মুম্বই : সৌন্দর্যের আর এক নাম ফেয়ারনেস অর্থাৎ ফর্সা গায়ের রং । সমাজে এমন ধারণাই প্রচলিত । কিছুদিন আগে অবধি ফেয়ারনেস ক্রিম কেনার জন্য দোকানে লাইন দিতেন মহিলারা । এখনও দেন, তবে লাইনের দৈর্ঘ্য হয়তো আগের থেকে কম ।
প্রিয়াঙ্কা চোপড়া শ্যামবর্ণা । ছোটোবেলা এই রঙের জন্যই নিরাপত্তাহীনতায় ভুগতেন অভিনেত্রী । ফর্সা হতে গায়ে একগাদা পাউডার ঢেলে বেরোতেন তিনি ।
শুধু তাই নয়, অভিনেত্রী হওয়ার পর ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া । এমন ক্রিম যেটা মাখলেই ফর্সা হয়ে যাওয়া যায় । আজ সেসব কথা ভাবলে অনুতাপ হয় অভিনেত্রীর ।
শ্যামবর্ণা প্রিয়াঙ্কা তাঁর এই রঙ নিয়েই পৃথিবী দাপাচ্ছেন এখন । দিনের শেষে অভিনয়টাই আসল, গায়ের রঙ ম্যাটার করে না, বুঝতে পেরেছেন তিনি ।
আজও ভারতীয় সিনেমায় গায়ের রঙটা আলাদা একটা পয়েন্ট যোগ করে অভিনেত্রীদের যোগ্যতায় । এই নিয়ে ঘোর আপত্তি রয়েছে প্রিয়াঙ্কা । সময়ের সঙ্গে মানুষের মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে, বাকিটাও তাই সময়ের হাতেই ছেড়ে দিতে চান অভিনেত্রী ।