ETV Bharat / sitara

সত্তরে রজনীকান্ত, শুভেচ্ছা জানালেন মোদি - Rajinikanth latest news

সত্তর বছরে পা দিলেন থালাইভা রজনীকান্ত । এই বিশেষ দিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

Narendra Modi wished Rajinikanth
Narendra Modi wished Rajinikanth
author img

By

Published : Dec 12, 2020, 12:16 PM IST

চেন্নাই : সত্তর বছরে পা দিলেন রজনীকান্ত । তাঁর জন্মদিনে অনুরাগীদের উন্মাদনার অন্ত নেই । সোশাল মিডিয়া ভাসছে শুভেচ্ছাবার্তায় । স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রজনীকান্তকে উইশ করলেন টুইটারে ।

মোদি লিখেছেন, "ডিয়ার রজনীকান্তজী, জন্মদিনের অনেক শুভেচ্ছা আপনাকে । একটা দীর্ঘ আর সুস্থ জীবনযাপন করুন আপনি, সেই প্রার্থনাই করি ।"

  • Dear @rajinikanth Ji, wishing you a Happy Birthday! May you lead a long and healthy life.

    — Narendra Modi (@narendramodi) December 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ সকাল থেকে থালাইভার অনুরাগীরা ভিড় জমিয়েছেন তাঁর চেন্নাইয়ের বাড়ির সামনে । অভিনেতার ছবি দেওয়া টি-শার্ট পরে, হাতে ব্যানার নিয়ে তারা নিজেদের মতো করে উদযাপন করছেন বিশেষ দিনটিকে ।

শুধু তাই নয়, রজনীকান্তের ফ্যানেদের একটি ফোরাম রয়েছে 'রজনী মক্কল মন্দ্রম' নামে । সেই ফোরামের সদস্যরা আজকের দিনে নানারকম সমাজসেবামূলক কাজ করে থাকেন । এই বছরও তার ব্যতিক্রম হবে না ।

Narendra Modi wished Rajinikanth
থালাইভার বাড়ির সামনে অনুরাগীরা, ছবি সৌজন্যে ANI

তবে এখন রজনীকান্ত কেবলমাত্র অভিনেতা নন । 31 ডিসেম্বর তিনি লঞ্চ করতে চলেছেন নিজস্ব রাজনৈতিক দল । 2021 সালে তামিলনাড়ুর অ্যাসেম্বলি ইলেকশনে লড়বেন তিনি ।

তাই তামিলনাড়ু তথা ভারতীয় রাজনৈতিক মঞ্চে রজনীকান্তের এক নতুন গুরুত্ব ও পরিচিতি তৈরি হতে চলেছে খুব তাড়াতাড়ি ।

চেন্নাই : সত্তর বছরে পা দিলেন রজনীকান্ত । তাঁর জন্মদিনে অনুরাগীদের উন্মাদনার অন্ত নেই । সোশাল মিডিয়া ভাসছে শুভেচ্ছাবার্তায় । স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রজনীকান্তকে উইশ করলেন টুইটারে ।

মোদি লিখেছেন, "ডিয়ার রজনীকান্তজী, জন্মদিনের অনেক শুভেচ্ছা আপনাকে । একটা দীর্ঘ আর সুস্থ জীবনযাপন করুন আপনি, সেই প্রার্থনাই করি ।"

  • Dear @rajinikanth Ji, wishing you a Happy Birthday! May you lead a long and healthy life.

    — Narendra Modi (@narendramodi) December 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ সকাল থেকে থালাইভার অনুরাগীরা ভিড় জমিয়েছেন তাঁর চেন্নাইয়ের বাড়ির সামনে । অভিনেতার ছবি দেওয়া টি-শার্ট পরে, হাতে ব্যানার নিয়ে তারা নিজেদের মতো করে উদযাপন করছেন বিশেষ দিনটিকে ।

শুধু তাই নয়, রজনীকান্তের ফ্যানেদের একটি ফোরাম রয়েছে 'রজনী মক্কল মন্দ্রম' নামে । সেই ফোরামের সদস্যরা আজকের দিনে নানারকম সমাজসেবামূলক কাজ করে থাকেন । এই বছরও তার ব্যতিক্রম হবে না ।

Narendra Modi wished Rajinikanth
থালাইভার বাড়ির সামনে অনুরাগীরা, ছবি সৌজন্যে ANI

তবে এখন রজনীকান্ত কেবলমাত্র অভিনেতা নন । 31 ডিসেম্বর তিনি লঞ্চ করতে চলেছেন নিজস্ব রাজনৈতিক দল । 2021 সালে তামিলনাড়ুর অ্যাসেম্বলি ইলেকশনে লড়বেন তিনি ।

তাই তামিলনাড়ু তথা ভারতীয় রাজনৈতিক মঞ্চে রজনীকান্তের এক নতুন গুরুত্ব ও পরিচিতি তৈরি হতে চলেছে খুব তাড়াতাড়ি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.