ETV Bharat / sitara

শুধু বিয়েই না, প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কও ছেদ ঈশিতার? - Bollywood

প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ে আপতত বাতিল হয়ে গেছে বলে IANS সূত্রে খবর। শোনা যাচ্ছে সিদ্ধার্থের বাগদত্তা ঈশিতা কুমারের একটা অস্ত্রোপচার হয়েছে আর তাই সম্পূর্ণ সুস্থ হতে তাঁর আরও সময় লাগবে। সেই কারণেই বিয়েটা বাতিল হয়েছে বলে খবর। তবে ঈশিতার সোশাল মিডিয়া দেখলে মনে হবে ভেঙে গেছে তাঁদের সম্পর্কও। নতুন করে নিজের জীবন শুরু করতে চলেছেন তিনি।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
author img

By

Published : May 3, 2019, 5:37 PM IST

Updated : May 3, 2019, 8:32 PM IST

কয়েকদিন আগে ঈশিতা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছিলেন, "সার্জারি থেকে সুস্থ হয়ে উঠছি। খুবই যন্ত্রণাদায়ক ছিল, তবে আমি খুশি শেষ হয়েছে এটা।"

তবে শুধু এটুকুই না। ঈশিতা আর একটি পোস্ট করেছেন যেটা দেখে মনে হবে যে সিদ্ধার্থের সঙ্গে ভাঙন ধরেছে তাঁর সম্পর্কে। একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "নতুন শুরুকে অভিনন্দন। আর সুন্দর সমাপ্তির উদ্দেশ্যে একটু গুডবাই কিস।"

ঈশিতার এই পোস্টে তাঁর বাবা-মাও সমর্থন জানিয়েছেন। মা লিখেছেন, "পুরোনো বই বন্ধ কর আর লেখ" এবং বাবার প্রতিক্রিয়া "আমরা তোমার সঙ্গে আছি। এই দুনিয়ার ব্যপ্তি উপলব্ধি কর আর একজন নক্ষত্র হয়ে ওঠো"।

ফেব্রুয়ারি মাসে 'রোকা' সেরেছিলেন সিদ্ধার্থ ও ঈশিতা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা ও নিকও।

কয়েকদিন আগে ঈশিতা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছিলেন, "সার্জারি থেকে সুস্থ হয়ে উঠছি। খুবই যন্ত্রণাদায়ক ছিল, তবে আমি খুশি শেষ হয়েছে এটা।"

তবে শুধু এটুকুই না। ঈশিতা আর একটি পোস্ট করেছেন যেটা দেখে মনে হবে যে সিদ্ধার্থের সঙ্গে ভাঙন ধরেছে তাঁর সম্পর্কে। একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "নতুন শুরুকে অভিনন্দন। আর সুন্দর সমাপ্তির উদ্দেশ্যে একটু গুডবাই কিস।"

ঈশিতার এই পোস্টে তাঁর বাবা-মাও সমর্থন জানিয়েছেন। মা লিখেছেন, "পুরোনো বই বন্ধ কর আর লেখ" এবং বাবার প্রতিক্রিয়া "আমরা তোমার সঙ্গে আছি। এই দুনিয়ার ব্যপ্তি উপলব্ধি কর আর একজন নক্ষত্র হয়ে ওঠো"।

ফেব্রুয়ারি মাসে 'রোকা' সেরেছিলেন সিদ্ধার্থ ও ঈশিতা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা ও নিকও।

Intro:Body:

শুধু বিয়েই না, প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কও ছেদ বাগদত্তার





প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ে আপতত বাতিল হয়ে গেছে বলে IANS সূত্রে খবর। শোনা যাচ্ছে সিদ্ধার্থের বাগদত্তা ঈশিতা কুমারের একটা অস্ত্রোপচার হয়েছে আর তাই সম্পূর্ণ সুস্থ হতে তাঁর আরও সময় লাগবে। সেই কারণেই বিয়েটা বাতিল হয়েছে বলে খবর। তবে ঈশিতার সোশাল মিডিয়া দেখলে মনে হবে ভেঙে গেছে তাঁদের সম্পর্কও। নতুন করে নিজের জীবন শুরু করতে চলেছেন তিনি।



কয়েকদিন আগে ঈশিতা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, "সার্জারি থেকে সুস্থ হয়ে উঠছি। খুবই যন্ত্রণাদায়ক ছিল, তবে আমি খুশি শেষ হয়েছে এটা।"



তবে শুধু এটুকুই না। ঈশিতা আর একটি পোস্ট করেছেন যেটা দেখে মনে হবে যে সিদ্ধার্থের সঙ্গে ভাঙন ধরেছে তাঁর সম্পর্কে। একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "নতুন শুরুকে অভিনন্দন। আর সুন্দর সমাপ্তির উদ্দেশ্যে একটু গুডবাই কিস।"



ঈশিতার এই পোস্টে তাঁর বাবা-মাও সমর্থন জানিয়েছেন। মা লিখেছেন, "পুরোনো বই বন্ধ কর আর লেখ" এবং বাবার প্রতিক্রিয়া "আমরা তোমার সঙ্গে আছি। এই দুনিয়ার ব্যপ্তি উপলব্ধি কর আর একজন নক্ষত্র হয়ে ওঠো"।



ফেব্রুয়ারি মাসে 'রোকা' সেরেছিলেন সিদ্ধার্থ ও ঈশিতা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা ও নিকও।




Conclusion:
Last Updated : May 3, 2019, 8:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.