ETV Bharat / sitara

প্রেগনেন্ট অবস্থাতেও শুটিং শুরু করলেন অনুষ্কা - অনুষ্কা শর্মার খবর

কোরোনা আবহের মধ্যেও শুটিং শুরু করলেন অনুষ্কা শর্মা । সে তো অনেকেই ফিরছেন, এ নতুন কী ? নতুন হল যে, প্রেগনেন্ট অবস্থায় ঝুঁকি নিয়েই কাজে ফিরলেন অভিনেত্রী । কাজের প্রতি নিষ্ঠা থাকলে যা হয় আর কী !

Anushka sharma resumes work
Anushka sharma resumes work
author img

By

Published : Nov 22, 2020, 5:29 PM IST

মুম্বই : কোরোনাকে বুড়ো আঙুল দেখিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে পুরো বিশ্ব । যাবতীয় সতর্কবিধি মেনে সব সেক্টরে শুরু হয়েছে কাজ । পুরোদমে শুটিংও শুরু হয়েছে হলি-বলি-টলিতে । আর প্রেগনেন্ট অবস্থাতেই কাজে ফিরলেন অনুষ্কা শর্মা ।

IPL-এর সময়টা স্বামী বিরাট কোহলির সঙ্গে দুবাইতে ছিলেন অনুষ্কা । প্রেগনেন্সির সেলিব্রেশন থেকে কোহলির জন্মদিন, সবটাই RCB দলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী । IPL শেষ হতে সেখান থেকেই অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছেন বিরাট । আর দেশে ফিরেছেন অনুষ্কা ।

দেশে ফিরেই সোজা শুটিং ফ্লোরে অভিনেত্রী । সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টে অনুষ্কাকে ভ্যানিটি ভ্যান থেকে নামতে দেখা গেছে । তাঁর মুখে মাস্ক, পরনে গাঢ় সবুজ গাউন ।

অনুষ্কা নিজেও তাঁর ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন একটি ছবি । সেখানে তাঁকে মেকআপ করতে দেখা গেছে । ক্যাপশনে ছোট্ট করে একটা 'হাই' লিখেছেন অনুষ্কা, কাজে ফিরে যে তিনি বেশ খোশমেজাজে আছেন সেটা বুঝিয়ে দিয়েছেন ।

Anushka sharma resumes work
সৌজন্যে অনুষ্কার ইনস্টাস্টোরি..

2018 সালে 'জ়িরো' ছবিতে শেষ দেখা যায় অনুষ্কাকে । ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে । তারপর অভিনয়ের বদলে প্রযোজনাতেই বেশি মন দেন অভিনেত্রী । তাঁর প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত সিরিজ় 'পাতাল লোক' ও ফিল্ম 'বুলবুল' খুব জনপ্রিয় হয় দর্শক ও সমালোচকদের মধ্যে ।

মুম্বই : কোরোনাকে বুড়ো আঙুল দেখিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে পুরো বিশ্ব । যাবতীয় সতর্কবিধি মেনে সব সেক্টরে শুরু হয়েছে কাজ । পুরোদমে শুটিংও শুরু হয়েছে হলি-বলি-টলিতে । আর প্রেগনেন্ট অবস্থাতেই কাজে ফিরলেন অনুষ্কা শর্মা ।

IPL-এর সময়টা স্বামী বিরাট কোহলির সঙ্গে দুবাইতে ছিলেন অনুষ্কা । প্রেগনেন্সির সেলিব্রেশন থেকে কোহলির জন্মদিন, সবটাই RCB দলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী । IPL শেষ হতে সেখান থেকেই অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছেন বিরাট । আর দেশে ফিরেছেন অনুষ্কা ।

দেশে ফিরেই সোজা শুটিং ফ্লোরে অভিনেত্রী । সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টে অনুষ্কাকে ভ্যানিটি ভ্যান থেকে নামতে দেখা গেছে । তাঁর মুখে মাস্ক, পরনে গাঢ় সবুজ গাউন ।

অনুষ্কা নিজেও তাঁর ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন একটি ছবি । সেখানে তাঁকে মেকআপ করতে দেখা গেছে । ক্যাপশনে ছোট্ট করে একটা 'হাই' লিখেছেন অনুষ্কা, কাজে ফিরে যে তিনি বেশ খোশমেজাজে আছেন সেটা বুঝিয়ে দিয়েছেন ।

Anushka sharma resumes work
সৌজন্যে অনুষ্কার ইনস্টাস্টোরি..

2018 সালে 'জ়িরো' ছবিতে শেষ দেখা যায় অনুষ্কাকে । ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে । তারপর অভিনয়ের বদলে প্রযোজনাতেই বেশি মন দেন অভিনেত্রী । তাঁর প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত সিরিজ় 'পাতাল লোক' ও ফিল্ম 'বুলবুল' খুব জনপ্রিয় হয় দর্শক ও সমালোচকদের মধ্যে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.