ETV Bharat / sitara

নিজের হেয়ারকেয়ার ব্র্যান্ড লঞ্চ করলেন প্রিয়াঙ্কা, গর্বিত নিক - নিক জোনাসের খবর

'অ্যানোমালি', প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের নিজের হেয়ারকেয়ার ব্র্যান্ড । সম্প্রতি এই ব্র্যান্ড লঞ্চ করেছেন অভিনেত্রী । স্ত্রীয়ের এই উদ্যোগে গর্বিত নিক জোনাস ।

Priyanka chopra launched her haircare line
Priyanka chopra launched her haircare line
author img

By

Published : Jan 30, 2021, 4:33 PM IST

মুম্বই : অভিনয়ের পাশাপাশি প্রায় সব অভিনেতা-অভিনেত্রীরা অন্য ব্যবসা করেন । কেউ মেকআপ প্রোডাক্ট, কেউ ডিজ়াইনার পোশাক, কেউ আবার রেস্তোরাঁর ব্যবসা খুলেছেন । পিছিয়ে নেই প্রিয়াঙ্কা চোপড়া । তবে তিনি একটু অন্য পথ বেছে নিলেন ।

প্রিয়াঙ্কা নিজের হেয়ারকেয়ারের ব্র্যান্ড লঞ্চ করলেন । নাম 'অ্যানোমালি' । সামর্থ্যের মধ্যে চুলের যত্ন, প্রমিস করেছেন প্রিয়াঙ্কা । 'লেস ইজ় মোর', অর্থাৎ পরিমাণে অল্প কিন্তু প্রভাবটা খুব বেশি - এই তত্ত্বে বিশ্বাসী 'অ্যানোমালি' । অভিনেত্রী নিজেই জানিয়েছেন একথা ।

Priyanka chopra launched her haircare line
নিকের ইনস্টাস্টোরি..

স্ত্রীয়ের নতুন উদ্যোগে খুশি নিক জোনাস । সোশাল মিডিয়ায় নিক লিখেছেন, "এই দারুণ নতুন উদ্যোগকে অনেক কনগ্র্যাচুলেশনস ।"

গত আঠারো মাস ধরে নিজের পার্টনার মেইসার সঙ্গে লাগাতার এই নতুন উদ্যোগ নিয়ে কাজ করে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া । 'অ্যানোমালি' যেন তাদের সন্তানের মতো । 31 জানুয়ারি অ্যামেরিকাতে এই প্রোডাক্টের বিক্রি চালু হবে । ধীরে ধীরে তা ছড়িয়ে পড়বে পুরো পৃথিবীতে ।

মুম্বই : অভিনয়ের পাশাপাশি প্রায় সব অভিনেতা-অভিনেত্রীরা অন্য ব্যবসা করেন । কেউ মেকআপ প্রোডাক্ট, কেউ ডিজ়াইনার পোশাক, কেউ আবার রেস্তোরাঁর ব্যবসা খুলেছেন । পিছিয়ে নেই প্রিয়াঙ্কা চোপড়া । তবে তিনি একটু অন্য পথ বেছে নিলেন ।

প্রিয়াঙ্কা নিজের হেয়ারকেয়ারের ব্র্যান্ড লঞ্চ করলেন । নাম 'অ্যানোমালি' । সামর্থ্যের মধ্যে চুলের যত্ন, প্রমিস করেছেন প্রিয়াঙ্কা । 'লেস ইজ় মোর', অর্থাৎ পরিমাণে অল্প কিন্তু প্রভাবটা খুব বেশি - এই তত্ত্বে বিশ্বাসী 'অ্যানোমালি' । অভিনেত্রী নিজেই জানিয়েছেন একথা ।

Priyanka chopra launched her haircare line
নিকের ইনস্টাস্টোরি..

স্ত্রীয়ের নতুন উদ্যোগে খুশি নিক জোনাস । সোশাল মিডিয়ায় নিক লিখেছেন, "এই দারুণ নতুন উদ্যোগকে অনেক কনগ্র্যাচুলেশনস ।"

গত আঠারো মাস ধরে নিজের পার্টনার মেইসার সঙ্গে লাগাতার এই নতুন উদ্যোগ নিয়ে কাজ করে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া । 'অ্যানোমালি' যেন তাদের সন্তানের মতো । 31 জানুয়ারি অ্যামেরিকাতে এই প্রোডাক্টের বিক্রি চালু হবে । ধীরে ধীরে তা ছড়িয়ে পড়বে পুরো পৃথিবীতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.