ETV Bharat / sitara

কান ফেস্টিভালে পোশাক বিভ্রাটের হাত থেকে বেঁচেছিলেন প্রিয়াঙ্কা - প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের খবর

কান ফেস্টিভালে একটুর জন্য পোশাক বিভ্রাটের হাত থেকে বেঁচেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া । আর এর পুরো ক্রেডিট তিনি দিলেন তাঁর টিমকে । কী ঘটেছিল ?

Priyanka Chopra Jonas wardrobe malfunction
Priyanka Chopra Jonas wardrobe malfunction
author img

By

Published : Jan 28, 2021, 9:14 PM IST

মুম্বই : গ্ল্যামার দুনিয়ার চাকচিক্যের মধ্যে লুকিয়ে থাকে অনেক গুপ্ত কথা । ঝলমলে পোশাক, চড়া মেকআপ, হেয়ারস্টাইলের পিছনে যে কত না বলা গল্প থাকে তার ইয়ত্তা নেই । ঠিক তেমনই একটি গল্প শোনালেন প্রিয়াঙ্কা চোপড়া ।

2019 সালে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট । লাল-কালো গ্লিটার গাউনে চকমক করছেন প্রিয়াঙ্কা । ফোটোগ্রাফাররা ছবি তুলছেন খচ খচ । কিন্তু জানেন কি এক মস্ত বড় পোশাক বিভ্রাটের হাত থেকে সেদিন বেঁচেছিলেন প্রিয়াঙ্কা !

রেড কার্পেটের উদ্দেশে যাবার আগের মুহূর্তে প্রিয়াঙ্কার গাউনের চেন ছিঁড়ে যায় । কি অবস্থা ! কী উপায় ? প্রিয়াঙ্কার "অ্যামেজ়িং টিম" গাড়িতে যেতে যেতে সেই চেন সেলাই করে দেয় ।

গাড়ি থেকে নেমেই হাজার ক্যামেরার ফ্ল্য়াশলাইটের সামনে স্বভাবসিদ্ধ হাসি নিয়ে দাঁড়ান প্রিয়াঙ্কা । তখন কে জানে যে, একটু আগেই কী অবস্থা হয়েছিল তাঁর ?

দেখে নিন প্রিয়াঙ্কার পোস্ট...

মুম্বই : গ্ল্যামার দুনিয়ার চাকচিক্যের মধ্যে লুকিয়ে থাকে অনেক গুপ্ত কথা । ঝলমলে পোশাক, চড়া মেকআপ, হেয়ারস্টাইলের পিছনে যে কত না বলা গল্প থাকে তার ইয়ত্তা নেই । ঠিক তেমনই একটি গল্প শোনালেন প্রিয়াঙ্কা চোপড়া ।

2019 সালে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট । লাল-কালো গ্লিটার গাউনে চকমক করছেন প্রিয়াঙ্কা । ফোটোগ্রাফাররা ছবি তুলছেন খচ খচ । কিন্তু জানেন কি এক মস্ত বড় পোশাক বিভ্রাটের হাত থেকে সেদিন বেঁচেছিলেন প্রিয়াঙ্কা !

রেড কার্পেটের উদ্দেশে যাবার আগের মুহূর্তে প্রিয়াঙ্কার গাউনের চেন ছিঁড়ে যায় । কি অবস্থা ! কী উপায় ? প্রিয়াঙ্কার "অ্যামেজ়িং টিম" গাড়িতে যেতে যেতে সেই চেন সেলাই করে দেয় ।

গাড়ি থেকে নেমেই হাজার ক্যামেরার ফ্ল্য়াশলাইটের সামনে স্বভাবসিদ্ধ হাসি নিয়ে দাঁড়ান প্রিয়াঙ্কা । তখন কে জানে যে, একটু আগেই কী অবস্থা হয়েছিল তাঁর ?

দেখে নিন প্রিয়াঙ্কার পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.