ETV Bharat / sitara

দীপিকার সঙ্গে কাজে নারাজ ? - প্রভাসের খবর

দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাজ করতে নারাজ প্রভাস ? শোনা যাচ্ছে, 'মহাভারত'-এ দুর্যোধনের চরিত্র করতে রাজি হননি এই দক্ষিণী সুপারস্টার ।

Deepika padukone with prabhash
Deepika padukone with prabhash
author img

By

Published : Jun 23, 2020, 7:13 PM IST

মুম্বই : দীপিকা পাড়ুকোন বলিউডের এ লিস্টার অভিনেত্রী হতে পারেন, তবে প্রভাসও কম যান না । তাঁকে প্রস্তাব করা চরিত্র যদি গুরুত্বপূর্ণ না মনে হয়, তাহলে সেই প্রস্তাব ফিরিয়ে দিতে দ্বিতীয়বার ভাবেন না অভিনেতা । প্রয়োজনে দীপিকার সঙ্গে কাজ করার সুযোগও হারাতে পারেন তিনি ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর যে, 'মহাভারত'-এ দুর্যোধনের চরিত্র ফিরিয়ে দিয়েছেন প্রভাস । আর এই ছবিতেই দ্রৌপদীর চরিত্রে অভিনয় করার কথা দীপিকার । শুধু তাই নয়, ছবিটি দীপিকার প্রযোজনা করার কথাও হয়েছে ।

এমনও শোনা গেছে যে, এই ছবিতে কৃষ্ণের ভূমিকায় অভিনয় করছেন হৃতিক রোশন । তবে এখনও পুরো বিষয়টাই আলোচনার স্তরে । কোনও সূত্র থেকেই কনফার্মড খবর পাওয়া যায়নি ।

দ্রৌপদী চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে থ্রিলড দীপিকা । ছবির ঘোষণার সময় তিনি বলেছিলেন যে, "দ্রৌপদীর চরিত্রে অভিনয় করতে পেরে আমি ধন্য । আমার লাইফটাইমের চরিত্র এটি । মহাভারত থেকে আমারা জীবনের অনেক শিক্ষা পাই । আর তেমন একটা অধ্যায়কে পরদায় তুলে ধরা সত্যিই থ্রিলিং ।"

একটা সিরিজ়ের মতো টুকরো টুকরো অংশে মুক্তি পাওয়ার কথা ছিল 'মহাভারত'-এর । 2021 সালের দিওয়ালিতে প্রথম ভাগ মুক্তি পাওয়ার কথা শোনা গেছিল । তবে এখন কোরোনা-উত্তর সময়ে পুরোটাই অনিশ্চিত ।

মুম্বই : দীপিকা পাড়ুকোন বলিউডের এ লিস্টার অভিনেত্রী হতে পারেন, তবে প্রভাসও কম যান না । তাঁকে প্রস্তাব করা চরিত্র যদি গুরুত্বপূর্ণ না মনে হয়, তাহলে সেই প্রস্তাব ফিরিয়ে দিতে দ্বিতীয়বার ভাবেন না অভিনেতা । প্রয়োজনে দীপিকার সঙ্গে কাজ করার সুযোগও হারাতে পারেন তিনি ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর যে, 'মহাভারত'-এ দুর্যোধনের চরিত্র ফিরিয়ে দিয়েছেন প্রভাস । আর এই ছবিতেই দ্রৌপদীর চরিত্রে অভিনয় করার কথা দীপিকার । শুধু তাই নয়, ছবিটি দীপিকার প্রযোজনা করার কথাও হয়েছে ।

এমনও শোনা গেছে যে, এই ছবিতে কৃষ্ণের ভূমিকায় অভিনয় করছেন হৃতিক রোশন । তবে এখনও পুরো বিষয়টাই আলোচনার স্তরে । কোনও সূত্র থেকেই কনফার্মড খবর পাওয়া যায়নি ।

দ্রৌপদী চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে থ্রিলড দীপিকা । ছবির ঘোষণার সময় তিনি বলেছিলেন যে, "দ্রৌপদীর চরিত্রে অভিনয় করতে পেরে আমি ধন্য । আমার লাইফটাইমের চরিত্র এটি । মহাভারত থেকে আমারা জীবনের অনেক শিক্ষা পাই । আর তেমন একটা অধ্যায়কে পরদায় তুলে ধরা সত্যিই থ্রিলিং ।"

একটা সিরিজ়ের মতো টুকরো টুকরো অংশে মুক্তি পাওয়ার কথা ছিল 'মহাভারত'-এর । 2021 সালের দিওয়ালিতে প্রথম ভাগ মুক্তি পাওয়ার কথা শোনা গেছিল । তবে এখন কোরোনা-উত্তর সময়ে পুরোটাই অনিশ্চিত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.