ETV Bharat / sitara

সাধারণতন্ত্র দিবসে 'ফৌ-জি' লঞ্চ করলেন অক্ষয় -

সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতীয় গেম 'ফৌ-জি' লঞ্চ করলেন অক্ষয় কুমার । বললেন, "নিজের দেশের জন্য লড়াই কর", অবশ্যই ভার্চুয়ালি ।

Akshay Kumar launches game FauG
Akshay Kumar launches game FauG
author img

By

Published : Jan 26, 2021, 3:22 PM IST

মুম্বই : চিনা গেম অ্যাপ্লিকেশন পাবজি ব্যান করার পর ভারতীয় গেম 'ফৌ-জি' লঞ্চ করার ঘোষণা করেছিলেন অক্ষয় কুমার । আজ সাধারণতন্ত্র দিবসে সেই গেম লঞ্চ করলেন অভিনেতা ।

'ফৌ-জি' একটি গেম অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে ভার্চুয়াল শত্রুদের খতম করতে হয় । এই খেলায় দেশের শত্রুদের মেরে দেশের পতাকাকে রক্ষা করাই চ্যালেঞ্জ ।

একটি অ্যানিমেটেড টিজ়ার শেয়ার করে অক্ষয় লিখেছেন, "শত্রুর মুখোমুখি হও । নিজের দেশের জন্য লড়াই কর । দেশের পতাকাকে রক্ষা কর । ভারতীয় সবচেয়ে প্রতীক্ষীত অ্যাকশন গেম ফৌ-জি" ।

আজই মিশন শুরু করার কথা বলে সবাইকে উদ্বুদ্ধ করেছেন অক্ষয় । দেখে নিন তাঁর টুইট...

মুম্বই : চিনা গেম অ্যাপ্লিকেশন পাবজি ব্যান করার পর ভারতীয় গেম 'ফৌ-জি' লঞ্চ করার ঘোষণা করেছিলেন অক্ষয় কুমার । আজ সাধারণতন্ত্র দিবসে সেই গেম লঞ্চ করলেন অভিনেতা ।

'ফৌ-জি' একটি গেম অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে ভার্চুয়াল শত্রুদের খতম করতে হয় । এই খেলায় দেশের শত্রুদের মেরে দেশের পতাকাকে রক্ষা করাই চ্যালেঞ্জ ।

একটি অ্যানিমেটেড টিজ়ার শেয়ার করে অক্ষয় লিখেছেন, "শত্রুর মুখোমুখি হও । নিজের দেশের জন্য লড়াই কর । দেশের পতাকাকে রক্ষা কর । ভারতীয় সবচেয়ে প্রতীক্ষীত অ্যাকশন গেম ফৌ-জি" ।

আজই মিশন শুরু করার কথা বলে সবাইকে উদ্বুদ্ধ করেছেন অক্ষয় । দেখে নিন তাঁর টুইট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.