ETV Bharat / sitara

চুল কেটে নতুন লুকে রাধিকা - radhika short hair

লকডাউনের মধ্যে বাড়িতেই চুল কাটলেন রাধিকা আপ্তে । আর নতুন লুকের ছবি সম্প্রতি সোশাল মিডিয়ায় পোস্ট করেন তিনি ।

sfd
sdf
author img

By

Published : May 20, 2020, 8:45 AM IST

মুম্বই : বাড়িতে চুল কাটার কথা কয়েকদিন আগেই ফ্যানদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন রাধিকা আপ্তে । আর চুল কাটার পর ঠিক কেমন দেখতে লাগছে তাঁকে ? এবার সেই লুকও ফ্যানদের সঙ্গে শেয়ার করলেন তিনি ।

লকডাউনের মধ্যে বন্ধ পার্লার । ফলে ত্বকের পরিচর্যা বাড়িতেই সারছেন তারকারা । চুলও বাড়িতেই কাটছেন বাড়িতেই । কেউ নিজে কাটছেন । আবার কেই সাহায্য নিচ্ছেন প্রিয়জনের । এই তালিকায় যুক্ত হয়েছেন রাধিকা আপ্তেও ।

লকডাউন জারির আগেই স্বামী বেনেডিক্ট টেলরের সঙ্গে দেখা করতে লন্ডন যান রাধিকা । এখনও সেখানেই স্বামীর সঙ্গে কোয়ারানটিনে রয়েছেন রাধিকা । এই অবস্থায় বাড়ি থেকে বের হচ্ছেন না তিনি । এদিকে লকডাউনের জেরে বন্ধ পার্লার । তাই এখন বাইরে গিয়ে চুলও কাটতে পারছেন না । কিন্তু, কতদিন আর চুল না কেটে থাকবেন ? সঠিক যত্ন না পেয়ে খারাপ হয়ে যাচ্ছে চুল । তাই বাড়িতে নিজেই নিজের চুল কাটার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী ।

দু'দিন আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন রাধিকা । হাসি হাসি মুখে চুলগুলিকে সামনে নিয়ে ছবিটি তোলেন । তার ক্যাপশনে লেখেন, "কাঁচি নিয়ে চুল কাটব । এমনিতে লম্বা চুল আমার খুবই ভালো লাগে । কিন্তু, এগুলোকে এখন বিদায় জানানোর সময় এসে গিয়েছে ।"

এরপর কথা মতো চুল কাটেন তিনি । আর হাসি হাসি মুখে সম্প্রতি নতুন লুকের ছবি তুলে তা সোশাল মিডিয়ায় পোস্ট করেন । ছবির ক্যাপশনে লেখেন, "এগুলো আর নেই !!!"

মুম্বই : বাড়িতে চুল কাটার কথা কয়েকদিন আগেই ফ্যানদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন রাধিকা আপ্তে । আর চুল কাটার পর ঠিক কেমন দেখতে লাগছে তাঁকে ? এবার সেই লুকও ফ্যানদের সঙ্গে শেয়ার করলেন তিনি ।

লকডাউনের মধ্যে বন্ধ পার্লার । ফলে ত্বকের পরিচর্যা বাড়িতেই সারছেন তারকারা । চুলও বাড়িতেই কাটছেন বাড়িতেই । কেউ নিজে কাটছেন । আবার কেই সাহায্য নিচ্ছেন প্রিয়জনের । এই তালিকায় যুক্ত হয়েছেন রাধিকা আপ্তেও ।

লকডাউন জারির আগেই স্বামী বেনেডিক্ট টেলরের সঙ্গে দেখা করতে লন্ডন যান রাধিকা । এখনও সেখানেই স্বামীর সঙ্গে কোয়ারানটিনে রয়েছেন রাধিকা । এই অবস্থায় বাড়ি থেকে বের হচ্ছেন না তিনি । এদিকে লকডাউনের জেরে বন্ধ পার্লার । তাই এখন বাইরে গিয়ে চুলও কাটতে পারছেন না । কিন্তু, কতদিন আর চুল না কেটে থাকবেন ? সঠিক যত্ন না পেয়ে খারাপ হয়ে যাচ্ছে চুল । তাই বাড়িতে নিজেই নিজের চুল কাটার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী ।

দু'দিন আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন রাধিকা । হাসি হাসি মুখে চুলগুলিকে সামনে নিয়ে ছবিটি তোলেন । তার ক্যাপশনে লেখেন, "কাঁচি নিয়ে চুল কাটব । এমনিতে লম্বা চুল আমার খুবই ভালো লাগে । কিন্তু, এগুলোকে এখন বিদায় জানানোর সময় এসে গিয়েছে ।"

এরপর কথা মতো চুল কাটেন তিনি । আর হাসি হাসি মুখে সম্প্রতি নতুন লুকের ছবি তুলে তা সোশাল মিডিয়ায় পোস্ট করেন । ছবির ক্যাপশনে লেখেন, "এগুলো আর নেই !!!"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.