ETV Bharat / sitara

বিখ্যাত ওপ্রার দরবারে এবারের অতিথি প্রিয়াঙ্কা - ওপ্রাহ উইনফ্রের খবর

আমেরিকার বিখ্যাত টক শো 'সুপার সোল উইথ ওপ্রা উইনফ্রে'র এবারের অতিথি প্রিয়াঙ্কা চোপড়া জোনাস । প্রিন্স হ্যারি ও মেগান মার্কলের সাড়া ফেলা সাক্ষাৎকারের পর এবার ওপ্রার হটসিটে প্রিয়াঙ্কা ।

Priyanka Chopra Jonas in oprah winfrey
Priyanka Chopra Jonas in oprah winfrey
author img

By

Published : Mar 12, 2021, 7:28 PM IST

ওয়াশিংটন, 12 মার্চ : ওপ্রা উইনফ্রে-র টক শো 'সুপার সোল উইথ ওপ্রা উইনফ্রে'-তে কয়েকদিন আগে অতিথি হয়ে এসেছিলেন প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কল । রাজপরিবার থেকে বিতাড়িত হওয়ার পর এই প্রথমবার মুখ খোলেন দম্পতি । সাক্ষাৎকারটি রাতারাতি একটা সেনসেশন হয়ে ওঠে । এবার ওপ্রার অতিথি হিসেবে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, যিনি আবার মেগানের খুব কাছের বন্ধু ।

ওপ্রা সঞ্চালিত এই টক শো শুধুমাত্র মজাদার হালকা কনটেন্ট নিয়ে কাজ করে না । বরং শোয়ে আসা অতিথিদের মনের ভিতরে উঁকি মারেন ওপ্রা । তাঁদের নিয়ে রীতিমতো রিসার্চ করা হয় এবং খুব ভেবেচিন্তে প্রশ্ন তৈরি করা হয় ।

প্রিয়াঙ্কাকে ওপ্রা কী প্রশ্ন করতে চলেছেন ? তার একটা ছোটো ঝলক দেখা গেল এপিসোডের প্রোমোতে । 'তুমি আর নিক কবে সন্তানের পরিকল্পনা করছ ?', ওপ্রার এই প্রশ্ন হেঁসে উড়িয়ে না দিয়ে প্রিয়াঙ্কাকে রীতিমতো ভাবনাচিন্তা করতে দেখা গেল ।

হলিউডে নিজের জায়গা তৈরি করতে অনেক স্ট্রাগল করতে হয়েছে প্রিয়াঙ্কাকে । শুধু হলিউড নয়, বলিউডেও প্রিয়াঙ্কার গায়ের রঙ, শরীরের গড়ন নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে । 10 বছরের ছোটো নিকের সঙ্গে বিয়ে করাতেও ট্রোলড হতে হয় অভিনেত্রীকে । ওপ্রার প্রশ্নের তালিকায় কি এইসব বিষয় রয়েছে ?

ডিসকভারি প্লাসে খুব তাড়াতাড়ি আসবে প্রিয়াঙ্কার এপিসোডটি । সেখানেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে ।

ওয়াশিংটন, 12 মার্চ : ওপ্রা উইনফ্রে-র টক শো 'সুপার সোল উইথ ওপ্রা উইনফ্রে'-তে কয়েকদিন আগে অতিথি হয়ে এসেছিলেন প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কল । রাজপরিবার থেকে বিতাড়িত হওয়ার পর এই প্রথমবার মুখ খোলেন দম্পতি । সাক্ষাৎকারটি রাতারাতি একটা সেনসেশন হয়ে ওঠে । এবার ওপ্রার অতিথি হিসেবে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, যিনি আবার মেগানের খুব কাছের বন্ধু ।

ওপ্রা সঞ্চালিত এই টক শো শুধুমাত্র মজাদার হালকা কনটেন্ট নিয়ে কাজ করে না । বরং শোয়ে আসা অতিথিদের মনের ভিতরে উঁকি মারেন ওপ্রা । তাঁদের নিয়ে রীতিমতো রিসার্চ করা হয় এবং খুব ভেবেচিন্তে প্রশ্ন তৈরি করা হয় ।

প্রিয়াঙ্কাকে ওপ্রা কী প্রশ্ন করতে চলেছেন ? তার একটা ছোটো ঝলক দেখা গেল এপিসোডের প্রোমোতে । 'তুমি আর নিক কবে সন্তানের পরিকল্পনা করছ ?', ওপ্রার এই প্রশ্ন হেঁসে উড়িয়ে না দিয়ে প্রিয়াঙ্কাকে রীতিমতো ভাবনাচিন্তা করতে দেখা গেল ।

হলিউডে নিজের জায়গা তৈরি করতে অনেক স্ট্রাগল করতে হয়েছে প্রিয়াঙ্কাকে । শুধু হলিউড নয়, বলিউডেও প্রিয়াঙ্কার গায়ের রঙ, শরীরের গড়ন নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে । 10 বছরের ছোটো নিকের সঙ্গে বিয়ে করাতেও ট্রোলড হতে হয় অভিনেত্রীকে । ওপ্রার প্রশ্নের তালিকায় কি এইসব বিষয় রয়েছে ?

ডিসকভারি প্লাসে খুব তাড়াতাড়ি আসবে প্রিয়াঙ্কার এপিসোডটি । সেখানেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.