ETV Bharat / sitara

ইনিই কি তাহলে রাখির অন্তরালে থাকা স্বামী ? - রাখি সাওয়ান্তের খবর

নিউ ইয়ারে কি এভাবেই নিজের স্বামীকে প্রকাশ্যে আনলেন রাখি সাওয়ান্ত ?

Rakhi Sawant husband
Rakhi Sawant husband
author img

By

Published : Jan 1, 2020, 7:17 PM IST

মুম্বই : গত বছর অগাস্ট মাসে মুম্বইয়ের কোনও এক পাঁচতারা হোটেলে সাত পাকে বাঁধা পড়েছেন রাখি সাওয়ান্ত, অন্তত তিনি এমনটাই দাবি করেন । কিন্তু, এখনও অবধি তাঁর স্বামীর কোনও ছবি সামনে আসেনি । তবে সম্প্রতি রাখি একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যা দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে "ইনিই কি রাখির স্বামী ?" কি ছিল সেই ভিডিয়োয় ?

রাখির শেয়ার করা সেই ভিডিয়োতে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে, যিনি রাখির তরফ থেকে সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছেন । যদিও তিনি নিজেকে রাখির স্বামী বলে উল্লেখ করেননি, তবুও নেটিজেনদের মনে একটা সম্ভাবনার কথা আসে । তারা প্রশ্ন করেন, ইনিই কি তাহলে রাখির স্বামী ?

যদিও কী করে খবরে টিকে থাকতে হয় তা শিখতে হয় রাখির কাছে । বেশ কিছু বছর ধরে এরকমই কিছু পাবলিসিটি স্টান্ট করে লাইমলাইটে টিকে রয়েছেন রাখি । দীপক কালালের সঙ্গে তাঁর বিয়ে থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ইশুতে তাঁর বিতর্কিত মন্তব্য...রাখির কাছে এ খুবই প্রত্যাশিত ব্যাপার ।

রাখির এই বিয়ে নিয়েও অনেকের মনে প্রশ্ন জেগেছিল । কারণ তিনি কখনও রীতেশের পদবী ও ছবি প্রকাশ করেননি । তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে রীতেশ তাঁর অস্তিত্ব প্রমাণ করেন ।

মুম্বই : গত বছর অগাস্ট মাসে মুম্বইয়ের কোনও এক পাঁচতারা হোটেলে সাত পাকে বাঁধা পড়েছেন রাখি সাওয়ান্ত, অন্তত তিনি এমনটাই দাবি করেন । কিন্তু, এখনও অবধি তাঁর স্বামীর কোনও ছবি সামনে আসেনি । তবে সম্প্রতি রাখি একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যা দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে "ইনিই কি রাখির স্বামী ?" কি ছিল সেই ভিডিয়োয় ?

রাখির শেয়ার করা সেই ভিডিয়োতে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে, যিনি রাখির তরফ থেকে সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছেন । যদিও তিনি নিজেকে রাখির স্বামী বলে উল্লেখ করেননি, তবুও নেটিজেনদের মনে একটা সম্ভাবনার কথা আসে । তারা প্রশ্ন করেন, ইনিই কি তাহলে রাখির স্বামী ?

যদিও কী করে খবরে টিকে থাকতে হয় তা শিখতে হয় রাখির কাছে । বেশ কিছু বছর ধরে এরকমই কিছু পাবলিসিটি স্টান্ট করে লাইমলাইটে টিকে রয়েছেন রাখি । দীপক কালালের সঙ্গে তাঁর বিয়ে থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ইশুতে তাঁর বিতর্কিত মন্তব্য...রাখির কাছে এ খুবই প্রত্যাশিত ব্যাপার ।

রাখির এই বিয়ে নিয়েও অনেকের মনে প্রশ্ন জেগেছিল । কারণ তিনি কখনও রীতেশের পদবী ও ছবি প্রকাশ করেননি । তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে রীতেশ তাঁর অস্তিত্ব প্রমাণ করেন ।

Intro:Body:

ইনিই কি তাহলে রাখির অন্তরালে থাকা স্বামী ?



নিউ ইয়ারে কি এভাবেই নিজের স্বামীকে প্রকাশ্যে আনলেন রাখি সাওয়ান্ত ?



মুম্বই : গত বছর অগাস্ট মাসে মুম্বইয়ের কোনও এক পাঁচতারা হোটেলে সাত পাকে বাঁধা পড়েছেন রাখি সাওয়ান্ত, অন্তত তিনি এমনটাই দাবি করেন । কিন্তু, এখনও অবধি তাঁর স্বামীর কোনও ছবি সামনে আসেনি । তবে সম্প্রতি রাখি একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যা দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে "ইনিই কি রাখির স্বামী ?" কি ছিল সেই ভিডিয়োয় ?



রাখির শেয়ার করা সেই ভিডিয়োতে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে, যিনি রাখির তরফ থেকে সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছেন । যদিও তিনি নিজেকে রাখির স্বামী বলে উল্লেখ করেননি, তবুও নেটিজেনদের মনে একটা সম্ভাবনার কথা আসে । তারা প্রশ্ন করেন, ইনিই কি তাহলে রাখির স্বামী ?



যদিও কী করে খবরে টিকে থাকতে হয় তা শিখতে হয় রাখির কাছে । বেশ কিছু বছর ধরে এরকমই কিছু পাবলিসিটি স্টান্ট করে লাইমলাইটে টিকে রয়েছেন রাখি । দীপক কালালের সঙ্গে তাঁর বিয়ে থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ইশুতে তাঁর বিতর্কিত মন্তব্য...রাখির কাছে এ খুবই প্রত্যাশিত ব্যাপার ।



রাখির এই বিয়ে নিয়েও অনেকের মনে প্রশ্ন জেগেছিল । কারণ তিনি কখনও রীতেশের পদবী ও ছবি প্রকাশ করেননি । তবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে রীতেশ তাঁর অস্তিত্ব প্রমাণ করেন ।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.