ETV Bharat / sitara

ভয়ের গল্প শুনিয়ে আব্রামের জন্মদিন পালন শাহরুখের - শাহরুখ খানের খবর

আব্রাম খানের জন্মদিন কাটল ভয়ের গল্প শুনে, নিজের প্রিয় মানুষের সঙ্গে । মুহূর্ত শেয়ার করলেন মা গৌরি খান ।

Shah Rukh Khan on Abram's birthday Shah Rukh Khan on Abram's birthday
Shah Rukh Khan on Abram's birthday
author img

By

Published : May 28, 2020, 10:28 PM IST

মুম্বই : জন্মদিনটা বাড়িতেই কাটাল ছোট্ট আব্রাম । তবে মন খারাপ নেই তার । নিজের বাড়িতে প্রিয় মানুষের সঙ্গেই প্রিয় কাজ করতে করতেই দিন কাটল তার । একথা আমরা নয়, জানালেন মা গৌরি খান ।

গৌরি একটি ভিডিয়ো শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । সেখানে আব্রাম মন দিয়ে একটা বইয়ের দিকে তাকিয়ে । আর বই থেকে গল্পটি পড়ছেন শাহরুখ খান । বইয়ের নাম 'স্কেয়ারি', অর্থাৎ ভূতের গল্পের বই ।

গৌরি লিখেছেন, "ভয়ের গল্প শুনছে । এভাবেই ওর জন্মদিন সেলিব্রেশন হচ্ছে প্রিয় বই, প্রিয় গান আর প্রিয় মানুষের সঙ্গে" আব্রামের প্রিয় মানুষ যে শাহরুখ, তা আর বলে দিতে হবে না । বাবার স্টাইলকে সে ফলো করে, সবসময় বাবার পাশেই থাকে ।

দেখে নিন গৌরির পোস্ট...

মুম্বই : জন্মদিনটা বাড়িতেই কাটাল ছোট্ট আব্রাম । তবে মন খারাপ নেই তার । নিজের বাড়িতে প্রিয় মানুষের সঙ্গেই প্রিয় কাজ করতে করতেই দিন কাটল তার । একথা আমরা নয়, জানালেন মা গৌরি খান ।

গৌরি একটি ভিডিয়ো শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । সেখানে আব্রাম মন দিয়ে একটা বইয়ের দিকে তাকিয়ে । আর বই থেকে গল্পটি পড়ছেন শাহরুখ খান । বইয়ের নাম 'স্কেয়ারি', অর্থাৎ ভূতের গল্পের বই ।

গৌরি লিখেছেন, "ভয়ের গল্প শুনছে । এভাবেই ওর জন্মদিন সেলিব্রেশন হচ্ছে প্রিয় বই, প্রিয় গান আর প্রিয় মানুষের সঙ্গে" আব্রামের প্রিয় মানুষ যে শাহরুখ, তা আর বলে দিতে হবে না । বাবার স্টাইলকে সে ফলো করে, সবসময় বাবার পাশেই থাকে ।

দেখে নিন গৌরির পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.