ETV Bharat / sitara

Radhe Shyam song Release : সামনে এল 'রাধে শ্য়াম' ছবির নতুন গান 'ম্যায় ইসক মে হু' - Radhe Shyam song Main Ishq Mein Hoon

ছবি মুক্তির ঠিক তিনদিন আগে মুক্তি পেল প্রভাস এবং পূজা হেগড়ের আসন্ন ছবি 'রাধে শ্য়াম'-এর নতুন গান 'ম্যায় ইসক মে হু' (Radhe Shyam song Main Ishq Mein Hoon )৷

radhe shyam songs
সামনে এল রাধে শ্য়াম ছবির নতুন গান ম্যায় ইসক মে হু
author img

By

Published : Mar 8, 2022, 2:49 PM IST

হায়দরাবাদ, 8 মার্চ : নির্মাতাদের হাত ধরে সামনে এল প্রভাস এবং পূজা হেগড়ের আসন্ন ছবি 'রাধে শ্য়াম'-এর নতুন গান 'ম্যায় ইসক মে হু' (Radhe Shyam song Main Ishq Mein Hoon Releases ) ৷ পর্দার কপোত-কপোতীর সম্পর্কের সমীকরণটিকে খুব সুন্দরভাবে তুলে ধরে এই গান ৷ এই গানে হাত ধরাধরি করে রয়েছে ভালবাসা এবং যন্ত্রণা ৷

গানটিতে কণ্ঠ দিয়েছেন, মন্নন ভরদ্বাজ এবং হারজোত কৌর ৷ গীত রচনার দায়িত্ব ছিল কুমারের ওপর, খুবই সুন্দরভাবে নিজের দায়িত্ব পালন করেছেন তিনি ৷ গানটিতে সুরারোপ করেছেন শিল্পী মন্নন ভরদ্বাজ নিজেই, যা সত্য়িই আকর্ষণীয় ৷ কে কে রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এই বহু প্রতিক্ষিত ছবিটি পর্দায় আসতে চলেছে 11 মার্চ ৷ ইউরোপের ব্যাকড্রপে তৈরি হতে চলেছে এই ছবি ৷ এর আগে মোশন পোস্টার এবং ট্রেলার সামনে আসার পর থেকেই যথেষ্ট শোরগোল তৈরি হয়েছে ছবিটি নিয়ে ৷ এবার নতুন গানেও দর্শকদের মন মাতালেন প্রভাস-পূজারা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন মালবিকা-প্রভাস, ইঙ্গিত অভিনেত্রীর

ছবিটির প্রযোজনা করেছেন ভূষণ কুমার ৷ গুলশন কুমার এবং টি সিরিজের সহযোগিতায় ইউ ভি ক্রিয়েশনের ব্য়ানারে আসতে চলেছে এই ছবি ৷ ছবিতে প্রভাস আর পূজা ছাড়াও অভিনয় করবেন ভাগ্যশ্রী, শচীন খেদেকর, কুণাল রায় কাপুরের মত পরিচিত অভিনেতা অভিনেত্রীরা ৷

হায়দরাবাদ, 8 মার্চ : নির্মাতাদের হাত ধরে সামনে এল প্রভাস এবং পূজা হেগড়ের আসন্ন ছবি 'রাধে শ্য়াম'-এর নতুন গান 'ম্যায় ইসক মে হু' (Radhe Shyam song Main Ishq Mein Hoon Releases ) ৷ পর্দার কপোত-কপোতীর সম্পর্কের সমীকরণটিকে খুব সুন্দরভাবে তুলে ধরে এই গান ৷ এই গানে হাত ধরাধরি করে রয়েছে ভালবাসা এবং যন্ত্রণা ৷

গানটিতে কণ্ঠ দিয়েছেন, মন্নন ভরদ্বাজ এবং হারজোত কৌর ৷ গীত রচনার দায়িত্ব ছিল কুমারের ওপর, খুবই সুন্দরভাবে নিজের দায়িত্ব পালন করেছেন তিনি ৷ গানটিতে সুরারোপ করেছেন শিল্পী মন্নন ভরদ্বাজ নিজেই, যা সত্য়িই আকর্ষণীয় ৷ কে কে রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এই বহু প্রতিক্ষিত ছবিটি পর্দায় আসতে চলেছে 11 মার্চ ৷ ইউরোপের ব্যাকড্রপে তৈরি হতে চলেছে এই ছবি ৷ এর আগে মোশন পোস্টার এবং ট্রেলার সামনে আসার পর থেকেই যথেষ্ট শোরগোল তৈরি হয়েছে ছবিটি নিয়ে ৷ এবার নতুন গানেও দর্শকদের মন মাতালেন প্রভাস-পূজারা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন মালবিকা-প্রভাস, ইঙ্গিত অভিনেত্রীর

ছবিটির প্রযোজনা করেছেন ভূষণ কুমার ৷ গুলশন কুমার এবং টি সিরিজের সহযোগিতায় ইউ ভি ক্রিয়েশনের ব্য়ানারে আসতে চলেছে এই ছবি ৷ ছবিতে প্রভাস আর পূজা ছাড়াও অভিনয় করবেন ভাগ্যশ্রী, শচীন খেদেকর, কুণাল রায় কাপুরের মত পরিচিত অভিনেতা অভিনেত্রীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.