ETV Bharat / sitara

সুশান্তের মৃত্যুতে শোকাহত হয়ে আত্মঘাতী নাবালক

author img

By

Published : Jun 22, 2020, 1:49 PM IST

ক্লাস সিক্সে পড়ত এই নাবালক । 14 জুন সুশান্তের আত্মহত্যার খবর টিভিতে দেখে সে । পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই খবর জানার পর থেকেই হতাশ হয়ে পড়েছিল সে । এরপরই গতকাল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ।

োে্
োে্

হাপুর (উত্তরপ্রদেশ) : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকাহত হয়ে আত্মঘাতী এক নাবালক । গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরে ।

ক্লাস সিক্সে পড়ত এই নাবালক । 14 জুন সুশান্তের আত্মহত্যার খবর টিভিতে দেখে সে । পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই খবর জানার পর থেকেই হতাশ হয়ে পড়েছিল সে । এরপরই গতকাল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ।

ঘটনা সম্পর্কে ASP সর্বেশ মিশ্র বলেন, "ছেলেটির বাবা একজন ইঞ্জিনিয়র । কর্মসূত্রে গ্রেটার নয়ডাতে থাকেন । হাপুরে মা, দিদি ও ঠাকুমার সঙ্গে থাকত সে । বেশ কয়েকদিন ধরেই তার মন খারাপ ছিল । এরপর গতকাল বাড়ির দোতলার একটি ঘরে ঢুকে ভিতর থেকে বন্ধ করে দেয় । সেখানেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে ।"

ওই নাবালকের আত্মহত্যা করার পিছনে তেমন কোনও কারণ নেই বলেই জানিয়েছেন ASP । তিনি বলেন, "আমরা সব অভিভাবকদের অনুরোধ করছি সন্তানকে এই ধরনের খবরের থেকে দূরে রাখুন । সোশাল মিডিয়ায় তাঁরা কী দেখছেন তার উপরও নজরদারি চালান ।"

14 জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । তাঁর আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি অনেকেই । আর তার সবথেকে বেশি প্রভাব পড়ে কম বয়স্কদের উপর । এতটাই প্রভাব পড়ে যে, তাদের নিজেদেরই আত্মহত্যার পথ বেছে নিতে দেখা যাচ্ছে ।

এটাই প্রথম ঘটনা নয় । এর আগে সুশান্তের মৃত্যুতে শোকাহত হয়ে 16 জুন বরেলিতে আত্মঘাতী হয়েছিল ক্লাস টেনের এক ছাত্র । মৃত্যুর আগে সুইসাইড নোটও লিখেছিল সে । যেখানে লেখা ছিল, "যদি তিনি (সুশান্ত) করতে পারেন, তাহলে আমি নই কেন !"

তার আগে একই ঘটনা ঘটে ওড়িশাতেও । প্রিয় অভিনেতার মৃত্যু মেনে নিতে না পেরে আত্মঘাতী হয় এক নাবালিকা ।

হাপুর (উত্তরপ্রদেশ) : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকাহত হয়ে আত্মঘাতী এক নাবালক । গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরে ।

ক্লাস সিক্সে পড়ত এই নাবালক । 14 জুন সুশান্তের আত্মহত্যার খবর টিভিতে দেখে সে । পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই খবর জানার পর থেকেই হতাশ হয়ে পড়েছিল সে । এরপরই গতকাল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ।

ঘটনা সম্পর্কে ASP সর্বেশ মিশ্র বলেন, "ছেলেটির বাবা একজন ইঞ্জিনিয়র । কর্মসূত্রে গ্রেটার নয়ডাতে থাকেন । হাপুরে মা, দিদি ও ঠাকুমার সঙ্গে থাকত সে । বেশ কয়েকদিন ধরেই তার মন খারাপ ছিল । এরপর গতকাল বাড়ির দোতলার একটি ঘরে ঢুকে ভিতর থেকে বন্ধ করে দেয় । সেখানেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে ।"

ওই নাবালকের আত্মহত্যা করার পিছনে তেমন কোনও কারণ নেই বলেই জানিয়েছেন ASP । তিনি বলেন, "আমরা সব অভিভাবকদের অনুরোধ করছি সন্তানকে এই ধরনের খবরের থেকে দূরে রাখুন । সোশাল মিডিয়ায় তাঁরা কী দেখছেন তার উপরও নজরদারি চালান ।"

14 জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । তাঁর আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি অনেকেই । আর তার সবথেকে বেশি প্রভাব পড়ে কম বয়স্কদের উপর । এতটাই প্রভাব পড়ে যে, তাদের নিজেদেরই আত্মহত্যার পথ বেছে নিতে দেখা যাচ্ছে ।

এটাই প্রথম ঘটনা নয় । এর আগে সুশান্তের মৃত্যুতে শোকাহত হয়ে 16 জুন বরেলিতে আত্মঘাতী হয়েছিল ক্লাস টেনের এক ছাত্র । মৃত্যুর আগে সুইসাইড নোটও লিখেছিল সে । যেখানে লেখা ছিল, "যদি তিনি (সুশান্ত) করতে পারেন, তাহলে আমি নই কেন !"

তার আগে একই ঘটনা ঘটে ওড়িশাতেও । প্রিয় অভিনেতার মৃত্যু মেনে নিতে না পেরে আত্মঘাতী হয় এক নাবালিকা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.