ETV Bharat / sitara

'তিসরি কসম' ছবিতে রাজ কাপুরের পারিশ্রমিক ছিল এক টাকা : অনু কাপুর - রাজ কাপুরের বিষয়ে অনু কাপুর

রাজ কাপুরের স্মৃতিতে মশগুল অভিনেতা অনু কাপুর। IANS-কে বললেন, 'তিসরি কসম' ছবিতে রাজ কাপুর নাকি মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।

Raj Kapoor teesri Kasam
author img

By

Published : Sep 21, 2019, 6:42 PM IST

মুম্বই : 1966 সালের ছবি 'তিসরি কসম'। বাসু ভট্টাচার্য পরিচালিত এই ছবিতে রাজ কাপুরের বিপরীতে ওয়াহিদা রহমনকে দেখা গেছিল। সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পায় 'তিসরি কসম'। কিন্তু, এই ছবির জন্য রাজ কাপুর কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন জানেন? জানালেন অনু কাপুর।

তিনি বলেন, "রাজ কাপুরজী এই ছবিতে অভিনয় করার জন্য এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। আর সেই ছবিই ওই দশকের ব্লকবাস্টার হয়ে ওঠে।"

শৈলেন্দ্র ছিলেন ছবির প্রযোজক। উনি এই ছবির সমস্ত গানের কথা লিখেছিলেন, জানালেন অনু কাপুর।

ছবিতে রুরাল ইন্ডিয়াকে তুলে ধরা হয়েছে। ভারতীয় সংস্কৃতির অঙ্গ 'নটাঙ্কি'-র বিষয়ও দেখানো হয়েছে ছবিতে, নটাঙ্কিতেই রাজ আর ওয়াহিদার প্রেম হয়। এই ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাই অনু কাপুর বলেন যে, তিনিও তাঁর ক্যারিয়ারের শুরু করে নটাঙ্কির মাধ্য়মে।

মুম্বই : 1966 সালের ছবি 'তিসরি কসম'। বাসু ভট্টাচার্য পরিচালিত এই ছবিতে রাজ কাপুরের বিপরীতে ওয়াহিদা রহমনকে দেখা গেছিল। সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পায় 'তিসরি কসম'। কিন্তু, এই ছবির জন্য রাজ কাপুর কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন জানেন? জানালেন অনু কাপুর।

তিনি বলেন, "রাজ কাপুরজী এই ছবিতে অভিনয় করার জন্য এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। আর সেই ছবিই ওই দশকের ব্লকবাস্টার হয়ে ওঠে।"

শৈলেন্দ্র ছিলেন ছবির প্রযোজক। উনি এই ছবির সমস্ত গানের কথা লিখেছিলেন, জানালেন অনু কাপুর।

ছবিতে রুরাল ইন্ডিয়াকে তুলে ধরা হয়েছে। ভারতীয় সংস্কৃতির অঙ্গ 'নটাঙ্কি'-র বিষয়ও দেখানো হয়েছে ছবিতে, নটাঙ্কিতেই রাজ আর ওয়াহিদার প্রেম হয়। এই ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাই অনু কাপুর বলেন যে, তিনিও তাঁর ক্যারিয়ারের শুরু করে নটাঙ্কির মাধ্য়মে।

Intro:Body:

'তিসরি কসম' ছবিতে রাজ কাপুরের পারিশ্রমিক ছিল এক টাকা : অনু কাপুর



রাজ কাপুরের স্মৃতিতে মশগুল অভিনেতা অনু কাপুর। IANS-কে বললেন, 'তিসরি কসম' ছবিতে রাজ কাপুর নাকি মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।



মুম্বই : 1966 সালের ছবি 'তিসরি কসম'। বাসু ভট্টাচার্য পরিচালিত এই ছবিতে রাজ কাপুরের বিপরীতে ওয়াহিদা রহমনকে দেখা গেছিল। সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পায় 'তিসরি কসম'। কিন্তু, এই ছবির জন্য রাজ কাপুর কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন জানেন? জানালেন অনু কাপুর।



তিনি বলেন, "রাজ কাপুরজী এই ছবিতে অভিনয় করার জন্য এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। আর সেই ছবিই ওই দশকের ব্লকবাস্টার হয়ে ওঠে।"



শৈলেন্দ্র ছিলেন ছবির প্রযোজক। উনি এই ছবির সমস্ত গানের কথা লিখেছিলেন, জানালেন অনু কাপুর।



ছবিতে রুরাল ইন্ডিয়াকে তুলে ধরা হয়েছে। ভারতীয় সংস্কৃতির অঙ্গ 'নটাঙ্কি'-র বিষয়ও দেখানো হয়েছে ছবিতে, নটাঙ্কিতেই রাজ আর ওয়াহিদার প্রেম হয়। এই ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাই অনু কাপুর বলেন যে, তিনিও তাঁর ক্যারিয়ারের শুরু করে নটাঙ্কির মাধ্য়মে।  








Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.