ETV Bharat / sitara

"এক ডলারের অনুদানও গুরুত্বপূর্ণ", বিশ্বজুড়ে একাধিক প্রতিষ্ঠানের পাশে নিক-প্রিয়াঙ্কা

অর্থসাহায্য করে কোরোনা মোকাবিলায় সরকারের পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস । শুধু ভারতের PM কেয়ার্স নয়, বিশ্বজুড়ে একাধিক NGO -তে বিশাল অঙ্কের টাকা অনুদান দিলেন তারকা দম্পতি ।

priyanka chopra and nick jonas donates to fight corona
priyanka chopra and nick jonas donates to fight corona
author img

By

Published : Mar 31, 2020, 12:43 PM IST

নিউ ইয়র্ক : বিশ্বজুড়ে অসংখ্য সেলেব্রিটিদের মতো এবার প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসও অর্থসাহায্য করে দিনমজুরদের পাশে দাঁড়ালেন । শুধু ভারতের PM কেয়ার্স নয়, বিশ্বজুড়ে একাধিক NGO-কে অনুদান দিলেন তারকা দম্পতি । তার মধ্যে UNICEF-এর 'নো কিড হাঙ্গরি' প্রোজেক্ট বা 'ডক্টর্স উইদাউট বর্ডার্স'-এর মতো সমাজসেবামূলক প্রতিষ্ঠান অন্যতম ।

প্রিয়াঙ্কা লিখেছেন, "সারা পৃথিবী জুড়ে অসংখ্য মানুষ আমাদের সাহায্য চায় । এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা স্বল্প রোজগেরে পরিবার, আশ্রয়হীন মানুষ, ডাক্তার, দরিদ্র পরিবারের শিশু এবং অবশ্যই মিউজ়িক ও এন্টারটেইনমেন্ট জগতের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে । নিক আর আমি সেই সব প্রতিষ্ঠানের দিকে হাত বাড়িয়ে দিয়েছি, বাড়ানোটা প্রয়োজন ছিল । ওরা আপনাদেরও সাহায্য চায়, তাই আমরা সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি। কোনও টাকাই মূল্যহীন নয়, এক ডলারের অনুদানও খুব গুরুত্বপূর্ণ । একসঙ্গে আমরা অনেক কিছু করতে পারি ।"

তাঁরা যে সমস্ত NGO বা উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন, সেই সব পেজগুলোর উল্লেখ করে প্রিয়াঙ্কা লিখেছেন, "এই সমস্ত প্রতিষ্ঠান COVID 19 আক্রান্তদের জন্য দারুণ কাজ করছে । তারা যা করছে, সেই সবকিছুর জন্য একটা বড় ধন্যবাদ প্রাপ্য ।"

এছাড়াও আর কোন কোন প্রতিষ্ঠান কোরোনা মোকাবিলায় দিনরাত কাজ করে চলেছে, সেই সব প্রতিষ্ঠানের নাম মেনশন করেছেন প্রিয়াঙ্কা তাঁর সোশাল মিডিয়ায় । সবাইকে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন তাঁরা বারবার ।

শুধু ভারত নয়, প্রিয়াঙ্কা বিশ্বজুড়ে সমস্ত কোরোনা আক্রান্ত ও কোরোনার কারণে হওয়া লকডাউনে প্রভাবিত মানুষগুলোর কথা ভেবেছেন । UNESCO-র গুডউইল অ্যাম্বাসডর প্রিয়াঙ্কার এই উদ্য়োগে তারিফ নেটিজেনদের ।

নিউ ইয়র্ক : বিশ্বজুড়ে অসংখ্য সেলেব্রিটিদের মতো এবার প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসও অর্থসাহায্য করে দিনমজুরদের পাশে দাঁড়ালেন । শুধু ভারতের PM কেয়ার্স নয়, বিশ্বজুড়ে একাধিক NGO-কে অনুদান দিলেন তারকা দম্পতি । তার মধ্যে UNICEF-এর 'নো কিড হাঙ্গরি' প্রোজেক্ট বা 'ডক্টর্স উইদাউট বর্ডার্স'-এর মতো সমাজসেবামূলক প্রতিষ্ঠান অন্যতম ।

প্রিয়াঙ্কা লিখেছেন, "সারা পৃথিবী জুড়ে অসংখ্য মানুষ আমাদের সাহায্য চায় । এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা স্বল্প রোজগেরে পরিবার, আশ্রয়হীন মানুষ, ডাক্তার, দরিদ্র পরিবারের শিশু এবং অবশ্যই মিউজ়িক ও এন্টারটেইনমেন্ট জগতের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে । নিক আর আমি সেই সব প্রতিষ্ঠানের দিকে হাত বাড়িয়ে দিয়েছি, বাড়ানোটা প্রয়োজন ছিল । ওরা আপনাদেরও সাহায্য চায়, তাই আমরা সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি। কোনও টাকাই মূল্যহীন নয়, এক ডলারের অনুদানও খুব গুরুত্বপূর্ণ । একসঙ্গে আমরা অনেক কিছু করতে পারি ।"

তাঁরা যে সমস্ত NGO বা উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন, সেই সব পেজগুলোর উল্লেখ করে প্রিয়াঙ্কা লিখেছেন, "এই সমস্ত প্রতিষ্ঠান COVID 19 আক্রান্তদের জন্য দারুণ কাজ করছে । তারা যা করছে, সেই সবকিছুর জন্য একটা বড় ধন্যবাদ প্রাপ্য ।"

এছাড়াও আর কোন কোন প্রতিষ্ঠান কোরোনা মোকাবিলায় দিনরাত কাজ করে চলেছে, সেই সব প্রতিষ্ঠানের নাম মেনশন করেছেন প্রিয়াঙ্কা তাঁর সোশাল মিডিয়ায় । সবাইকে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন তাঁরা বারবার ।

শুধু ভারত নয়, প্রিয়াঙ্কা বিশ্বজুড়ে সমস্ত কোরোনা আক্রান্ত ও কোরোনার কারণে হওয়া লকডাউনে প্রভাবিত মানুষগুলোর কথা ভেবেছেন । UNESCO-র গুডউইল অ্যাম্বাসডর প্রিয়াঙ্কার এই উদ্য়োগে তারিফ নেটিজেনদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.