মুম্বই : বেশ অনেকদিন সময় ধরে নিজের মেমোয়ার বা আত্মজীবনী 'আনফিনিশড' লিখছেন প্রিয়াঙ্কা চোপড়া । নিজের হাতে কিছু লেখা যেন নিজের সন্তানের জন্ম দেওয়া । তার উপর সেটা আত্মজীবনী হলে তো কথাই নেই । প্রিয়াঙ্কার কাছেও 'আনফিনিশড' খুব স্পেশাল ।
আর সেই বইয়ের প্রথম কপি হাতে পেয়ে নিজের ইমোশনকে ধরে রাখতে পারলেন না অভিনেত্রী । একটু লজ্জা, একটু অস্বস্তি, অনেকটা ভালোলাগা আর এক্সাইটমেন্ট...বই হাতে নিয়ে কী করবেন যেন বুঝে উঠতে পারছেন না প্রিয়াঙ্কা ।
সেই মুহূর্তের ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা । ক্যাপশনে লিখেছেন, "প্রথমবার নিজের বই দেখে...আমি কি একই সঙ্গে খুশি আর ভীত দু'টোই হতে পারি ? #Unfinished"
দেখে নিন প্রিয়াঙ্কার ভিডিয়ো...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">