মুম্বই : ফ্যাশনিস্তা প্রিয়াঙ্কা চোপড়া । তাঁর পোশাকের কালেকশন নাকি দেখার মতো । কিন্তু, তিনিও নাকি পোশাক চুরি করেন । কার থেকে ? নিক জোনাসের থেকে ।
পপস্টার নিক নিজেও এক ফ্য়াশন প্রিয় মানুষ । তাঁর ওয়াড্রোব রীতিমতো চর্চিত ফ্যাশন মহলে । আর স্ত্রী প্রিয়াঙ্কাও সেই সুযোগের সদব্যবহার করেন । মাঝেমধ্যেই নিকের পোশাক পরে ফেলেন তিনি ।
সম্প্রতি নিজের পোষ্যকে নিয়ে বেড়াতে গিয়ে একটি ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা । সাদা জ্য়াকেট আর সাদা ট্রাউজ়ারের সঙ্গে হাতে লাল গ্লাভ পরেছিলেন অভিনেত্রী । মুখে মাস্ক আর চোখে সানগ্লাস ।
তবে এই পোশাক যে নিক জোনাসের তা বুঝতে বেশি সময় লাগেনি অনুরাগীদের । একই পোশাকে নিক আর প্রিয়াঙ্কার ছবি কোলাজ করে শেয়ার করেছেন তারা । লিখেছেন, "কীভাবে শুরু হয়েছিল, আর কেমন চলছে..."
প্রিয়াঙ্কা এই পোস্টটি আবার নিজের ইনস্টাস্টোরিতে শেয়ার করে লিখেছেন,"নিকের পোশাক চুরি করতে দারুণ লাগে ।" দেখে নিন সেই স্টোরি...