ETV Bharat / sitara

দক্ষিণী অ্যাডাল্ট সুপারস্টারের ভূমিকায় পঙ্কজ - পঙ্কজ ত্রিপাঠীর খবর

পঙ্কজ ত্রিপাঠীর ঝুলিতে ফের একটা নতুন চরিত্র । এবার তাঁকে দেখা যাবে এক দক্ষিণী সুপারস্টারের চরিত্রে । ছবির নাম 'শকিলা' ।

pankaj tripathi in shakeela
pankaj tripathi in shakeela
author img

By

Published : Dec 8, 2020, 9:22 AM IST

মুম্বই : ইন্ডাস্ট্রিতে হিরোর নতুন সংজ্ঞা তৈরি করেছেন পঙ্কজ ত্রিপাঠী । কোনও ছবির হিরো হতে গেলে এখন আর মাথা ভরতি চুল, শরীর ভরতি মাসল বা যৌবনে টগবগ করার প্রয়োজন হয় না । অভিনয়টাই আসল.. প্রমাণ করেছেন পঙ্কজ । তাই আজ তাঁর ঝুলিতে ভিন্ন স্বাদের চরিত্র এবং বেশিরভাগই প্রধান ।

'শকিলা' ছবিতে এক দক্ষিণী অ্যাডাল্ট সুপারস্টারের চরিত্রে অভিনয় করবেন পঙ্কজ । মুক্তি পেল ছবির প্রথম পোস্টার । দক্ষিণের তারকাদের মতোই বর্ণময় হয়ে উঠলেন পঙ্কজ । তাঁকে দেখে প্রকৃত অর্থেই 'লার্জার দ্যান ইমেজ' মনে হচ্ছে ।

এই প্রসঙ্গে পঙ্কজ বললেন, "এই ক্রিসমাসে থিয়েটারে মুক্তি পাবে 'শকিলা' । অসম্ভব প্রতিভাশালী অভিনেত্রী ও বন্ধু রিচা চড্ডার সঙ্গে এই ছবিতে অভিনয় করেছি আমি । আমার ক্যারিয়ারে এই প্রথম কোনও অভিনেতার চরিত্রে অভিনয় করছি । সব মিলিয়ে আমি খুব খুশি ।"

'শকিলা' আসলে একটি বায়োপিক । দক্ষিণ ভারতের অ্যাডাল্ট স্টার শকিলার জীবন অবলম্বনে তৈরি ছবিটি । আর রিচা চড্ডা তার শিক্ষকের ভূমিকায় অভিনয় করছেন । এই ক্রিসমাসেই সিনেমা হলে মুক্তি পাবে 'শকিলা' ।

মুম্বই : ইন্ডাস্ট্রিতে হিরোর নতুন সংজ্ঞা তৈরি করেছেন পঙ্কজ ত্রিপাঠী । কোনও ছবির হিরো হতে গেলে এখন আর মাথা ভরতি চুল, শরীর ভরতি মাসল বা যৌবনে টগবগ করার প্রয়োজন হয় না । অভিনয়টাই আসল.. প্রমাণ করেছেন পঙ্কজ । তাই আজ তাঁর ঝুলিতে ভিন্ন স্বাদের চরিত্র এবং বেশিরভাগই প্রধান ।

'শকিলা' ছবিতে এক দক্ষিণী অ্যাডাল্ট সুপারস্টারের চরিত্রে অভিনয় করবেন পঙ্কজ । মুক্তি পেল ছবির প্রথম পোস্টার । দক্ষিণের তারকাদের মতোই বর্ণময় হয়ে উঠলেন পঙ্কজ । তাঁকে দেখে প্রকৃত অর্থেই 'লার্জার দ্যান ইমেজ' মনে হচ্ছে ।

এই প্রসঙ্গে পঙ্কজ বললেন, "এই ক্রিসমাসে থিয়েটারে মুক্তি পাবে 'শকিলা' । অসম্ভব প্রতিভাশালী অভিনেত্রী ও বন্ধু রিচা চড্ডার সঙ্গে এই ছবিতে অভিনয় করেছি আমি । আমার ক্যারিয়ারে এই প্রথম কোনও অভিনেতার চরিত্রে অভিনয় করছি । সব মিলিয়ে আমি খুব খুশি ।"

'শকিলা' আসলে একটি বায়োপিক । দক্ষিণ ভারতের অ্যাডাল্ট স্টার শকিলার জীবন অবলম্বনে তৈরি ছবিটি । আর রিচা চড্ডা তার শিক্ষকের ভূমিকায় অভিনয় করছেন । এই ক্রিসমাসেই সিনেমা হলে মুক্তি পাবে 'শকিলা' ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.