ETV Bharat / sitara

সুশান্ত মামলা : NCB অফিসে পৌঁছলেন প্রযোজক মধু - সুশান্ত সিং রাজপুতের খবর

সুশান্ত সিং রাজপুতের মামলায় নতুন আপডেট । নারকোটিক্স কন্ট্রোল বিওরোর অফিসে পৌঁছলেন ফিল্ম প্রোডিউসর মধু মন্তেনা । সুশান্ত মামলায় মাদক যোগের ব্যাপারে প্রশ্ন করা হবে তাঁকে ।

madhu mantena at ncb office
madhu mantena at ncb office
author img

By

Published : Sep 23, 2020, 1:53 PM IST

মুম্বই : সুশান্ত মামলায় মাদক যোগ পেয়েছিল CBI । সেই সূত্রে তদন্ত শুরু করে NCB । আর তারপরেই বলিউডের সব তাবড় ব্যক্তিত্বদের নাম জড়াতে শুরু করে এই মাদক চক্রে । আজ NCB-র অফিসে পৌঁছলেন মধু মন্তেনা ।

সুশান্তের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহাকেও ডেকে পাঠায় NCB । জয়াকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে মধুর নাম ওঠে । জয়া নাকি বলেন যে, তিনি মধুকে CBD ওয়েল বা ক্যানাবিডিওল-এর যোগান দিতেন । এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে এই খবর ।

আজ NCB-র অফিসে দেখা গেল মধুকে । খুবই অল্প সময়ের জন্য তাঁকে ক্যামেরাবন্দী করা গেল । দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো..

জয়া যে এজেন্সির কর্মী সেই KWAN ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির আর এক কর্মচারী করিশ্মা প্রকাশ দীপিকার ম্যানেজার হিসেবে কাজ করেন । দীপিকার সঙ্গে করিশ্মার মাদক সংক্রান্ত হোয়াটস্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছে । সেই থেকে NCB-র ব়্যাডারে রয়েছে এই এজেন্সিও ।

সব মিলিয়ে এখনও সুশান্ত মামলার কোনও কিনাড়া হয়নি । বরং দিন দিন কেস আরও জটিল হচ্ছে । অভিনেতার মৃত্যু নিয়ে পোক্ত উত্তরের অপেক্ষায় তাঁর অনুরাগীরা ।

মুম্বই : সুশান্ত মামলায় মাদক যোগ পেয়েছিল CBI । সেই সূত্রে তদন্ত শুরু করে NCB । আর তারপরেই বলিউডের সব তাবড় ব্যক্তিত্বদের নাম জড়াতে শুরু করে এই মাদক চক্রে । আজ NCB-র অফিসে পৌঁছলেন মধু মন্তেনা ।

সুশান্তের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহাকেও ডেকে পাঠায় NCB । জয়াকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে মধুর নাম ওঠে । জয়া নাকি বলেন যে, তিনি মধুকে CBD ওয়েল বা ক্যানাবিডিওল-এর যোগান দিতেন । এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে এই খবর ।

আজ NCB-র অফিসে দেখা গেল মধুকে । খুবই অল্প সময়ের জন্য তাঁকে ক্যামেরাবন্দী করা গেল । দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো..

জয়া যে এজেন্সির কর্মী সেই KWAN ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির আর এক কর্মচারী করিশ্মা প্রকাশ দীপিকার ম্যানেজার হিসেবে কাজ করেন । দীপিকার সঙ্গে করিশ্মার মাদক সংক্রান্ত হোয়াটস্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছে । সেই থেকে NCB-র ব়্যাডারে রয়েছে এই এজেন্সিও ।

সব মিলিয়ে এখনও সুশান্ত মামলার কোনও কিনাড়া হয়নি । বরং দিন দিন কেস আরও জটিল হচ্ছে । অভিনেতার মৃত্যু নিয়ে পোক্ত উত্তরের অপেক্ষায় তাঁর অনুরাগীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.