ETV Bharat / sitara

"ওরাও মানুষ, ওদেরও দুঃখ হয়", পুরুষদের অধিকার নিয়েও সওয়াল পূজার

মহিলাদের পাশপাশি এবার পুরুষদের অধিকার নিয়েও সরব হলেন পূজা বেদি । তাঁর মতে, শুধু মহিলারাই নন । পুরুষরাও মানুষ । তাঁদেরও দুঃখ হয় । তাঁরাও কাঁদেন । তাই তাঁদেরও সমানাধিকার থাকা উচিত ।

author img

By

Published : Dec 10, 2020, 5:48 PM IST

sdf
sdf

মুম্বই : শুধু মহিলারাই নন । পুরুষরাও মানুষ । তাঁদেরও দুঃখ হয় । তাঁরাও কাঁদেন । তাঁদেরও সমানাধিকার থাকা উচিত । আর এভাবেই মহিলাদের অধিকার নিয়ে লড়াই করার পাশপাশি এবার পুরুষদের অধিকার নিয়েও সরব হলেন পূজা বেদি ।

ঘটনার সূত্রপাত একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে । একটি অনলাইন স্ট্রিমিং অ্যাপের বিজ্ঞাপনে সঞ্জনা সাঙ্ঘিকে তাঁর পুরুষ সহ অভিনেতার গালে চড় কষাতে দেখা গিয়েছে । তবে একবার নয় । গুনে গুনে আটটি চড় কষান তিনি । আসলে বিজ্ঞাপনে তাঁদের দু'জনকে জুটি হিসেবে দেখানো হয়েছে । আর টিভিতে কোন সিনেমা দেখবেন সেটা বুঝতে পারছিলেন না । তাই খেলার ছলে সঞ্জনা তাঁর পুরুষ সহ অভিনেতাকে চড় কষান । ততক্ষণ মেরে যান যতক্ষণ না তিনি সঞ্জনাকে থামতে বলেন । আর সেই বিজ্ঞাপন দেখেই ক্ষোভে ফেটে পড়েছেন পূজা ।

টুইটারে পুরুষদের সমানাধিকার নিয়ে সরব হয়েছেন তিনি । লেখেন, "সবাই জানেন যে আমি মহিলাদের অধিকার নিয়ে কথা বলি । আর এবার তাঁরা আমাকে পুরুষদের অধিকার নিয়ে সরব হতে দেখবেন ! আসলে আমি আমি লিঙ্গ বৈষম্যে বিশ্বাস করি না । অতীতে কোনও মহিলা যদি পুরুষদের হেনস্থার শিকার হয়ে থাকেন তাহলে বর্তমানে পুরুষদের হেনস্থা করার কোনও অধিকার নেই মহিলাদের ।"

আরও একটি টুইটে তিনি লেখেন, "দুটো ভুল জিনিস কখনওই সঠিক হতে পারে না । গার্হস্থ্য হিংসার হাত থেকে আমাদের মহিলা ও পুরুষ দু'জনকেই বাঁচানো দরকার । একটা উন্নত সমাজ তৈরি করার জন্য দু'জনেরই সমানাধিকার ও সমান সুযোগ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ । পুরুষরাও মানুষ । তাদেরও দুঃখ হয় । তারাও কাঁদে । তাদের অধিকারও সমানভাবে গুরুত্বপূর্ণ ।"

কাজের দিক থেকে 'মাসাবা মাসাবা' সিরিজ়ে একজন থেরাপিস্টের চরিত্রে দেখা গিয়েছিল পূজাকে । এছাড়াও তাঁকে দেখা যাবে জ়ি5-এর 'কমেডি কাপল' ছবিতে । সেখানে সকিব সালিম ও শ্বেতা বসু প্রসাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি ।

মুম্বই : শুধু মহিলারাই নন । পুরুষরাও মানুষ । তাঁদেরও দুঃখ হয় । তাঁরাও কাঁদেন । তাঁদেরও সমানাধিকার থাকা উচিত । আর এভাবেই মহিলাদের অধিকার নিয়ে লড়াই করার পাশপাশি এবার পুরুষদের অধিকার নিয়েও সরব হলেন পূজা বেদি ।

ঘটনার সূত্রপাত একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে । একটি অনলাইন স্ট্রিমিং অ্যাপের বিজ্ঞাপনে সঞ্জনা সাঙ্ঘিকে তাঁর পুরুষ সহ অভিনেতার গালে চড় কষাতে দেখা গিয়েছে । তবে একবার নয় । গুনে গুনে আটটি চড় কষান তিনি । আসলে বিজ্ঞাপনে তাঁদের দু'জনকে জুটি হিসেবে দেখানো হয়েছে । আর টিভিতে কোন সিনেমা দেখবেন সেটা বুঝতে পারছিলেন না । তাই খেলার ছলে সঞ্জনা তাঁর পুরুষ সহ অভিনেতাকে চড় কষান । ততক্ষণ মেরে যান যতক্ষণ না তিনি সঞ্জনাকে থামতে বলেন । আর সেই বিজ্ঞাপন দেখেই ক্ষোভে ফেটে পড়েছেন পূজা ।

টুইটারে পুরুষদের সমানাধিকার নিয়ে সরব হয়েছেন তিনি । লেখেন, "সবাই জানেন যে আমি মহিলাদের অধিকার নিয়ে কথা বলি । আর এবার তাঁরা আমাকে পুরুষদের অধিকার নিয়ে সরব হতে দেখবেন ! আসলে আমি আমি লিঙ্গ বৈষম্যে বিশ্বাস করি না । অতীতে কোনও মহিলা যদি পুরুষদের হেনস্থার শিকার হয়ে থাকেন তাহলে বর্তমানে পুরুষদের হেনস্থা করার কোনও অধিকার নেই মহিলাদের ।"

আরও একটি টুইটে তিনি লেখেন, "দুটো ভুল জিনিস কখনওই সঠিক হতে পারে না । গার্হস্থ্য হিংসার হাত থেকে আমাদের মহিলা ও পুরুষ দু'জনকেই বাঁচানো দরকার । একটা উন্নত সমাজ তৈরি করার জন্য দু'জনেরই সমানাধিকার ও সমান সুযোগ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ । পুরুষরাও মানুষ । তাদেরও দুঃখ হয় । তারাও কাঁদে । তাদের অধিকারও সমানভাবে গুরুত্বপূর্ণ ।"

কাজের দিক থেকে 'মাসাবা মাসাবা' সিরিজ়ে একজন থেরাপিস্টের চরিত্রে দেখা গিয়েছিল পূজাকে । এছাড়াও তাঁকে দেখা যাবে জ়ি5-এর 'কমেডি কাপল' ছবিতে । সেখানে সকিব সালিম ও শ্বেতা বসু প্রসাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.