ETV Bharat / sitara

নিজের শরীরের প্রতি বর্গ-ইঞ্চি দান করার প্রতিশ্রুতি রাহুলের - donation of organs

রাহুল ঘোষণা করেন, হাড়, কোষ, কর্নিয়া ও শরীরের প্রতিটি অংশ যা মানুষের উপকার করতে পারে তার সব কিছু দান করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি । 52 বছর বয়সী অভিনেতা বলেন, "আমি আমার দেহের প্রতি বর্গ ইঞ্চি বন্ধক রাখব ।"

রাহুল বোস
author img

By

Published : Sep 20, 2019, 3:28 PM IST

মুম্বই : অভিনেতা-পরিচালক রাহুল বোস খুব শিগগিরিই "ডিসিজ়়ড অরগ্যান ডোনেশন"-র জন্য সাইন করতে চলেছেন । মৃত্যুর পর যেন শরীরের "প্রতিটি বর্গ ইঞ্চি" তিনি দান করে দিতে চান ।

IANS-র সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল ঘোষণা করেন, হাড়, কোষ, কর্নিয়া ও শরীরের প্রতিটি অংশ যা মানুষের উপকার করতে পারে তার সব কিছু দান করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি । 52 বছর বয়সী অভিনেতা বলেন, "আমি আমার দেহের প্রতি বর্গ ইঞ্চি বন্ধক রাখব ।"

24 সেপ্টেম্বর দিল্লিতে CII-র ইন্ডিয়ান উওমেন নেটওয়ার্ক ও YI (ইয়ং ইন্ডিয়ান) দিল্লি চ্যাপ্টার দ্বারা আয়োজিত আসন্ন আলোচনায় একজন প্যানেলিস্টের ভূমিকায় দেখা যাবে রাহুলকে । তাঁর মতে, সেদিনই তিনি নিজের অঙ্গদানের জন্য আনুষ্ঠানিকভাবে সাইন করবেন ।

তিনি বলেন, "এটা আমার পক্ষে খুব সহজ । মানুষকে ভালো জীবন দেওয়ার জন্য আমার যেভাবে সাহায্য করার দরকার আমি করব । আমি আমার জীবনের শেষ 14 বছর এসব কাজেই উৎসর্গ করেছি । তাই যদি আমি মানুষের সাহায্য করতে পারি । করব না কেন ? যদি আপনি মরতে চলেছেন, এবং আপনার শরীর 8-9 জন মানুষের কাজে আসতে পারে, তাহলে এর থেকে ভালো কাজ আর কী হতে পারে ।"

মুম্বই : অভিনেতা-পরিচালক রাহুল বোস খুব শিগগিরিই "ডিসিজ়়ড অরগ্যান ডোনেশন"-র জন্য সাইন করতে চলেছেন । মৃত্যুর পর যেন শরীরের "প্রতিটি বর্গ ইঞ্চি" তিনি দান করে দিতে চান ।

IANS-র সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল ঘোষণা করেন, হাড়, কোষ, কর্নিয়া ও শরীরের প্রতিটি অংশ যা মানুষের উপকার করতে পারে তার সব কিছু দান করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি । 52 বছর বয়সী অভিনেতা বলেন, "আমি আমার দেহের প্রতি বর্গ ইঞ্চি বন্ধক রাখব ।"

24 সেপ্টেম্বর দিল্লিতে CII-র ইন্ডিয়ান উওমেন নেটওয়ার্ক ও YI (ইয়ং ইন্ডিয়ান) দিল্লি চ্যাপ্টার দ্বারা আয়োজিত আসন্ন আলোচনায় একজন প্যানেলিস্টের ভূমিকায় দেখা যাবে রাহুলকে । তাঁর মতে, সেদিনই তিনি নিজের অঙ্গদানের জন্য আনুষ্ঠানিকভাবে সাইন করবেন ।

তিনি বলেন, "এটা আমার পক্ষে খুব সহজ । মানুষকে ভালো জীবন দেওয়ার জন্য আমার যেভাবে সাহায্য করার দরকার আমি করব । আমি আমার জীবনের শেষ 14 বছর এসব কাজেই উৎসর্গ করেছি । তাই যদি আমি মানুষের সাহায্য করতে পারি । করব না কেন ? যদি আপনি মরতে চলেছেন, এবং আপনার শরীর 8-9 জন মানুষের কাজে আসতে পারে, তাহলে এর থেকে ভালো কাজ আর কী হতে পারে ।"

Intro:Body:

Rahul bose


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.