মুম্বই : একটা প্রবাদ প্রচলিত আছে বাংলায়, সবুরে মেওয়া ফলে । এর জলজ্যান্ত প্রমাণ পঙ্কজ ত্রিপাঠী । পাঁচ-ছয় বছর আগেও তাঁকে নিয়ে এতটা মাতামাতি হয়নি, যতটা আজ হচ্ছে । ফিল্মি দুনিয়ার মানচিত্রে একটা ঝাপসা বিন্দুর মতো ছিলেন পঙ্কজ । আর আজ তিনি নিজেই নিজের রাজ্য তৈরি করে ফেলেছেন, তৈরি করেছেন এক আলাদা পরিচিতি । পঙ্কজ ত্রিপাঠী আজ একটা ব্র্যান্ড, যিনি পরদায় থাকলে চোখ ফেরানো যায় না ।
'শকিলা' ছবিতে এক দক্ষিণী অ্যাডাল্ট সুপারস্টারের চরিত্রে অভিনয় করবেন পঙ্কজ । এটি আসলে একটি বায়োপিক । দক্ষিণ ভারতের অ্যাডাল্ট স্টার শকিলার জীবন অবলম্বনে তৈরি ছবিটি । পঙ্কজের চরিত্রটির নাম এখানে সলিম ।
অভিনেতা বললেন, "আমি সলিমের চরিত্রে অভিনয় করছি । সাদা মনের মানুষ, ঝকমকে সব জামাকাপড় পরে । সুপারস্টারডমের মধ্যে কাটে তার জীবন । তবে খুব অপ্রত্যাশিত সব হাবভাব সলিমের । অনস্ক্রিনের সঙ্গে অফস্ক্রিনেও সে একজন সুপারস্টার ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ইন্দ্রজিৎ লঙ্কেশ পরিচালিত 'শকিলা' ছবিতে পঙ্কজ ছাড়াও রয়েছেন রিচা চড্ডা । ত্রিপাঠীকে একেবারে অন্যধরনের চরিত্রে দেখার জন্য মুখিয়ে সকলে । 25 ডিসেম্বর ক্রিসমাসের দিন মুক্তি পাবে ছবিটি ।