ETV Bharat / sitara

পরবর্তী ভেকেশন সুন্দরবনে, জানিয়ে দিলেন পঙ্কজ - পঙ্কজ ত্রিপাঠীর খবর

পরবর্তী ভেকেশনে সুন্দরবন আসবেন, জানিয়ে দিলেন পঙ্কজ ত্রিপাঠী ।

Pankaj tripathi sundarban
Pankaj tripathi sundarban
author img

By

Published : Feb 28, 2021, 3:46 PM IST

মুম্বই : হওয়ার কথা ছিল কৃষক, নতুন ট্রাক্টর বাড়িতে এলেই পুরোদমে শুরু হয়ে যেত কৃষির কাজকর্ম । তবে টাকার অভাবে সেই ট্রাক্টর কিনতে পারেননি পঙ্কজ ত্রিপাঠীর বাবা । কৃষক হওয়া যাঁর ভবিতব্য ছিল, তাঁর ভবিষ্যৎটা যেন হঠাৎই পালটে গেল । অভিনেতা হয়ে উঠলেন পঙ্কজ ।

এক সময়ে জমিজমার কাজ করেছেন তিনি । গ্রামে গেলে আজও মাঠে নেমে পড়েন পঙ্কজ । তারকা হয়ে গেলেও, পা মাটিতে রেখেই চলেন অভিনেতা । সারা দেশের প্রান্তিক এলাকাগুলো আজও তাঁকে ডাকে । তাই ফাঁক পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন পঙ্কজ ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পঙ্কজকে তাঁর পরবর্তী ডেস্টিনেশন সম্পর্কে জানতে চাওয়া হয় । তিনি এক কথায় বলে ওঠেন, 'আমি এরপরে সুন্দরবন যাব । ওটা অনেকদিন ধরে আমার লিস্টে আছে । খুব তাড়াতাড়ি ওই প্ল্যানটা করতে হবে ।'

Pankaj tripathi sundarban
স্ত্রী মৃদুলার সঙ্গে গ্রামের বাড়িতে

এমনভাবেই অচেনা জায়গা এক্সপ্লোর করতে চান পঙ্কজ । বেশি লোকজন থাকবে না, নির্জন পরিবেশে স্ত্রী আর মেয়েকে নিয়ে কয়েকটা দিন কাটাতে চান তিনি । নিজের দেশকে আরও ভালো করে জানতে চান । সুন্দরবনের থেকে উপযুক্ত জায়গা আর কী হতে পারে !

মুম্বই : হওয়ার কথা ছিল কৃষক, নতুন ট্রাক্টর বাড়িতে এলেই পুরোদমে শুরু হয়ে যেত কৃষির কাজকর্ম । তবে টাকার অভাবে সেই ট্রাক্টর কিনতে পারেননি পঙ্কজ ত্রিপাঠীর বাবা । কৃষক হওয়া যাঁর ভবিতব্য ছিল, তাঁর ভবিষ্যৎটা যেন হঠাৎই পালটে গেল । অভিনেতা হয়ে উঠলেন পঙ্কজ ।

এক সময়ে জমিজমার কাজ করেছেন তিনি । গ্রামে গেলে আজও মাঠে নেমে পড়েন পঙ্কজ । তারকা হয়ে গেলেও, পা মাটিতে রেখেই চলেন অভিনেতা । সারা দেশের প্রান্তিক এলাকাগুলো আজও তাঁকে ডাকে । তাই ফাঁক পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন পঙ্কজ ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পঙ্কজকে তাঁর পরবর্তী ডেস্টিনেশন সম্পর্কে জানতে চাওয়া হয় । তিনি এক কথায় বলে ওঠেন, 'আমি এরপরে সুন্দরবন যাব । ওটা অনেকদিন ধরে আমার লিস্টে আছে । খুব তাড়াতাড়ি ওই প্ল্যানটা করতে হবে ।'

Pankaj tripathi sundarban
স্ত্রী মৃদুলার সঙ্গে গ্রামের বাড়িতে

এমনভাবেই অচেনা জায়গা এক্সপ্লোর করতে চান পঙ্কজ । বেশি লোকজন থাকবে না, নির্জন পরিবেশে স্ত্রী আর মেয়েকে নিয়ে কয়েকটা দিন কাটাতে চান তিনি । নিজের দেশকে আরও ভালো করে জানতে চান । সুন্দরবনের থেকে উপযুক্ত জায়গা আর কী হতে পারে !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.