব বিধিনিষেধ মেনে পরবর্তী ছবির শুটিং করতে PPE পরেই দিল্লি গেলেন রকুল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.