কলকাতা : একটা নয়, দুটো নয়, রাশিয়ায় ১২০টি হলে মুক্তি পাচ্ছে '২২ ইয়ার্ডস'। বিদেশের মাটিতে ভারতীয় চলচ্চিত্রের এই রকম অভ্য়র্থনায় উচ্ছ্বসিত ছবির কলাকুশলী।
ক্রিকেট জগতের অন্দরের কাহিনীকে সেলুলয়েডের পরদায় তুলে ধরেছেন পরিচালক মিতালী ঘোষাল। ছবিতে এক ক্রিকেট এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন বরুণ সবতি। অন্যদিকে এক উদীয়মান ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে চৈতি ঘোষালের একমাত্র পুত্র অমর্ত্য রায়কে। এটাই ছিল অমর্ত্যর জীবনের প্রথম হিন্দি ছবি। ছবিতে অভিনয় করেছেন চৈতি ঘোষালও। তবে মায়ের চরিত্রে নয়। চৈতিকে এখানে দেখা গিয়েছে অমর্ত্যর দিদির চরিত্রে।
![২২ ইয়ার্ডস](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3489514_193_3489514_1559828462555.png)