ETV Bharat / sitara

15 বছরে 'রঙ দে বসন্তী' - রঙ দে বসন্তী

15 বছর কেটে গেল 'রঙ দে বসন্তী' মুক্তি পেয়েছে । ভারতীয় সিনেমায় দেশপ্রেম নিয়ে এমন ছবি আর হয়েছে কিনা সন্দেহ । সিনেমার ভাষা বদলে দেওয়া এই ছবির পরিচালক রাকেশ ওমপ্রকেশ মেহরা ।

rakyesh omprakash mehra rang de basanti
rakyesh omprakash mehra rang de basanti
author img

By

Published : Jan 26, 2021, 4:06 PM IST

Updated : Jan 26, 2021, 4:31 PM IST

মুম্বই : 15 বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল 'রঙ দে বসন্তী' । এই ছবি মুক্তির জন্য সাধারণতন্ত্রের থেকে ভালো দিন আর কী হতে পারত ? স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা ।

কয়েকটি ছেলেমেয়ে ভগৎ সিং ও তাঁর সঙ্গীদের উপর তৈরি ছবিতে অভিনয় করতে গিয়ে তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয় । না, শুধু মুখের কথায় নয় । ভগৎ সিংদের ভাবাদর্শে নিজেদের জীবন চালিত করে সেই ছেলেমেয়গুলো, কঠিন সিদ্ধান্ত নেয় । পরিণতি কী হয় ? সেটাই ছবির উপজীব্য ।

এমন ছবি, এমন স্ক্রিপ্ট, এমন ফিল্মমেকিং ভারতীয় ছবিতে দেখা যায়নি । দেশের মানুষ হল উপচে দেখেছিলেন 'রং দে বসন্তী', হল থেকে বেরিয়েছিলেন এক অন্য মানসিকতা নিয়ে ।

নিজের সন্তানের মতো করে ছবিটিকে তৈরি করেছিলেন রাকেশ । সন্তানের 15 বছরের জন্মদিনে তাই আবেগপ্রবণ তিনি । সোশাল মিডিয়ায় শেয়ার করলেন পোস্ট...

আজ এই সাধারণতন্ত্র দিবসে একবার দেখে নেওয়া যায় 'রঙ দে বসন্তী' । এর থেকে ভালো উদযাপন কী হতে পারে !

মুম্বই : 15 বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল 'রঙ দে বসন্তী' । এই ছবি মুক্তির জন্য সাধারণতন্ত্রের থেকে ভালো দিন আর কী হতে পারত ? স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা ।

কয়েকটি ছেলেমেয়ে ভগৎ সিং ও তাঁর সঙ্গীদের উপর তৈরি ছবিতে অভিনয় করতে গিয়ে তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয় । না, শুধু মুখের কথায় নয় । ভগৎ সিংদের ভাবাদর্শে নিজেদের জীবন চালিত করে সেই ছেলেমেয়গুলো, কঠিন সিদ্ধান্ত নেয় । পরিণতি কী হয় ? সেটাই ছবির উপজীব্য ।

এমন ছবি, এমন স্ক্রিপ্ট, এমন ফিল্মমেকিং ভারতীয় ছবিতে দেখা যায়নি । দেশের মানুষ হল উপচে দেখেছিলেন 'রং দে বসন্তী', হল থেকে বেরিয়েছিলেন এক অন্য মানসিকতা নিয়ে ।

নিজের সন্তানের মতো করে ছবিটিকে তৈরি করেছিলেন রাকেশ । সন্তানের 15 বছরের জন্মদিনে তাই আবেগপ্রবণ তিনি । সোশাল মিডিয়ায় শেয়ার করলেন পোস্ট...

আজ এই সাধারণতন্ত্র দিবসে একবার দেখে নেওয়া যায় 'রঙ দে বসন্তী' । এর থেকে ভালো উদযাপন কী হতে পারে !

Last Updated : Jan 26, 2021, 4:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.