ETV Bharat / sitara

এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে সোনমের দীপাবলি পার্টিতে জাহ্নবী - Janhvi Diwali Bash

এক্স বয়ফ্রেন্ড আকশাত রজনের সঙ্গে সোনমের বাড়ির পার্টিতে যান জাহ্নবী । তাঁদের ঠিক পরই সেখানে উপস্থিত হন ইশান খাট্টার ।

ছবি
author img

By

Published : Oct 29, 2019, 3:31 PM IST

মুম্বই : দীপাবলি উপলক্ষ্যে সোনম কাপুরের বাড়িতে দীপাবলি পার্টির আয়োজন করা হয়েছিল । সেখানে এক্স বয়ফ্রেন্ড আকশাত রজনের সঙ্গে উপস্থিত হন জাহ্নবী কাপুর । আর ঠিক তাঁদের পরেই সেখানে পৌঁছন ইশান খাট্টার ।

বিস্কিট কালারের ল্যাহেঙ্গা পরেছিলেন জাহ্নবী । আর আকশাত লাল কুর্তা । একসঙ্গেই গাড়ি থেকে নামেন তাঁরা । এরপর পাপারাৎজ়িদের অনুরোধে ক্যামেরার সামনে পোজ়ও দেন । তারপর ঘরে ঢুকে যান । ঠিক তারপরই সেখানে উপস্থিত হন ইশান খাট্টার । কালো কুর্তা পাজামা পরেছিলেন তিনি । ক্যামেরার সামনে পোজ়ও দেন ।

শোনা যাচ্ছে, ইশান খাট্টারের সঙ্গে নাকি প্রেম করছেন জাহ্নবী । যদিও প্রকাশ্যে একথা স্বীকার করেননি তাঁরা । তবে একাধিক বার একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাঁদের ।

আর সোনমের বাড়ির এই বিষয়টি প্রকাশ্যে আসার পরই উঠছে প্রশ্ন । তাহলে কী ইশানের সঙ্গে কোনও সম্পর্ক নেই জাহ্নবীর ? আবার কি এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছেন তিনি ? নাকি তাঁরা শুধুই 'ভালো বন্ধু' । এই প্রশ্নগুলির উত্তর অবশ্য সময়ই দেবে ।

দেখুন ভিডিয়ো

মুম্বই : দীপাবলি উপলক্ষ্যে সোনম কাপুরের বাড়িতে দীপাবলি পার্টির আয়োজন করা হয়েছিল । সেখানে এক্স বয়ফ্রেন্ড আকশাত রজনের সঙ্গে উপস্থিত হন জাহ্নবী কাপুর । আর ঠিক তাঁদের পরেই সেখানে পৌঁছন ইশান খাট্টার ।

বিস্কিট কালারের ল্যাহেঙ্গা পরেছিলেন জাহ্নবী । আর আকশাত লাল কুর্তা । একসঙ্গেই গাড়ি থেকে নামেন তাঁরা । এরপর পাপারাৎজ়িদের অনুরোধে ক্যামেরার সামনে পোজ়ও দেন । তারপর ঘরে ঢুকে যান । ঠিক তারপরই সেখানে উপস্থিত হন ইশান খাট্টার । কালো কুর্তা পাজামা পরেছিলেন তিনি । ক্যামেরার সামনে পোজ়ও দেন ।

শোনা যাচ্ছে, ইশান খাট্টারের সঙ্গে নাকি প্রেম করছেন জাহ্নবী । যদিও প্রকাশ্যে একথা স্বীকার করেননি তাঁরা । তবে একাধিক বার একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাঁদের ।

আর সোনমের বাড়ির এই বিষয়টি প্রকাশ্যে আসার পরই উঠছে প্রশ্ন । তাহলে কী ইশানের সঙ্গে কোনও সম্পর্ক নেই জাহ্নবীর ? আবার কি এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছেন তিনি ? নাকি তাঁরা শুধুই 'ভালো বন্ধু' । এই প্রশ্নগুলির উত্তর অবশ্য সময়ই দেবে ।

দেখুন ভিডিয়ো
Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.