নিউ ইয়র্ক : নতুন মিউজ়িক ভিডিয়ো মুক্তি পেল জোনাস ব্রাদারের । সেখানে প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের এক নতুন রূপ ফুটে উঠল । ভিডিয়োতে তাঁদের কেমিস্ট্রি আরও বেশি করে প্রমাণ করল যে, প্রেমের মধ্যেই বাস দম্পতির ।
শুধু নিক-প্রিয়াঙ্কা নয়, এই ভিডিয়োতে নিকের অন্য ভাই জো জোনাস ও তাঁর স্ত্রী সোফি টার্নারকেও দেখা গেল । তাঁদের শট ছিল একটি হাই স্কুলের সেটআপে, অন্যদিকে নিক-প্রিয়াঙ্কার সমস্ত শট অন্দরমহলে ।
জোনাস ব্রাদারের প্রতি গানের মতোই এই গানে রয়েছে একটি ফাস্ট রিদম, যা শ্রোতাকে উঠতে দেবে না । গানের কথার সঙ্গে মানানসয়ী ভিশুয়ালাইজ়েশন আরও বেশি মনোগ্রাহী করে তোলে এই ভিডিয়োকে ।
একটু ড্রামাটিক, একটু যৌনতার প্রলোভন, একটু দুষ্টুমি মিলে আবারও একটা দারুণ প্রেজ়েন্টেশন দিলেন জোনাস ব্রাদার । যদিও প্রিয়াঙ্কার স্ক্রিন প্রেজ়েন্স খুবই কম, তবুও নিক আর তাঁর কেমিস্ট্রি চোখে পড়ার মতো ।
দেখে নিন ভিডিয়োটি...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">