ETV Bharat / sitara

শকড পঙ্কজ ! - পঙ্কজ ত্রিপাঠীর খবর

পঙ্কজ ত্রিপাঠী শকড । পরদায় যাঁকে সবসময় কুল অবতারে দেখা যায়, তিনিই আজ শকড । ব্যাপারটা কী ?

pankaj tripathi latest news
pankaj tripathi latest news
author img

By

Published : Oct 14, 2020, 1:38 PM IST

মুম্বই : দীর্ঘ দুই বছর অপেক্ষার পর মুক্তি পাচ্ছে 'মির্জ়াপুর 2' । সেই নিয়ে ফ্যানেদের উচ্ছ্বাসের শেষ নেই । তবে শুধু এই দেশে নয়, UK-তেও এই ওয়েব সিরিজ়ের এক বিশাল ফ্যানবেস রয়েছে । জানতে পেরে শকড পঙ্কজ ত্রিপাঠী ।

IANS-কে অভিনেতা বলেন, "আমি '83'-এর জন্য UK-তে শুটিং করছি । শুট চলাকালীন ভিড় দেখে ভেবেছিলাম যে, ভারতীয় ফিল্মের শুটিং দেখে লোক জমেছে ।"

কিন্তু, সেটা যে নয় একটু পরেই বুঝলেন 'কালীন ভাইয়া' । পঙ্কজ বললেন, "শুটিং শেষে যখন ওদের সঙ্গে দেখা করলাম, ওরা জানতে চাইল,'কালীন ভাইয়া, আবার আপনাকে কবে পরদায় দেখব ?' । আমি তো শুনে শকড ।"

'মির্জ়াপুর'-এর জনপ্রিয়তা যে দেশে গণ্ডি ছাড়িয়েছে ভাবতেই পারেননি ত্রিপাঠী সাহেব । তবে সিরিজ়ের যা কনটেন্ট, যা অভিনয় বা সংলাপ, তাতে দর্শকের থেকে এমন প্রতিক্রিয়া পাওয়া খুব একটা আশ্চর্যের নয় ।

pankaj tripathi latest news
ছবি সৌজন্যে সোশাল মিডিয়া

আগামী 23 অক্টোবর অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে 'মির্জ়াপুর 2' ।

মুম্বই : দীর্ঘ দুই বছর অপেক্ষার পর মুক্তি পাচ্ছে 'মির্জ়াপুর 2' । সেই নিয়ে ফ্যানেদের উচ্ছ্বাসের শেষ নেই । তবে শুধু এই দেশে নয়, UK-তেও এই ওয়েব সিরিজ়ের এক বিশাল ফ্যানবেস রয়েছে । জানতে পেরে শকড পঙ্কজ ত্রিপাঠী ।

IANS-কে অভিনেতা বলেন, "আমি '83'-এর জন্য UK-তে শুটিং করছি । শুট চলাকালীন ভিড় দেখে ভেবেছিলাম যে, ভারতীয় ফিল্মের শুটিং দেখে লোক জমেছে ।"

কিন্তু, সেটা যে নয় একটু পরেই বুঝলেন 'কালীন ভাইয়া' । পঙ্কজ বললেন, "শুটিং শেষে যখন ওদের সঙ্গে দেখা করলাম, ওরা জানতে চাইল,'কালীন ভাইয়া, আবার আপনাকে কবে পরদায় দেখব ?' । আমি তো শুনে শকড ।"

'মির্জ়াপুর'-এর জনপ্রিয়তা যে দেশে গণ্ডি ছাড়িয়েছে ভাবতেই পারেননি ত্রিপাঠী সাহেব । তবে সিরিজ়ের যা কনটেন্ট, যা অভিনয় বা সংলাপ, তাতে দর্শকের থেকে এমন প্রতিক্রিয়া পাওয়া খুব একটা আশ্চর্যের নয় ।

pankaj tripathi latest news
ছবি সৌজন্যে সোশাল মিডিয়া

আগামী 23 অক্টোবর অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে 'মির্জ়াপুর 2' ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.