মুম্বই : শোনা যাচ্ছিল রতন টাটার বায়োপিক তৈরি করা হবে । আর সেই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আর মাধবনকে । কয়েকদিন ধরেই সোশাল মিডিয়াতে ঘোরাফেরা করছিল এই ছবির পোস্টার । এবার এই ছবি নিয়ে মুখ খুললেন মাধবন নিজেই ।
পোস্টারে রতন টাটার বেশে দেখা গিয়েছিল মাধবনকে । মুখে হাসি ও কর্পোরেট লুকে দেখা গিয়েছিল তাঁকে । এমনকী, ছবির নামের জায়গাতেও লেখা ছিল রতন টাটার নাম । আর এই পোস্টার প্রকাশ্যে আসার পরই শুরু হয় জল্পনা । প্রশ্ন উঠতে শুরু করে যে তাহলে কি সত্যিই রতন টাটার চরিত্রে অভিনয় করবেন মাধবন ।
সম্প্রতি সোশাল মিডিয়ায় মাধবনকে এই ছবি সংক্রান্ত বিষয় নিয়ে জিজ্ঞাসা করেন এক অনুরাগী । টুইটারে মাধবনের উদ্দেশে ওই অনুরাগী লেখেন, "মাধবন এটা কি সত্যি যে আপনি রতন টাটার চরিত্রে অভিনয় করতে চলেছেন ? যদি সত্যিই এটা হয় তাহলে এই ছবি সবাইকেই অনুপ্রাণিত করবে ।"
-
Hey unfortunately it’s not true. It was just a wish at some fans will made the poster. No such project is even on the pipeline or being discussed. https://t.co/z6dZfvOQmO
— Ranganathan Madhavan (@ActorMadhavan) December 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Hey unfortunately it’s not true. It was just a wish at some fans will made the poster. No such project is even on the pipeline or being discussed. https://t.co/z6dZfvOQmO
— Ranganathan Madhavan (@ActorMadhavan) December 11, 2020Hey unfortunately it’s not true. It was just a wish at some fans will made the poster. No such project is even on the pipeline or being discussed. https://t.co/z6dZfvOQmO
— Ranganathan Madhavan (@ActorMadhavan) December 11, 2020
এরপর অনুরাগীর প্রশ্নের উত্তরে মাধবন লেখেন, "অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে একথা একেবারেই ঠিক নয় । আসলে কয়েকজন অনুরাগী এই পোস্টার তৈরি করেছিলেন । তবে এই মুহূর্তে এই ধরনের কোনও প্রোজেক্ট আমার হাতে নেই বা এই ধরনের কোনও ছবি নিয়ে আলোচনাও হয়নি ।"
কাজের দিক থেকে মাত্র কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল মাধবন অভিনীত 'নিঃশব্দম'। সেখানে অনুষ্কা শেট্টি, অঞ্জলি ও সুব্বারাজার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি । অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেয়েছিল এই থ্রিলারটি ।