ETV Bharat / sitara

এবার সিক্রেট এজেন্টের চরিত্রে পরিণীতি - Parineeti in Ribhu next action thriller

রিভু দাশগুপ্তের পরবর্তী অ্যাকশন থ্রিলারে দেখা যাবে পরিণীতি চোপড়াকে । ছবির নাম অবশ্য এখনও ঠিক হয়নি । তবে সেখানে একজন সিক্রেট এজেন্টের চরিত্রে অভিনয় করবেন পরিণীতি ।

sdf
sdf
author img

By

Published : Dec 28, 2020, 7:10 AM IST

মুম্বই : পরিচালক রিভু দাশগুপ্তর পরবর্তী ছবিতে একজন সিক্রেট এজেন্টের চরিত্রে অভিনয় করবেন পরিণীতি চোপড়া । একটি গোপন অভিযানের সঙ্গে যুক্ত থাকবেন তিনি । তবে এই ছবি ভারত-পাকিস্তানের ব্যাকড্রপে তৈরি করা হবে না বলেই পরিচালকের ঘনিষ্ঠদের তরফে জানানো হয়েছে ।

পরিণীতি ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রজিত কাপুর, কে কে মেনন, দিব্যেন্দু ভট্টাচার্য, হার্ডি সান্ধু সহ আরও অনেককে । সব ঠিক থাকলে 2021-এর মার্চে শুরু হবে শুটিং । ছবিটি প্রযোজনা করবে রিলায়েন্স এন্টারটেনমেন্ট । একজন সিক্রেট এজেন্টের ব্যক্তিগত জীবন ও তার প্রতিশোধের গল্প তুলে ধরা হবে ছবিতে । আর সেই এজেন্টের চরিত্রেই অভিনয় করবেন পরিণীতি ।

এটাই প্রথমবার নয় । এর আগেও রিভুর সঙ্গে কাজ করেছেন পরিণীতি । পরিচালকের 'দা গার্ল অন দা ট্রেন'-এর হিন্দি রিমেকেও কাজ করেছেন তিনি । ব্রিটেনে ছবির শুটিং করা হয়েছিল । এই ছবিতে পরিণীতির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অদিতি রাও হায়দারি, কীর্তি কুলহারি ও অবিনাশ তিওয়ারি । মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি ।

এছাড়াও দিবাকর ব্যানার্জির 'সন্দীপ অউর পিঙ্কি ফারার'-ও রয়েছে পরিণীতির হাতে । 2020-র মার্চে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল । কিন্তু, কোরোনার জেরে পিছিয়ে গিয়েছে ছবির মুক্তি । তবে ছবি মুক্তির নতুন তারিখ এখনও জানাননি নির্মাতারা । এর পাশাপাশি সাইনা নেহয়ালের বায়োপিকেও দেখা যাবে তাঁকে ।

মুম্বই : পরিচালক রিভু দাশগুপ্তর পরবর্তী ছবিতে একজন সিক্রেট এজেন্টের চরিত্রে অভিনয় করবেন পরিণীতি চোপড়া । একটি গোপন অভিযানের সঙ্গে যুক্ত থাকবেন তিনি । তবে এই ছবি ভারত-পাকিস্তানের ব্যাকড্রপে তৈরি করা হবে না বলেই পরিচালকের ঘনিষ্ঠদের তরফে জানানো হয়েছে ।

পরিণীতি ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রজিত কাপুর, কে কে মেনন, দিব্যেন্দু ভট্টাচার্য, হার্ডি সান্ধু সহ আরও অনেককে । সব ঠিক থাকলে 2021-এর মার্চে শুরু হবে শুটিং । ছবিটি প্রযোজনা করবে রিলায়েন্স এন্টারটেনমেন্ট । একজন সিক্রেট এজেন্টের ব্যক্তিগত জীবন ও তার প্রতিশোধের গল্প তুলে ধরা হবে ছবিতে । আর সেই এজেন্টের চরিত্রেই অভিনয় করবেন পরিণীতি ।

এটাই প্রথমবার নয় । এর আগেও রিভুর সঙ্গে কাজ করেছেন পরিণীতি । পরিচালকের 'দা গার্ল অন দা ট্রেন'-এর হিন্দি রিমেকেও কাজ করেছেন তিনি । ব্রিটেনে ছবির শুটিং করা হয়েছিল । এই ছবিতে পরিণীতির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অদিতি রাও হায়দারি, কীর্তি কুলহারি ও অবিনাশ তিওয়ারি । মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি ।

এছাড়াও দিবাকর ব্যানার্জির 'সন্দীপ অউর পিঙ্কি ফারার'-ও রয়েছে পরিণীতির হাতে । 2020-র মার্চে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল । কিন্তু, কোরোনার জেরে পিছিয়ে গিয়েছে ছবির মুক্তি । তবে ছবি মুক্তির নতুন তারিখ এখনও জানাননি নির্মাতারা । এর পাশাপাশি সাইনা নেহয়ালের বায়োপিকেও দেখা যাবে তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.