ETV Bharat / sitara

রাজ কুন্দ্রার বিরুদ্ধে হাইকোর্টে পুনম

আর্মসপ্রাইম মিডিয়ার সঙ্গে একটি চুক্তি সই করেছিলেন পুনম । রাজ ও সৌরভ দু'জনেই যুক্ত এই সংস্থার সঙ্গে । পুনম পান্ডের যে অ্যাপ রয়েছে তার দেখভাল করত এই সংস্থা । পুনমের অভিযোগ, সেই চুক্তি শেষ হয়েছে অন্তত আট মাস আগে ।

author img

By

Published : Feb 16, 2020, 7:56 PM IST

মনব
মনব

মুম্বই : শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা ও তাঁর সহকারীদের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে মামলা দায়ের করলেন পুনম পান্ডে । তাঁর অভিযোগ, চুক্তি শেষ হওয়ার পরও পুনমের ভিডিয়ো ব্যবহার করছে রাজের সংস্থা । যদিও অভিযোগ অস্বীকার করে রাজ ও তাঁর সহকারী সৌরভ কুশওয়া জানিয়েছেন এখনও পর্যন্ত কোনও নোটিশ এসে পৌঁছায়নি তাঁদের কাছে ।

আর্মসপ্রাইম মিডিয়ার সঙ্গে একটি চুক্তি সই করেছিলেন পুনম । রাজ ও সৌরভ দু'জনেই যুক্ত এই সংস্থার সঙ্গে । পুনম পান্ডের যে অ্যাপ রয়েছে তার দেখভাল করত এই সংস্থা । পুনমের অভিযোগ, সেই চুক্তি শেষ হয়েছে অন্তত আট মাস আগে । কিন্তু, তারপরও অ্যাপ থেকে পুনমের বিভিন্ন ভিডিয়ো নিয়ে কাজ করছে এই সংস্থা । এমনকী, তার মাধ্যমে টাকাও রোজগার করছে তারা ।

এ প্রসঙ্গে পুনম বলেন, "খুব কম দিনের জন্য ওই চুক্তি করা হয়েছিল । তারপর সেই চুক্তি থেকে আমি বেরিয়ে যাই । এরপর খবরে জানতে পারি যে সংস্থার তরফে নাকি চুক্তি শেষ করে দেওয়া হয়েছে । চুক্তি যদি শেষ হয়েই যায় তাহলে গত আট মাস ধরে তারা আমার ভিডিয়ো চুরি করছে কেন । আমি এর জন্য রাজকে অনেকবার ফোন ও মেসেজ করেছি । এমনকী, আমার ভিডিয়ো চুরি রুখতে তাকে মেলও করি । তারপর থেকেই আমার কাছে একাধিক হুমকি মেসেজ আসতে শুরু করে । কেন তাকে আমার ভিডিয়ো চুরি করতে হচ্ছে সেটা জানতে চাই । তার যদি টাকার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমি তাকে কিছু সাহায্য করতে পারি ।"

অভিযোগ, সংস্থার তরফে যে ভিডিয়োগুলিতে পুনমের ব্যক্তিগত নম্বরও দেওয়া হচ্ছে । যার জন্য তাঁর কাছে একাধিক অবাঞ্ছিত ফোন আসতে শুরু করেছে বলে অভিযোগ ।

পুনমের অভিযোগ প্রসঙ্গে সৌরভ বলেন, "পুনম পান্ডের অভিযোগ ভুল ও ভিত্তিহীন । আমাদের কাছে এখনও পর্যন্ত কোর্টের কোনও নোটিশ এসে পৌঁছায়নি । যেহেতু রাজ এই সংস্থার সঙ্গে যুক্ত তাই তার কাছ থেকে বেআইনিভাবে পয়সা আদায়ের চেষ্টা করছে পুনম ।"

মুম্বই : শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা ও তাঁর সহকারীদের বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে মামলা দায়ের করলেন পুনম পান্ডে । তাঁর অভিযোগ, চুক্তি শেষ হওয়ার পরও পুনমের ভিডিয়ো ব্যবহার করছে রাজের সংস্থা । যদিও অভিযোগ অস্বীকার করে রাজ ও তাঁর সহকারী সৌরভ কুশওয়া জানিয়েছেন এখনও পর্যন্ত কোনও নোটিশ এসে পৌঁছায়নি তাঁদের কাছে ।

আর্মসপ্রাইম মিডিয়ার সঙ্গে একটি চুক্তি সই করেছিলেন পুনম । রাজ ও সৌরভ দু'জনেই যুক্ত এই সংস্থার সঙ্গে । পুনম পান্ডের যে অ্যাপ রয়েছে তার দেখভাল করত এই সংস্থা । পুনমের অভিযোগ, সেই চুক্তি শেষ হয়েছে অন্তত আট মাস আগে । কিন্তু, তারপরও অ্যাপ থেকে পুনমের বিভিন্ন ভিডিয়ো নিয়ে কাজ করছে এই সংস্থা । এমনকী, তার মাধ্যমে টাকাও রোজগার করছে তারা ।

এ প্রসঙ্গে পুনম বলেন, "খুব কম দিনের জন্য ওই চুক্তি করা হয়েছিল । তারপর সেই চুক্তি থেকে আমি বেরিয়ে যাই । এরপর খবরে জানতে পারি যে সংস্থার তরফে নাকি চুক্তি শেষ করে দেওয়া হয়েছে । চুক্তি যদি শেষ হয়েই যায় তাহলে গত আট মাস ধরে তারা আমার ভিডিয়ো চুরি করছে কেন । আমি এর জন্য রাজকে অনেকবার ফোন ও মেসেজ করেছি । এমনকী, আমার ভিডিয়ো চুরি রুখতে তাকে মেলও করি । তারপর থেকেই আমার কাছে একাধিক হুমকি মেসেজ আসতে শুরু করে । কেন তাকে আমার ভিডিয়ো চুরি করতে হচ্ছে সেটা জানতে চাই । তার যদি টাকার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমি তাকে কিছু সাহায্য করতে পারি ।"

অভিযোগ, সংস্থার তরফে যে ভিডিয়োগুলিতে পুনমের ব্যক্তিগত নম্বরও দেওয়া হচ্ছে । যার জন্য তাঁর কাছে একাধিক অবাঞ্ছিত ফোন আসতে শুরু করেছে বলে অভিযোগ ।

পুনমের অভিযোগ প্রসঙ্গে সৌরভ বলেন, "পুনম পান্ডের অভিযোগ ভুল ও ভিত্তিহীন । আমাদের কাছে এখনও পর্যন্ত কোর্টের কোনও নোটিশ এসে পৌঁছায়নি । যেহেতু রাজ এই সংস্থার সঙ্গে যুক্ত তাই তার কাছ থেকে বেআইনিভাবে পয়সা আদায়ের চেষ্টা করছে পুনম ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.