লন্ডন, 9 জানুয়ারি : রূপচর্চা করতে গিয়ে এবার বিপাকে পড়লেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া । তিনি নাকি ব্রিটেনে লকডাউনের নিময় লঙ্ঘন করেছেন । ইতিমধ্যেই তাঁর বাড়িতে পৌঁছে গেছে লকডাউন অমান্য করার নোটিস । কোরোনার নয়া স্ট্রেনের দাপটে দ্বিতীয় দফায় কড়া লকডাউন জারি করেছে সেদেশ । অন্যদিকে অভিনেত্রীর দাবি, তিনি লকডাউনের কোনও নিয়ম লঙ্ঘন করেননি ।
বুধবার সন্ধ্যেয় লন্ডনের একটি স্যালোঁয় যান প্রিয়াঙ্কা, মা মধু চোপড়ার সঙ্গে । সঙ্গে ছিল পোষ্য পিগিও । ওই ছবি প্রকাশ্যে আসতেই ব্রিটিশ পুলিশ প্রিয়াঙ্কা ও স্যালোঁ কর্তৃপক্ষকে সতর্ক করে দেয় । যদিও এযাত্রায় জরিমানা দিতে হয়নি অভিনেত্রী ও স্যালোঁ কর্তৃপক্ষকে । 'টেক্সট ফর ইউ' সিনেমার শুটিংয়ের জন্য লন্ডনে গেছেন প্রিয়াঙ্কা । হঠাৎ করে লকডাউন জারি হওয়ায় তিনি লস এঞ্জেলসে ফেরত আসতে পারেননি । তাই স্বামী নিক জোনসের সঙ্গেই সেখানে রয়েছেন অভিনেত্রী ।
আরও পড়ুন : কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করে ট্রোলড প্রিয়াঙ্কা চোপড়া
ঘটনা প্রসঙ্গে প্রিয়াঙ্কার তরফে জানানো হয়েছে, কোনও ব্যক্তিগত কারণে স্যালোঁয় যাননি তিনি। পরবর্তী সিনেমার শুটিংয়ের জন্য গেছিলেন । কোরোনা বিধি মেনে তিনি চুলে রং করতে যান ওই স্যালোঁয় । এই লকডাউনের মধ্যেও ওই স্যালোঁ খোলা রয়েছে, কেবলমাত্র ডিজিটাল, সংস্কৃতি, মিডিয়া এবং ক্রীড়া বিভাগের সঙ্গে যুক্ত, এমন ব্যক্তিত্বরা কোরোনা পরীক্ষা করেছেন তাঁদের জন্য এই স্যালোঁ খোলা রয়েছে ।
আরও পড়ুন : 'টেক্সট ফর ইউ'-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কার মুখপাত্রের তরফে আরও জানানো হয়েছে, আমি নিশ্চিত যে আপনি সচেতন ।