মুম্বই : পরিচালক হিসেবে প্রথম ছবিতেই বাজিমাত করলেন রাধিকা আপ্তে । আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার পেল তাঁর ছবি 'দ্য স্লিপওয়াকার্স' ।
রাধিকা এই খবর সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন । প্রথম ছবিতেই এত প্রেস্টিজিয়াস পুরস্কার পেয়ে তাঁর অনুভূতি কেমন ? প্রকাশ করেছেন সেটা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কয়েকদিন আগে IANS-কে দেওয়া সাক্ষাৎকারে রাধিকা বলেন,"পুরো প্রক্রিয়াটা আমার ভীষণ ভালো লেগেছে । আশা করি পরিচালক হিসেবে আরও অনেক কাজ করব ।"
কী নিয়ে 'স্লিপওয়াকার্স' ? এই প্রসঙ্গে রাধিকা বলেছিলেন, "ফিল্মটা কী নিয়ে, সেটা ট্রেলারে দেখানো হয়নি । তাই আমি এখনই বলব না । শুধু এটুকু বলব যে গত বছর থেকে আমি ডাইভিং শুরু করেছি, আর তখনই এই আইডিয়াটা মাথায় আসে ।"
দর্শক কীভাবে নেবেন তাঁর কাজ, সেই নিয়েও বেশ উত্তেজিত রাধিকা । মুক্তির অপেক্ষায় 'দ্য স্লিপওয়াকার্স' ।