ETV Bharat / sitara

ব্রেস্ট সার্জারি করাতে বলেছিলেন বিখ্যাত পরিচালক, খোলামেলা প্রিয়াঙ্কা - প্রিয়াঙ্কা চোপড়ার খবর

প্রিয়াঙ্কা চোপড়াকে ব্রেস্ট সার্জারি করাতে বলেছিলেন এক বিখ্যাত পরিচালক । শুধু তাই নয়, তাঁর চোয়াল আর নিতম্বেও কাটাছেঁড়া করার পরামর্শ দিয়েছিলেন সেই পরিচালক । নিজের মেমোয়ার বা আত্মজীবনী 'আনফিনিশড'-এ এমন বহু অস্বস্তিকর ও অপমানজনক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন প্রিয়াঙ্কা ।

Priyanka Chopra breast surgery
Priyanka Chopra breast surgery
author img

By

Published : Feb 9, 2021, 12:46 PM IST

মুম্বই : প্রিয়াঙ্কা চোপড়া আজ গ্লোবাল আইকন । তবে কেউ তো রাতারাতি আইকন হয়ে যান না । অনেক স্ট্রাগল, অপমান এবং অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে । আত্মজীবনীতে সেই সমস্ত কথা তুলে ধরেছেন প্রিয়াঙ্কা । কারণ আজ কিছু হারানোর ভয় নেই তাঁর ।

প্রিয়াঙ্কা লিখেছেন যে, এক বিখ্যাত পরিচালক/প্রযোজকের সঙ্গে একটি ফিল্ম নিয়ে কথাবার্তা চলছিল তাঁর । কিছুক্ষণ কথা বলে প্রিয়াঙ্কাকে হেঁটে দেখাতে বলেন সেই পরিচালক । কথামতো তা করেন অভিনেত্রী ।

এরপর পরিচালক পরামর্শ দিতে শুরু করেন প্রিয়াঙ্কার শারীরিক গঠন নিয়ে । বলেন, তাঁর নাকি ব্রেস্ট সার্জারি করানোর প্রয়োজন আছে । সঠিক মাপের স্তন নাকি সিনেমায় খুব প্রয়োজনীয় । এছাড়াও প্রিয়াঙ্কার চোয়াল ও নিতম্বেও কাটাছেঁড়া করার পরামর্শ দেন জনৈক পরিচালক ।

Priyanka Chopra breast surgery
...

এমন অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার পর প্রিয়াঙ্কার নিজেকে খুব ছোটো মনে হয়েছিল । পরিচালকের কথা শুনে তিনি বাকরুদ্ধ হয়ে গেছিলেন । আর আশ্চর্যের বিষয় হল, প্রিয়াঙ্কার ম্যানেজারও পরিচালকের কথায় সায় দিয়েছিলেন ।

সেই ম্যানেজারকে কাজ থেকে সরাতে তাই বিন্দুমাত্র ভাবেননি অভিনেত্রী । আজ এইসব অভিজ্ঞতা অতীত, পিছনে ফিরে তাকালে সাদা-কালোয় এই মানুষগুলোকে দেখতে পান প্রিয়াঙ্কা ।

মুম্বই : প্রিয়াঙ্কা চোপড়া আজ গ্লোবাল আইকন । তবে কেউ তো রাতারাতি আইকন হয়ে যান না । অনেক স্ট্রাগল, অপমান এবং অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে । আত্মজীবনীতে সেই সমস্ত কথা তুলে ধরেছেন প্রিয়াঙ্কা । কারণ আজ কিছু হারানোর ভয় নেই তাঁর ।

প্রিয়াঙ্কা লিখেছেন যে, এক বিখ্যাত পরিচালক/প্রযোজকের সঙ্গে একটি ফিল্ম নিয়ে কথাবার্তা চলছিল তাঁর । কিছুক্ষণ কথা বলে প্রিয়াঙ্কাকে হেঁটে দেখাতে বলেন সেই পরিচালক । কথামতো তা করেন অভিনেত্রী ।

এরপর পরিচালক পরামর্শ দিতে শুরু করেন প্রিয়াঙ্কার শারীরিক গঠন নিয়ে । বলেন, তাঁর নাকি ব্রেস্ট সার্জারি করানোর প্রয়োজন আছে । সঠিক মাপের স্তন নাকি সিনেমায় খুব প্রয়োজনীয় । এছাড়াও প্রিয়াঙ্কার চোয়াল ও নিতম্বেও কাটাছেঁড়া করার পরামর্শ দেন জনৈক পরিচালক ।

Priyanka Chopra breast surgery
...

এমন অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার পর প্রিয়াঙ্কার নিজেকে খুব ছোটো মনে হয়েছিল । পরিচালকের কথা শুনে তিনি বাকরুদ্ধ হয়ে গেছিলেন । আর আশ্চর্যের বিষয় হল, প্রিয়াঙ্কার ম্যানেজারও পরিচালকের কথায় সায় দিয়েছিলেন ।

সেই ম্যানেজারকে কাজ থেকে সরাতে তাই বিন্দুমাত্র ভাবেননি অভিনেত্রী । আজ এইসব অভিজ্ঞতা অতীত, পিছনে ফিরে তাকালে সাদা-কালোয় এই মানুষগুলোকে দেখতে পান প্রিয়াঙ্কা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.