মুম্বই : "খারাপটা না দেখলে ভালোর মর্ম বোঝা যায় না", এটাই পঙ্কজ ত্রিপাঠীর জীবনদর্শন । এই দর্শনে ভর করেই অভিনয় দুনিয়ায় এতদূর এগিয়ে এসেছেন তিনি, জায়গা করে নিয়েছেন প্রথম সারির অভিনেতাদের মধ্যে ।
নেপোটিজ়ম বা ফেবরেটিজ়িম নয়, শুধু অভিনয়ের গুণে আজ পঙ্কজ বলিউডের 'অলরাউন্ডার' হয়ে উঠেছেন । ঝলমলে কমার্শিয়াল ফিল্ম হোক বা ডার্ক ওয়েব সিরিজ়, সবকিছুতেই পারদর্শী অভিনেতা, পরিচালকদের ভরসার পাত্র ।
![pankaj tripathi on career](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9pankaj_0512newsroom_1575563871_328_2406newsroom_1592998569_1065.jpg)
পঙ্কজ বললেন, "আমি সব রকমের মানুষের সঙ্গে দিন কাটিয়েছি । প্রতারক, মদ্যপ, লেখক, বিদ্বান সবার সঙ্গে সময় কাটিয়েছি । আজ আমি যা, সেটা ওঁদেরই জন্য ।"
অল্প সময়ের জন্য জেলেও ছিলেন পঙ্কজ । বললেন, "সেই সময়টা এখনও মনে পড়ে । আমার চারপাশে সব ধরনের মানুষ ছিলেন । আর তখনই আমার মনে হয়েছিল যে, জীবনে ভালো কিছু করতেই হবে আমায় । প্রতিটা অভিজ্ঞতাই আসলে তোমায় কিছু না কিছু শেখায় ।"
![pankaj tripathi on career](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7284079-17-7284079-1590029482311_2406newsroom_1592998569_649.jpg)
এরপর 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' ও '83'-তে দেখা যাবে পঙ্কজকে । 'গুঞ্জন...' মুক্তি পাবে নেটফ্লিক্সে । তবে অজানা '83'-এর ভবিষ্যৎ ।