ETV Bharat / sitara

নিকের জামা চুরি করেন প্রিয়াঙ্কা ? - প্রিয়াঙ্কা চোপড়ার খবর

হ্যাঁ, তেমনই তো বললেন অভিনেত্রী । স্বামী নিক জোনাসের জামা চুরি করে পরতে নাকি খুব ভালো লাগে প্রিয়াঙ্কা চোপড়ার ।

priyanka choprs loves nick jonas dress
priyanka choprs loves nick jonas dress
author img

By

Published : Oct 23, 2020, 7:38 AM IST

মুম্বই : ফ্যাশনিস্তা প্রিয়াঙ্কা চোপড়া । তাঁর পোশাকের কালেকশন নাকি দেখার মতো । কিন্তু, তিনিও নাকি পোশাক চুরি করেন । কার থেকে ? নিক জোনাসের থেকে ।

পপস্টার নিক নিজেও এক ফ্য়াশন প্রিয় মানুষ । তাঁর ওয়াড্রোব রীতিমতো চর্চিত ফ্যাশন মহলে । আর স্ত্রী প্রিয়াঙ্কাও সেই সুযোগের সদব্যবহার করেন । মাঝেমধ্যেই নিকের পোশাক পরে ফেলেন তিনি ।

সম্প্রতি নিজের পোষ্যকে নিয়ে বেড়াতে গিয়ে একটি ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা । সাদা জ্য়াকেট আর সাদা ট্রাউজ়ারের সঙ্গে হাতে লাল গ্লাভ পরেছিলেন অভিনেত্রী । মুখে মাস্ক আর চোখে সানগ্লাস ।

তবে এই পোশাক যে নিক জোনাসের তা বুঝতে বেশি সময় লাগেনি অনুরাগীদের । একই পোশাকে নিক আর প্রিয়াঙ্কার ছবি কোলাজ করে শেয়ার করেছেন তারা । লিখেছেন, "কীভাবে শুরু হয়েছিল, আর কেমন চলছে..."

প্রিয়াঙ্কা এই পোস্টটি আবার নিজের ইনস্টাস্টোরিতে শেয়ার করে লিখেছেন,"নিকের পোশাক চুরি করতে দারুণ লাগে ।" দেখে নিন সেই স্টোরি...

priyanka choprs loves nick jonas dress
প্রিয়াঙ্কার ইনস্টাস্টোরি

মুম্বই : ফ্যাশনিস্তা প্রিয়াঙ্কা চোপড়া । তাঁর পোশাকের কালেকশন নাকি দেখার মতো । কিন্তু, তিনিও নাকি পোশাক চুরি করেন । কার থেকে ? নিক জোনাসের থেকে ।

পপস্টার নিক নিজেও এক ফ্য়াশন প্রিয় মানুষ । তাঁর ওয়াড্রোব রীতিমতো চর্চিত ফ্যাশন মহলে । আর স্ত্রী প্রিয়াঙ্কাও সেই সুযোগের সদব্যবহার করেন । মাঝেমধ্যেই নিকের পোশাক পরে ফেলেন তিনি ।

সম্প্রতি নিজের পোষ্যকে নিয়ে বেড়াতে গিয়ে একটি ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা । সাদা জ্য়াকেট আর সাদা ট্রাউজ়ারের সঙ্গে হাতে লাল গ্লাভ পরেছিলেন অভিনেত্রী । মুখে মাস্ক আর চোখে সানগ্লাস ।

তবে এই পোশাক যে নিক জোনাসের তা বুঝতে বেশি সময় লাগেনি অনুরাগীদের । একই পোশাকে নিক আর প্রিয়াঙ্কার ছবি কোলাজ করে শেয়ার করেছেন তারা । লিখেছেন, "কীভাবে শুরু হয়েছিল, আর কেমন চলছে..."

প্রিয়াঙ্কা এই পোস্টটি আবার নিজের ইনস্টাস্টোরিতে শেয়ার করে লিখেছেন,"নিকের পোশাক চুরি করতে দারুণ লাগে ।" দেখে নিন সেই স্টোরি...

priyanka choprs loves nick jonas dress
প্রিয়াঙ্কার ইনস্টাস্টোরি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.