মুম্বই : জিমের মধ্যে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছেন । পরনে রয়েছে শুধুমাত্র জিম প্যান্ট । আর এভাবেই পরবর্তী ছবির জন্য প্রস্তুতি শুরু করে দিলেন রাজকুমার রাও ।
পরবর্তী ছবিতে নয়া অবতারে দেখা যাবে রাজকুমারকে । আর সেই চরিত্রের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন, তার একটা ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি । ছবির ক্যাপশনে লেখেন, "নতুন চরিত্র । নতুন প্রস্তুতি ।" তবে এই ছবি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আর এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন একাধিক তারকা । তার মধ্যে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী, মুকেশ ছাবড়া, ভূমি পেদনেকর সহ আরও অনেকে ।
সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে রাজকুমারের দুটি ছবি, 'লুডো' ও 'ছলাং'। অনুরাগ বসুর 'লুডো'-তে একাধিক তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে । সেই ছবিতে ছিলেন অভিষেক বচ্চন, ফতিমা সানা শেখ, রোহিত সারাফ, আদিত্য রয় কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, সান্য মলহোত্রা সহ আরও অনেকে ।
অন্যদিকে 'ছলাং'-এ একজন পিটি শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার । সেখানে নুসরত ভারুচার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পায় ছবিটি । এছাড়াও 'রুআফজ়া'-র মতো ছবি রয়েছে তাঁর হাতে ।