মুম্বই : আর মাত্র কয়েক মাসের অপেক্ষা । তারপরই বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পরিবারে আসতে চলেছে নতুন সদস্য । 2021-এর জানুয়ারিতেই মা হবেন অনুষ্কা । অগাস্টের শেষের দিকে একথা জানিয়ে টুইট করেছিলেন বিরাট । আর আজ সোশাল মিডিয়ায় নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করলেন অভিনেত্রী ।
সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রয়েছেন অনুষ্কা । পোশাকের উপর দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে তাঁর বেবি বাম্প । আর পেটে হাত রেখে সেই দিকে হাসি মুখে তাকিয়ে রয়েছেন তিনি । এই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় ।
ছবির ক্যাপশনে অনুষ্কা লেখেন, "এর চেয়ে বড় সত্যি আর হতে পারে না, নিজের শরীরের ভিতর একটা প্রাণের জন্ম হতে দেখা ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আর স্ত্রীর এই ছবিতে কমেন্ট করতে ছাড়েননি বিরাট । লেখেন, "একটা ফ্রেমেই আমার গোটা দুনিয়া"। বিরাটের এই মন্তব্য মন কেড়ে নিয়েছে ফ্যানেদের । গর্ভবতী স্ত্রীর ছবিতে এই কমেন্ট সত্যিই অনবদ্য ও নজিরবিহীন বলে মত নেটিজ়েনদের একাংশের ।
অনুষ্কার মা হওয়ার কথা 27 অগাস্ট সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন বিরাট । সেই ছবিতে অভিনেত্রীর বেবি বাম্পও দেখা গিয়েছিল । ছবির ক্যাপশনে লেখেন, "আর তখন আমরা তিনজন হয়ে যাব ! 2021জানুয়ারিতে আসতে চলেছে ।"
IPL-এর জন্য বিরাট এখন দুবাইয়ে । 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট । আপাতত স্বামীর সঙ্গে সেখানেই রয়েছে অনুষ্কাও । আর তার মাঝেই বেবি বাম্পের ছবি পোস্ট করলেন 'পিকে' অভিনেত্রী ।