ETV Bharat / sitara

'থাপ্পড়'-এর প্রভাবে রাজস্থানে মহিলাদের জন্য হেল্পলাইন নম্বর

'থাপ্পড়' ঝড় বেশ ভালোই উঠেছে দেশ জুড়ে । সিনেমার প্রভাবে ডোমেস্টিক ভায়োলেন্স রিপোর্ট করার জন্য হেল্পলাইন নম্বর শেয়ার করল রাজস্থান পুলিশ ডিপার্টমেন্ট ।

rajasthan helpline number after thappad
rajasthan helpline number after thappad
author img

By

Published : Mar 6, 2020, 12:26 PM IST

মুম্বই : ভালোবাসায় বা অধিকারবোধে কখনই থাপ্পড়ের কোনও জায়গা নেই । কোনও সম্মানজনক সম্পর্কে কোনও পরিস্থিতিতেই কেউ কাউকে চড় মারতে পারে না । অনুভব সিনহা পরিচালিত 'থাপ্পড়' সেই বার্তাই দেওয়ার চেষ্টা করেছে এই পিতৃতান্ত্রিক সমাজকে । তবে শুধুমাত্র সিনেমার মাধ্যমে নয়, এবার সমাজেও প্রত্যক্ষভাবে প্রভাব ফেলতে চলেছে 'থাপ্পড়' । কীভাবে ?

রাজস্থান পুলিশ ডিপার্টমেন্ট এই ছবি দ্বারা অনুপ্রাণিত হয়ে মহিলাদের জন্য হেল্পলাইন নম্বর শেয়ার করল । নিজেদের টুইটার অ্যাকাউন্টে সেই খবর শেয়ার করেছে ডিপার্টমেন্ট । ক্য়াপশনে লেখা, "থাপ্পড় একটা গার্হস্থ্য হিংসা ! থাপ্পড় একটা মানসিক যন্ত্রণা !"

এরপর গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে অভিযোগ জানানোর হেল্পলাইন নম্বরটি শেয়ার করা হয়েছে টুইটে । "1090,112-তে ডায়াল করুন বা কাছের পুলিশ স্টেশনে অভিযোগ জানান ।", লেখা সেখানে ।

'থাপ্পড়' যে কিছুটা হলেও সমাজের দৃষ্টিভঙ্গিকে বদলাতে পেরেছে, সেটাই আসল কথা । তাপসী পান্নু, অনুভব সিনহা সহ ছবির পুরো টিম তো এটাই চেয়েছিল ।

বক্স অফিসেও বেশ ভালো প্রভাব ফেলেছে 'থাপ্পড়' । প্রথম সপ্তাহে 30 কোটির বেশি টাকা উপার্জন করেছে ছবিটি, এক নারীকেন্দ্রিক প্যারালাল ছবির ক্ষেত্রে এটি বেশ ভালো সংখ্যা বলে মনে করছে ট্রেড অ্যানালিস্টরা ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : ভালোবাসায় বা অধিকারবোধে কখনই থাপ্পড়ের কোনও জায়গা নেই । কোনও সম্মানজনক সম্পর্কে কোনও পরিস্থিতিতেই কেউ কাউকে চড় মারতে পারে না । অনুভব সিনহা পরিচালিত 'থাপ্পড়' সেই বার্তাই দেওয়ার চেষ্টা করেছে এই পিতৃতান্ত্রিক সমাজকে । তবে শুধুমাত্র সিনেমার মাধ্যমে নয়, এবার সমাজেও প্রত্যক্ষভাবে প্রভাব ফেলতে চলেছে 'থাপ্পড়' । কীভাবে ?

রাজস্থান পুলিশ ডিপার্টমেন্ট এই ছবি দ্বারা অনুপ্রাণিত হয়ে মহিলাদের জন্য হেল্পলাইন নম্বর শেয়ার করল । নিজেদের টুইটার অ্যাকাউন্টে সেই খবর শেয়ার করেছে ডিপার্টমেন্ট । ক্য়াপশনে লেখা, "থাপ্পড় একটা গার্হস্থ্য হিংসা ! থাপ্পড় একটা মানসিক যন্ত্রণা !"

এরপর গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে অভিযোগ জানানোর হেল্পলাইন নম্বরটি শেয়ার করা হয়েছে টুইটে । "1090,112-তে ডায়াল করুন বা কাছের পুলিশ স্টেশনে অভিযোগ জানান ।", লেখা সেখানে ।

'থাপ্পড়' যে কিছুটা হলেও সমাজের দৃষ্টিভঙ্গিকে বদলাতে পেরেছে, সেটাই আসল কথা । তাপসী পান্নু, অনুভব সিনহা সহ ছবির পুরো টিম তো এটাই চেয়েছিল ।

বক্স অফিসেও বেশ ভালো প্রভাব ফেলেছে 'থাপ্পড়' । প্রথম সপ্তাহে 30 কোটির বেশি টাকা উপার্জন করেছে ছবিটি, এক নারীকেন্দ্রিক প্যারালাল ছবির ক্ষেত্রে এটি বেশ ভালো সংখ্যা বলে মনে করছে ট্রেড অ্যানালিস্টরা ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.