ETV Bharat / sitara

7 বছরের কারাবাস, প্রিয়াঙ্কাকে সতর্কবার্তা মহারাষ্ট্র পুলিশের - বলিউড

সদ্য মুক্তি পেয়েছে 'দ্য স্কাই ইজ় পিঙ্ক' ছবির ট্রেলার। আর তারপরই প্রিয়াঙ্কা চোপড়াকে সতর্কবার্তা মহারাষ্ট্র পুলিশের। কী এমন ঘটল?

Priyanka Chopra News
author img

By

Published : Sep 11, 2019, 8:00 PM IST

মুম্বই : 'দ্য স্কাই ইজ় পিঙ্ক'-এর ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল। এর মধ্যেই সাড়া ফেলে দিয়েছে প্রিয়াঙ্কা চোপড়া-ফারহান আখতার-জ়ায়রা ওয়াসিম অভিনীত এই ছবির ট্রেলারটি। সেখানে প্রিয়াঙ্কাকে বলতে শোনা গেছে "চল, একসঙ্গে ব্যাঙ্ক লুঠ করব।"

প্রিয়াঙ্কার এই সংলাপটির একটি স্ক্রিনশট নিয়ে মহারাষ্ট্র পুলিশ একটি মজাদার পোস্ট শেয়ার করেছে তাঁদের টুইটার অ্যাকাউন্টে। তাঁরা লিখেছেন, "সাত বছর কারাবাস ও IPC সেকশন 393-র অধীনে জরিমানা।"

প্রিয়াঙ্কাও রসিকতা করতে ছাড়েননি এই বিষয়টি নিয়ে। মহারাষ্ট্র পুলিশের পোস্টটি উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, "উপস, হাতেনাতে ধরা পড়ে গেলাম। প্ল্যান B ভাবতে হবে।"

সোনালি বসু পরিচালিত 'দ্য স্কাই ইজ় পিঙ্ক' মুক্তি পাবে 11 অক্টোবর। ছবিতে প্রিয়াঙ্কা আর ফারহানের প্রেমের সঙ্গে ফুটিয়ে তোলা হবে জ়ায়রার সংক্ষিপ্ত জীবনের যন্ত্রণা। দেখা যাবে মেয়ে জ়ায়রাকে বাঁচাতে বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে এগোচ্ছেন প্রিয়াঙ্কা ও ফারহান।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : 'দ্য স্কাই ইজ় পিঙ্ক'-এর ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল। এর মধ্যেই সাড়া ফেলে দিয়েছে প্রিয়াঙ্কা চোপড়া-ফারহান আখতার-জ়ায়রা ওয়াসিম অভিনীত এই ছবির ট্রেলারটি। সেখানে প্রিয়াঙ্কাকে বলতে শোনা গেছে "চল, একসঙ্গে ব্যাঙ্ক লুঠ করব।"

প্রিয়াঙ্কার এই সংলাপটির একটি স্ক্রিনশট নিয়ে মহারাষ্ট্র পুলিশ একটি মজাদার পোস্ট শেয়ার করেছে তাঁদের টুইটার অ্যাকাউন্টে। তাঁরা লিখেছেন, "সাত বছর কারাবাস ও IPC সেকশন 393-র অধীনে জরিমানা।"

প্রিয়াঙ্কাও রসিকতা করতে ছাড়েননি এই বিষয়টি নিয়ে। মহারাষ্ট্র পুলিশের পোস্টটি উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, "উপস, হাতেনাতে ধরা পড়ে গেলাম। প্ল্যান B ভাবতে হবে।"

সোনালি বসু পরিচালিত 'দ্য স্কাই ইজ় পিঙ্ক' মুক্তি পাবে 11 অক্টোবর। ছবিতে প্রিয়াঙ্কা আর ফারহানের প্রেমের সঙ্গে ফুটিয়ে তোলা হবে জ়ায়রার সংক্ষিপ্ত জীবনের যন্ত্রণা। দেখা যাবে মেয়ে জ়ায়রাকে বাঁচাতে বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে এগোচ্ছেন প্রিয়াঙ্কা ও ফারহান।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

7 বছরের কারাবাস, প্রিয়াঙ্কাকে সতর্কবাণী মহারাষ্ট্র পুলিশের



সদ্য মুক্তি পেয়েছে 'দ্য স্কাই ইজ় পিঙ্ক' ছবির ট্রেলার। আর তারপরই প্রিয়াঙ্কা চোপড়াকে সতর্কবাণী মহারাষ্ট্র পুলিশের। কী এমন ঘটল?



মুম্বই : 'দ্য স্কাই ইজ় পিঙ্ক'-এর ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল। আর এর মধ্যেই সাড়া ফেলে দিয়েছে প্রিয়াঙ্কা চোপড়া-ফারহান আখতার-জ়ায়রা ওয়াসিম অভিনীত এই ছবির ট্রেলারটি। সেখানে প্রিয়াঙ্কাকে বলতে শোনা গেছে "চল একসঙ্গে ব্যাঙ্ক লুঠ করব।"



প্রিয়াঙ্কার এই সংলাপটির একটি স্ক্রিনশট নিয়ে মহারাষ্ট্র পুলিশ একটি মজাদার পোস্ট শেয়ার করেছে তাঁদের টুইটার অ্যাকাউন্টে। তাঁরা লিখেছেন, "সাত বছর কারাবাস ও IPC সেকশন 393-র অধীনে জরিমানা।"



প্রিয়াঙ্কাও রসিকতা করতে ছাড়েননি এই বিষয়টি নিয়ে। মহারাষ্ট্র পুলিশের পোস্টটি উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, "উপস, হাতেনাতে ধরা পড়ে গেলাম। প্ল্য়ান B ভাবতে হবে।"




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.