ETV Bharat / sitara

লকডাউনে বাড়ি ফিরতে সাহায্য, সোনুর নামে দোকান পরিযায়ীর - shop name on sonu

লকডাউনের মধ্যে বিমানে করে কেরালা থেকে এক পরিযায়ী শ্রমিককে ওড়িশায় পৌঁছে দিয়েছিলেন সোনু । আর এবার অভিনেতাকেই উপহার দিলেন ওই পরিযায়ী শ্রমিক ।

sdf
sdf
author img

By

Published : Jul 19, 2020, 6:35 PM IST

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি হয় লকডাউন । এই পরিস্থিতিতে মুম্বইতে আটকে পড়েছিলেন একাধিক পরিযায়ী শ্রমিক । সেই সময় তাঁদের সাহায্যে এগিয়ে দিয়েছিলেন সোনু সুদ । বাস, ট্রেন ও বিমানে করে সবাইকে নিজের রাজ্যে পৌঁছে দেন তিনি । আর এবার অভিনেতাকেই উপহার দিলেন এক পরিযায়ী শ্রমিক ।

প্রশান্ত কুমার প্রধান (32) । বাড়ি ওড়িশার কেন্দ্রপাড়ায় । পেশায় কলের মিস্ত্রি । কোচি বিমানবন্দরের কাছে একটি কম্পানিতে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন । দিনে 700 টাকা করে উপার্জন করতেন । কিন্তু, লকডাউন জারি হওয়ায় কাজ হারান তিনি । খুবই খারাপ অবস্থা হয়ে যায় । দু'বেলা সঠিকভাবে জুটছিল না খাবারও ।

ভেবেছিলেন শ্রমিক স্পেশাল ট্রেনে করে বাড়ি ফিরবেন । কিন্তু, একটাও আসন পাচ্ছিলেন না ট্রেনে । স্থানীয় নেতারাও তাঁকে সাহায্য করছিলেন না বলে অভিযোগ । বাড়ি ফেরার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন । সেই সময় 'দেবদূত'-এর মতো হাজির হন সোনু । এরপর কেরালায় বিশেষ বিমানের ব্যবস্থা করেন অভিনেতা । সেখান থেকে একাধিক পরিযায়ী শ্রমিককে ওড়িশায় ফেরান তিনি । আর ওই বিমানে ছিলেন প্রশান্তও ।

নিজের বাড়িতে ফেরার পর প্রশান্ত ঠিক করেন একটি দোকান খুলবেন । সোনু সুদের নামে সেই দোকানের নাম দেবেন বলে ঠিক করেন তিনি । আর সেই মতো ভূবনেশ্বর থেকে 140 কিলোমিটার দূরে হাতিনায় একটি দোকান খোলেন । যার নাম দেন 'সোনু সুদ ওয়েলডিং ওয়ার্ক শপ'।

যদিও বিষয়টি অজানা নয় সোনুর । প্রশান্তের দোকানের প্ল্যাকার্ডে যে তাঁর নাম ও ছবি জ্বলজ্বল করছে সেটা ভালো মতোই জানেন তিনি । আসলে এই দোকান খোলার আগে অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রশান্ত । জানিয়েছিলেন নিজের ইচ্ছের কথা । তাতে অবশ্য বাধা দেননি সোনু । এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি একাধিক ব্র্যান্ডের প্রচার করেছি । কিন্তু, এটা আমার কাছে খুবই স্পেশাল । ওড়িশায় গেলে অবশ্যই ওই দোকানে যাব । এমনকী, ওয়েলডিংয়ের কাজে হাতও লাগাব ।"

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি হয় লকডাউন । এই পরিস্থিতিতে মুম্বইতে আটকে পড়েছিলেন একাধিক পরিযায়ী শ্রমিক । সেই সময় তাঁদের সাহায্যে এগিয়ে দিয়েছিলেন সোনু সুদ । বাস, ট্রেন ও বিমানে করে সবাইকে নিজের রাজ্যে পৌঁছে দেন তিনি । আর এবার অভিনেতাকেই উপহার দিলেন এক পরিযায়ী শ্রমিক ।

প্রশান্ত কুমার প্রধান (32) । বাড়ি ওড়িশার কেন্দ্রপাড়ায় । পেশায় কলের মিস্ত্রি । কোচি বিমানবন্দরের কাছে একটি কম্পানিতে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন । দিনে 700 টাকা করে উপার্জন করতেন । কিন্তু, লকডাউন জারি হওয়ায় কাজ হারান তিনি । খুবই খারাপ অবস্থা হয়ে যায় । দু'বেলা সঠিকভাবে জুটছিল না খাবারও ।

ভেবেছিলেন শ্রমিক স্পেশাল ট্রেনে করে বাড়ি ফিরবেন । কিন্তু, একটাও আসন পাচ্ছিলেন না ট্রেনে । স্থানীয় নেতারাও তাঁকে সাহায্য করছিলেন না বলে অভিযোগ । বাড়ি ফেরার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন । সেই সময় 'দেবদূত'-এর মতো হাজির হন সোনু । এরপর কেরালায় বিশেষ বিমানের ব্যবস্থা করেন অভিনেতা । সেখান থেকে একাধিক পরিযায়ী শ্রমিককে ওড়িশায় ফেরান তিনি । আর ওই বিমানে ছিলেন প্রশান্তও ।

নিজের বাড়িতে ফেরার পর প্রশান্ত ঠিক করেন একটি দোকান খুলবেন । সোনু সুদের নামে সেই দোকানের নাম দেবেন বলে ঠিক করেন তিনি । আর সেই মতো ভূবনেশ্বর থেকে 140 কিলোমিটার দূরে হাতিনায় একটি দোকান খোলেন । যার নাম দেন 'সোনু সুদ ওয়েলডিং ওয়ার্ক শপ'।

যদিও বিষয়টি অজানা নয় সোনুর । প্রশান্তের দোকানের প্ল্যাকার্ডে যে তাঁর নাম ও ছবি জ্বলজ্বল করছে সেটা ভালো মতোই জানেন তিনি । আসলে এই দোকান খোলার আগে অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রশান্ত । জানিয়েছিলেন নিজের ইচ্ছের কথা । তাতে অবশ্য বাধা দেননি সোনু । এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি একাধিক ব্র্যান্ডের প্রচার করেছি । কিন্তু, এটা আমার কাছে খুবই স্পেশাল । ওড়িশায় গেলে অবশ্যই ওই দোকানে যাব । এমনকী, ওয়েলডিংয়ের কাজে হাতও লাগাব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.