ETV Bharat / sitara

'সার্কাস'-এর শুটিংয়ের জন্য মুম্বইতে পূজা হেগড়ে - Pooja is mumbai for shooting

পূজা ও রণবীর ছাড়াও এই ছবিতে রয়েছেন সিদ্ধার্থ জাভেদ, জনি লিভার, সঞ্জয় মিশ্র, ব্রজেশ হিরজি, বিজয় পাটকর, সুলভা আর্য, মুকেশ তিওয়ারি, অনিল চরণজিৎ ও অশ্বিনী কালসেকরের মতো অভিনেতারা ।

hlhk
mbv
author img

By

Published : Jan 29, 2021, 7:18 AM IST

মুম্বই : আপকামিং ছবি 'সার্কাস'-এর শুটিংয়ের জন্য এই মুহূর্তে মুম্বইতে রয়েছেন পূজা হেগড়ে । বাড়ি থেকেই শুটিং স্পটে যাতায়াত করছেন তিনি । ছবিটি পরিচালনা করছেন রোহিত শেট্টি ।

কয়েকদিন আগেই 'রাধেশ্যাম'-এর শুটিং শেষ করেছিলেন পূজা । সেখানে প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । এরপরই পরবর্তী ছবি 'সার্কাস'-এর শুটিংয়ের জন্য মুম্বইতে পৌঁছান তিনি । কাজের জন্য বাড়িতে থাকার খুব একটা সময় পান না । তাই মুম্বইতে এই ছবির শুটিং হওয়ায় আপাতত বাড়িতেই রয়েছেন । আর সেখান থেকেই শুটিং স্পটে যাতায়াত করছেন তিনি ।

'সার্কাস' একটি কমেডি ছবি । সঞ্জীব কুমার, মৌসুমি চ্যাটার্জি ও দেবেন বর্মা অভিনীত 'আঙ্গুর' মুক্তি পেয়েছিল 1982 সালে । শোনা গিয়েছিল, ওই ছবির রিমেক 'সার্কাস'। যদিও সেকথা একেবারেই সঠিক নয় বলে জানিয়েছেন পরিচালক ।

এই ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং । এছাড়াও ছবিতে দেখা যাবে সিদ্ধার্থ জাভেদ, জনি লিভার, সঞ্জয় মিশ্র, ব্রজেশ হিরজি, বিজয় পাটকর, সুলভা আর্য, মুকেশ তিওয়ারি, অনিল চরণজিৎ ও অশ্বিনী কালসেকরকে ।

এছাড়াও এই মুহূর্তে দুটি ছবি রয়েছে পূজার হাতে । সলমান খানের সঙ্গে 'কাভি ইদ কাভি দিওয়ালি' ও অখিল আক্কিনেনির সঙ্গে 'মোস্ট এলিজেবল ব্যাচেলর '-এ দেখা যাবে তাঁকে ।

মুম্বই : আপকামিং ছবি 'সার্কাস'-এর শুটিংয়ের জন্য এই মুহূর্তে মুম্বইতে রয়েছেন পূজা হেগড়ে । বাড়ি থেকেই শুটিং স্পটে যাতায়াত করছেন তিনি । ছবিটি পরিচালনা করছেন রোহিত শেট্টি ।

কয়েকদিন আগেই 'রাধেশ্যাম'-এর শুটিং শেষ করেছিলেন পূজা । সেখানে প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । এরপরই পরবর্তী ছবি 'সার্কাস'-এর শুটিংয়ের জন্য মুম্বইতে পৌঁছান তিনি । কাজের জন্য বাড়িতে থাকার খুব একটা সময় পান না । তাই মুম্বইতে এই ছবির শুটিং হওয়ায় আপাতত বাড়িতেই রয়েছেন । আর সেখান থেকেই শুটিং স্পটে যাতায়াত করছেন তিনি ।

'সার্কাস' একটি কমেডি ছবি । সঞ্জীব কুমার, মৌসুমি চ্যাটার্জি ও দেবেন বর্মা অভিনীত 'আঙ্গুর' মুক্তি পেয়েছিল 1982 সালে । শোনা গিয়েছিল, ওই ছবির রিমেক 'সার্কাস'। যদিও সেকথা একেবারেই সঠিক নয় বলে জানিয়েছেন পরিচালক ।

এই ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং । এছাড়াও ছবিতে দেখা যাবে সিদ্ধার্থ জাভেদ, জনি লিভার, সঞ্জয় মিশ্র, ব্রজেশ হিরজি, বিজয় পাটকর, সুলভা আর্য, মুকেশ তিওয়ারি, অনিল চরণজিৎ ও অশ্বিনী কালসেকরকে ।

এছাড়াও এই মুহূর্তে দুটি ছবি রয়েছে পূজার হাতে । সলমান খানের সঙ্গে 'কাভি ইদ কাভি দিওয়ালি' ও অখিল আক্কিনেনির সঙ্গে 'মোস্ট এলিজেবল ব্যাচেলর '-এ দেখা যাবে তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.