কয়েকদিন আগে ঈশিতা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছিলেন, "সার্জারি থেকে সুস্থ হয়ে উঠছি। খুবই যন্ত্রণাদায়ক ছিল, তবে আমি খুশি শেষ হয়েছে এটা।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে শুধু এটুকুই না। ঈশিতা আর একটি পোস্ট করেছেন যেটা দেখে মনে হবে যে সিদ্ধার্থের সঙ্গে ভাঙন ধরেছে তাঁর সম্পর্কে। একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "নতুন শুরুকে অভিনন্দন। আর সুন্দর সমাপ্তির উদ্দেশ্যে একটু গুডবাই কিস।"
ঈশিতার এই পোস্টে তাঁর বাবা-মাও সমর্থন জানিয়েছেন। মা লিখেছেন, "পুরোনো বই বন্ধ কর আর লেখ" এবং বাবার প্রতিক্রিয়া "আমরা তোমার সঙ্গে আছি। এই দুনিয়ার ব্যপ্তি উপলব্ধি কর আর একজন নক্ষত্র হয়ে ওঠো"।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ফেব্রুয়ারি মাসে 'রোকা' সেরেছিলেন সিদ্ধার্থ ও ঈশিতা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা ও নিকও।